Nil Akasher Niche Ami Rasta Choleci Eka Lyrics
নীল আকাশের নীচে আমি রাস্তা চলেছি একা লিরিক্স
গান: নীল আকাশের নীচে আমি রাস্তা চলেছি একা
অ্যালবাম: নীল আকাশের নীচে (১৯৬৯, বাংলাদেশের সিনেমা)
গায়ক: খন্দকার ফারুক আহমেদ
লিরিক্স রচনা: গাজী মাজহারুল আনোয়ার
সঙ্গীত পরিচালনা: সত্য সাহা
Song: Nil Akasher Niche Ami Rasta Choleci Eka
Album: Nil Akasher Niche (1969, Bangladeshi Movie)
Singer: Khandokar Faruk Ahmed
Lyricist: Gazi Mazharul Anwar
Music Director: Satya Saha
রাস্তা চলেছি একা।
নীল আকাশের নীচে আমি,
রাস্তা চলেছি একা।
এই সবুজের শ্যামল মায়ায়,
এই সবুজের শ্যামল মায়ায়,
এই সবুজের শ্যামল মায়ায়,
দৃষ্টি পড়েছে ঢাকা।
নীল আকাশের নীচে আমি,
রাস্তা চলেছি একা।
দৃষ্টি পড়েছে ঢাকা।
নীল আকাশের নীচে আমি,
রাস্তা চলেছি একা।
নীল আকাশের নীচে আমি,
রাস্তা চলেছি একা।
রাস্তা চলেছি একা।
শনশন বাতাসের গুঞ্জন,
চঞ্চল করে এই মন।
আহা ও ও হো হো আহা হা হা ও হো
শনশন বাতাসের গুঞ্জন,
হলো চঞ্চল করে এই মন।
ডাক দিয়ে যায় কার দুটি চোখ,
ডাক দিয়ে যায় কার দুটি চোখ,
স্বপ্ন কাজলমাখা।
নীল আকাশের নীচে আমি,
রাস্তা চলেছি একা।
স্বপ্ন কাজলমাখা।
নীল আকাশের নীচে আমি,
রাস্তা চলেছি একা।
নীল আকাশের নীচে আমি,
রাস্তা চলেছি একা।
রাস্তা চলেছি একা।
ঝুরুঝুরু বকুলের গন্ধে,
এই মৌমাছি দোলে এ কি ছন্দে?
আহা ও ও হো হো আহা হা হা ও হো
ঝুরুঝুরু বকুলের গন্ধে,
এই মৌমাছি দোলে এ কি ছন্দে?
বউ কথা কও ডাকে কেন?
এই মৌমাছি দোলে এ কি ছন্দে?
বউ কথা কও ডাকে কেন?
বউ কথা কও ডাকে কেন?
বউ কি দেবে দেখা?
নীল আকাশের নীচে আমি,
রাস্তা চলেছি একা।
এই সবুজের শ্যামল মায়ায়,
বউ কি দেবে দেখা?
নীল আকাশের নীচে আমি,
রাস্তা চলেছি একা।
এই সবুজের শ্যামল মায়ায়,
এই সবুজের শ্যামল মায়ায়,
দৃষ্টি পড়েছে ঢাকা।
নীল আকাশের নীচে আমি,
রাস্তা চলেছি একা।
দৃষ্টি পড়েছে ঢাকা।
নীল আকাশের নীচে আমি,
রাস্তা চলেছি একা।
নীল আকাশের নীচে আমি,
রাস্তা চলেছি একা।
লা লা লা লা লা লা লা লা
রাস্তা চলেছি একা।
লা লা লা লা লা লা লা লা
[আরও পড়ুন: তুমি কি দেখেছো কভু জীবনের পরাজয়]
[আরও পড়ুন: বাতাস ডাকেনা আগের মতো আকাশ হাসে না আগের মতো]
[আরও পড়ুন: আয় খুকু আয় (কাটেনা সময় যখন আর কিছুতে)]
[আরও পড়ুন: এমন একটি ঝিনুক খুঁজে পেলাম না যাতে মুক্তো আছে]