দেখেছ কি তাকে ঐ নীল নদীর ধারে লিরিক্স
গায়িকা: শুভমিতা ব্যানার্জি
অ্যালবাম: বৃষ্টি পায়ে পায়ে (২০০৫)
Song: Dekhecho Ki Taake Oi Nil Nodir Dhare
Singer: Subhamita Banerjee
Album: Brishti Paye Paye (2005)
লিরিক্স>>>
দেখেছ কি তাকে ঐ নীল নদীর ধারে
বৃষ্টি পায়ে পায়ে তার কি যেন কি নাম?
জলে ভেজা মাঠে, আকাশে হাত বাড়ায়
মেঘের আড়ালে ভেসে থাকা সেই রঙধনুকে চায়।
দেখেছ কি তাকে ঐ নীল নদীর ধারে
বৃষ্টি পায়ে পায়ে তার কি যেন কি নাম?
জলে ভেজা মাঠে, আকাশে হাত বাড়ায়
মেঘের আড়ালে ভেসে থাকা সেই রঙধনুকে চায়।
দেখেছ কি তাকে ঐ নীল নদীর ধারে...
ঝরা-পাতা উড়ে তাকে ছুঁয়ে বলে, যা, যা রে...
এখানে বড়ই ফিঁকে সব, তুই যা, যা যা...
তাই সে যায়, ছুটে বেড়ায় ধূসর প্রান্তরে
মেঘের গায় হাত বুলায়, রঙধনুকে চায়।
দেখেছ কি তাকে ঐ নীল নদীর ধারে...
আনমনা মেঘ দূরে যায়, কেন? কে জানে?
কিছুতেই তার কাছে ধরা দেয় না
না না...
তবুও তার মেঘে উড়ার অন্তহীন টানে
ভিজে হাওয়ায় পাখিরা গায়, "রঙধনুকে চায়।"
দেখেছ কি তাকে ঐ নীল নদীর ধারে...
জানি একদিন মেঘের ঠিকানা সে পাবে
বলবে পাখিরা, "ওরে মেঘ, তুই গা। গা গা..."
তোর কাছেই আসবে গান, তোর কাছেই যাবে
যারা হারায় রূপকথায়, রঙধনুকে চায়।
দেখেছ কি তাকে ঐ নীল নদীর ধারে
বৃষ্টি পায়ে পায়ে তার কি যেন কি নাম?
জলে ভেজা মাঠে, আকাশে হাত বাড়ায়
মেঘের আড়ালে ভেসে থাকা সেই রঙধনুকে চায়।
দেখেছ কি তাকে ঐ নীল নদীর ধারে...
(বিশেষ দ্রষ্টব্য: এই গানের লিরিক্স রচয়িতা এবং সঙ্গীত পরিচালকের নাম জানা থাকলে কমেন্টের মাধ্যমে জানাবেন)
[আরও পড়ুন: পা মা গা রে সা তার চোখের জটিল ভাষা লিরিক্স]
[আরও পড়ুন: আমার ভিনদেশী তারা একা রাতেরই আকাশে]
[আরও পড়ুন: রুম ঝুম রুম ঝুম ভাঙলো রাতের ঘুম এলো রে ছন্দের বন্যা নাচে স্বপনপুরী রাজকন্যা লিরিক্স]