আমি যার নূপুরের ছন্দ বেণুকার সুর লিরিক্স
Ami Jar Nupurer Chanda Benukar Sur Lyricsআমি যার নূপুরের ছন্দ বেণুকার সুর |
গান: আমি যার নূপুরের ছন্দ বেণুকার সুর
রচয়িতা: কাজী নজরুল ইসলাম
নজরুল গীতি
কাহারবা তাল
কাহারবা তাল
Song: Ami Jar Nupurer Chanda Benukar Sur
Composer: Kazi Nazrul Islam
Nazrul Sangeet
আমি যার নূপুরের ছন্দ বেণুকার সুর
কে সেই সুন্দর কে? কে সেই সুন্দর কে?
আমি যার নূপুরের ছন্দ বেণুকার সুর
কে সেই সুন্দর কে? কে সেই সুন্দর কে?
আমি যার বিলাস-যমুনা
আমি যার বিলাস-যমুনা বিরহ-বিধুর
কে সেই সুন্দর কে? কে সেই সুন্দর কে?
যাহার গানের আমি বনমালা
আমি যার কথার কুসুম-ডালা,
যাহার গানের আমি বনমালা
আমি যার কথার কুসুম-ডালা,
না-দেখা সুদূর
কে সেই সুন্দর কে? কে সেই সুন্দর কে?
যার শিখী-পাখা লেখনী হয়ে
গোপনে মোরে কবিতা লেখায়
সে রহে কোথায় হায়!
যার শিখী-পাখা লেখনী হয়ে
গোপনে মোরে কবিতা লেখায়
সে রহে কোথায় হায়!
আমি যার বরষার আনন্দ-কেকা
নৃত্যের সঙ্গিনী দামিনী-রেখা,
যে মম অঙ্গে কাঁকন-কেয়ূর
কে সেই সুন্দর কে? কে সেই সুন্দর কে?
আমি যার নূপুরের ছন্দ বেণুকার সুর
কে সেই সুন্দর কে? কে সেই সুন্দর কে?
[আরও পড়ুন: তুমি কি দেখেছো কভু জীবনের পরাজয়]
[আরও পড়ুন: শুকনো পাতার নূপুর পায়ে লিরিক্স]
[আরও পড়ুন: রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে প্রেমের কাহিনী]
[আরও পড়ুন: অনেক জমানো ব্যাথা বেদনা লিরিক্স]
আমি যার নূপুরের ছন্দ বেণুকার সুর
কে সেই সুন্দর কে? কে সেই সুন্দর কে?
আমি যার নূপুরের ছন্দ বেণুকার সুর
কে সেই সুন্দর কে? কে সেই সুন্দর কে?
আমি যার বিলাস-যমুনা
আমি যার বিলাস-যমুনা বিরহ-বিধুর
কে সেই সুন্দর কে? কে সেই সুন্দর কে?
যাহার গানের আমি বনমালা
আমি যার কথার কুসুম-ডালা,
যাহার গানের আমি বনমালা
আমি যার কথার কুসুম-ডালা,
না-দেখা সুদূর
কে সেই সুন্দর কে? কে সেই সুন্দর কে?
যার শিখী-পাখা লেখনী হয়ে
গোপনে মোরে কবিতা লেখায়
সে রহে কোথায় হায়!
যার শিখী-পাখা লেখনী হয়ে
গোপনে মোরে কবিতা লেখায়
সে রহে কোথায় হায়!
আমি যার বরষার আনন্দ-কেকা
নৃত্যের সঙ্গিনী দামিনী-রেখা,
যে মম অঙ্গে কাঁকন-কেয়ূর
কে সেই সুন্দর কে? কে সেই সুন্দর কে?
আমি যার নূপুরের ছন্দ বেণুকার সুর
কে সেই সুন্দর কে? কে সেই সুন্দর কে?
[আরও পড়ুন: তুমি কি দেখেছো কভু জীবনের পরাজয়]
[আরও পড়ুন: শুকনো পাতার নূপুর পায়ে লিরিক্স]
[আরও পড়ুন: রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে প্রেমের কাহিনী]
[আরও পড়ুন: অনেক জমানো ব্যাথা বেদনা লিরিক্স]