অভয়চরণাবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ, তিনি ইসকনের প্রতিষ্ঠাতা। দেশে বিদেশে ইসকনের প্রচুর শাখা রয়েছে। পুরো পৃথিবীর মানুষ তার কাছ থেকে কৃষ্ণভক্তি শিখছে। তিনি কৃষ্ণ সাধনা করে বিজ্ঞান সম্পর্কে কেমন ধারণা রাখতেন তা নিয়েই আলোচনা করছি।
ন মাং দুষ্কৃতিনো মূঢ়াঃ প্রপদ্যন্তে নরাধমাঃ।
মায়য়াপহৃতজ্ঞানা আসুরং ভাবমাশ্রিতাঃ।।
অনুবাদঃ মূঢ়, নরাধম, মায়ার দ্বারা যাদের জ্ঞান অপহৃত হয়েছে এবং যারা আসুরিক ভাবসমপন্ন, সেই সমস্ত দুষ্কৃতকারীরা কখনও আমার শরণাগত হয় না।
(৩) পরবর্তী শ্রেণীর দুষ্কৃতকারীদের বলা হয় মায়য়াপহৃতজ্ঞানাঃ, অর্থাৎ মায়ার প্রভাবে যাদের পাণ্ডিত্যপূর্ণ জ্ঞান অপহৃত হয়েছে। সাধারণত এরা অধিকাংশই খুব বিদ্বান হয়–যেমন বড় বড় দার্শনিক, কবি, বৈজ্ঞানিক, সাহিত্যিক আদি। কিন্তু মায়াশক্তি তাদের বিপথগামী করেছে, তাই তারা পরমেশ্বর ভগবানকে অবজ্ঞা করে থাকে।
শ্রীমদ্ভগবদগীতা যথাযথ, অধ্যায়-৭, বিজ্ঞান-যোগ, শ্লোক-১৫
প্রভুপাদ গীতার ব্যাখ্যায় দার্শনিক, কবি, বিজ্ঞানী, সাহিত্যিকদের ‘দুষ্কৃতকারী’ বলেছেন। শুধুমাত্র কৃষ্ণ বিশ্বাসী না হবার জন্য বিদ্বান ব্যক্তিদের ‘মূঢ়’, ‘নরাধম’ বলেছেন প্রভুপাদ। গীতার ব্যাখ্যায় ঈশ্বরের অস্তিত্বে অবিশ্বাসী জ্ঞানী মানুষদের ‘আসুরিক ভাবসমপন্ন' আখ্যা দিয়েছেন।
জ্ঞানী মানুষদের প্রভুপাদ ঘৃণা করতেন। এমন আরও কিছু কথোপকথন আছে। তিনি মহাকাশচারীদের ‘rascal' বলেছেন। প্রভুপাদ মনে করতেন মানুষ চাঁদে যায়নি। মানুষ নাকি রাহু গ্ৰহে গিয়েছে।
১১ মে, ১৯৭৫ সালে মর্নিং ওয়াক কথোপকথন থেকে প্রভুপাদের বক্তব্য দেওয়া হল,Srutakirti: They'll probably have some argument in outer space. The astronauts will get into a fight.
Prabhupāda: The rascal could not compromise here, they're going in the sky. All mental concoction.
Gaṇeśa: They actually have never got to the moon.
Prabhupāda: Eh?
Amogha: He says did they actually get to the moon or not?
Prabhupāda: That I am doubtful. Always. [break] ...doubt always. They have... They might have gone... Mostly, most probably they have not gone. Simply propaganda. But even they have gone, not to moon. Maybe the Rahu planet. Or there are so many other planets.
এখানেই না থেমে প্রভুপাদ রাহু গ্ৰহের অবস্থান বলেছেন চাঁদ ও সূর্যের মাঝখানে। তিনি গ্ৰহণ সম্বন্ধে অবৈজ্ঞানিক কথা বলেছেন।
Amogha: Is that Rahu planet closer than the moon to the earth?
Prabhupāda: Rahu planet orbit is in between moon and sun. So when it comes in between moon and sun there is eclipse. At night it is eclipse in the moon, and daytime it is eclipse in the sun
যাদের বিজ্ঞান সম্পর্কে নূন্যতম ধারণা আছে তারা জানে রাহু নামে কোনো গ্ৰহ নাই। রাহু শুধু আছে অবৈজ্ঞানিক জ্যোতিষীর গ্ৰহে। গ্ৰহণ সম্পর্কে যা বলেছেন তা সম্পূর্ণ অবৈজ্ঞানিক কথা।
প্রথমত প্রভুপাদের নিজেরই বিজ্ঞান সম্পর্কে নূন্যতম ধারণা ছিল না, উপরন্তু তিনি বিজ্ঞানীদের ‘দুষ্কৃতকারী', 'মূঢ়', 'নরাধম' বলেছেন। এমন বিষাক্ত মানুষকে বৈষ্ণব সম্প্রদায় কৃষ্ণের, চৈতন্যদেবের অবতার রূপ মনে করে। যার জায়গা হওয়া উচিত ছিল সমাজের নর্দমায় তাকেই দেশের মূর্খ মানুষেরা পূজা করে। হিন্দুদের মধ্যে সবাই বৈষ্ণব না। হিন্দু সমাজে শিবের উপাসক, আর্যসমাজ ইসকনের বিরোধীতা করে। অনেকেই ইসকনকে খ্রিস্টানদের এজেন্ট হিসেবে দেখে। যদিও এরাও কেউ ধোয়া তুলসী পাতা নয়। সমস্ত ধর্ম অবৈজ্ঞানিক কথায় পরিপূর্ণ রয়েছে। এবার কিন্তু ধার্মিক মানুষদের ভাববার সময় এসেছে।
প্রভুপাদের মর্নিং ওয়াক: Morning Walk, May 11, 1975, Perth