Chanchal Mon Anmona Hoy Jei Taar Chowa Lage Lyrics
চঞ্চল মন আনমনা হয় যেই তার ছোঁয়া লাগে লিরিক্স
অদ্বিতীয়া (১৯৬৮, বাংলা ছায়াছবি) |
গান: চঞ্চল মন আনমনা হয় যেই তার ছোঁয়া লাগে
অ্যালবাম: অদ্বিতীয়া (১৯৬৮, বাংলা ছায়াছবি)
গায়িকা: লতা মঙ্গেশকর
গায়ক: হেমন্ত মুখার্জি
লিরিক্স রচনা: মুকুল দত্ত
সঙ্গীত পরিচালনা: হেমন্ত মুখার্জি
Song: Chanchal Mon Anmona Hoy Jei Tar Chowa Lage
Album: Adwitiya (1968, Bangla Film)
Singer: Lata Mangeshkar
Album: Adwitiya (1968, Bangla Film)
Singer: Lata Mangeshkar
Singer: Hemanta Mukherjee
লিরিক্স>>>
চঞ্চল মন আনমনা হয়
যেই তার ছোঁয়া লাগে,
চঞ্চল মন আনমনা হয়
চঞ্চল মন আনমনা হয়
যেই তার ছোঁয়া লাগে।
ভোরের আকাশে আলো দেখে
ভোরের আকাশে আলো দেখে
পাখি যেন জাগে।
চঞ্চল মন আনমনা হয়
চঞ্চল মন আনমনা হয়
যেই তার ছোঁয়া লাগে।
সারাদিন রিমঝিমঝিম কত বৃষ্টি,
সারাদিন রিমঝিমঝিম কত বৃষ্টি,
কত বৃষ্টি হয়েছে মন জুড়ে।
সারাদিন রিমঝিমঝিম কত বৃষ্টি,
সারাদিন রিমঝিমঝিম কত বৃষ্টি,
কত বৃষ্টি হয়েছে মন জুড়ে।
দিশাহারা কোনো পাতা যেন
দিশাহারা কোনো পাতা যেন
ঝড়ের মুখেতে গেল উড়ে।
চোখের পাতায় এত স্বপ্নের
চোখের পাতায় এত স্বপ্নের
ভীড় হয়নি তো আগে।
ভোরের আকাশে আলো দেখে
ভোরের আকাশে আলো দেখে
পাখি যেন জাগে।
চঞ্চল মন আনমনা হয়
চঞ্চল মন আনমনা হয়
যেই তার ছোঁয়া লাগে।
গুন গুন গুন গানে,
ফুলে এসে বসা ভ্রমরের
গুন গুন গুন গানে,
ফুলে এসে বসা ভ্রমরের
মতো তার মন।
এসে বসে মোর মনে,
আমি সবকিছু ভুলে গেছি
এসে বসে মোর মনে,
আমি সবকিছু ভুলে গেছি
গুন গুন গুন গানে।
উচ্ছল মন তোলপাড় অনাসৃষ্টি,
অনাসৃষ্টি চলেছে সেই থেকে।
উচ্ছল মন তোলপাড় অনাসৃষ্টি,
অনাসৃষ্টি চলেছে সেই থেকে।
বুঝিনি তো ভুল হয়ে গেছে
অনাসৃষ্টি চলেছে সেই থেকে।
উচ্ছল মন তোলপাড় অনাসৃষ্টি,
অনাসৃষ্টি চলেছে সেই থেকে।
বুঝিনি তো ভুল হয়ে গেছে
ঝড়ের মেঘেতে মন রেখে,
পিঞ্জর ভেঙে উড়বার নেশা
পিঞ্জর ভেঙে উড়বার নেশা
এত হয়নি তো আগে,
ভোরের আকাশে আলো দেখে
ভোরের আকাশে আলো দেখে
পাখি যেন জাগে।
চঞ্চল মন আনমনা হয়
চঞ্চল মন আনমনা হয়
যেই তার ছোঁয়া লাগে,
চঞ্চল মন আনমনা হয়
চঞ্চল মন আনমনা হয়
যেই তার ছোঁয়া লাগে।
[আরও পড়ুন: ঐ চাঁদের টিপে মন ভোলে না মা]
[আরও পড়ুন: কতো রাগিনীর ভুল ভাঙাতে]
[আরও পড়ুন: যাবার বেলা পিছু থেকে ডাক দিয়ে কেন বলো কাঁদালে আমায়]
[আরও পড়ুন: অনেক জমানো ব্যাথা বেদনা কি করে গান হলো জানি না]