Coffee Houser Sei Addata Aaj Aar Nei Lyrics
কফি হাউজের সেই আড্ডাটা আজ আর নেই
Hits of Manna Dey Volume 2 |
অ্যালবাম: Hits of Manna Dey Volume 2
Song: Coffee Houser Sei Addata Aaj Aar Nei
Album: Hits of Manna Dey Volume 2
Lyricist: Gauri Prasanna Majumder
Singer: Manna Dey
Music Director: Supornokanti Ghosh
লিরিক্স>>>
কফি হাউজের সেই আড্ডাটা আজ আর নেই,
আজ আর নেই।
কোথায় হারিয়ে গেল সোনালী বিকেলগুলো সেই?
আজ আর নেই।
লা লা লা লা লা লা লা লা লা লা...
নিখিলেশ প্যারিসে, মইদুল ঢাকাতে,
কোথায় হারিয়ে গেল সোনালী বিকেলগুলো সেই?
আজ আর নেই।
লা লা লা লা লা লা লা লা লা লা...
নিখিলেশ প্যারিসে, মইদুল ঢাকাতে,
নেই তারা আজ কোন খবরে।
গ্রান্ডের গিটারিষ্ট গোয়ানিস ডিসুজা,
গ্রান্ডের গিটারিষ্ট গোয়ানিস ডিসুজা,
ঘুমিয়ে আছে যে আজ কবরে।
কাকে যেন ভালবেসে আঘাত পেয়ে যে শেষে,
পাগলা গারদে আছে রমা রায়।
অমলটা ধুকছে দুরন্ত ক্যানসারে,
কাকে যেন ভালবেসে আঘাত পেয়ে যে শেষে,
পাগলা গারদে আছে রমা রায়।
অমলটা ধুকছে দুরন্ত ক্যানসারে,
জীবন করেনি তাকে ক্ষমা হায়!
কফি হাউজের সেই আড্ডাটা আজ আর নেই,
কফি হাউজের সেই আড্ডাটা আজ আর নেই,
আজ আর নেই।
কোথায় হারিয়ে গেল সোনালী বিকেলগুলো সেই?
আজ আর নেই।
সুজাতাই আজ শুধু সবচেয়ে সুখে আছে,
শুনেছি তো লাখপতি স্বামী তার।
হীরে আর জহরতে আগা গোড়া মোড়া সে,
গাড়ি বাড়ি সব কিছু দামী তার।
আর্ট কলেজের ছেলে নিখিলেশ স্যান্যাল,
বিজ্ঞাপনের ছবি আঁকতো।
আর চোখ ভরা কথা নিয়ে, নির্বাক স্রোতা হয়ে,
ডিসুজা টা বসে শুধু থাকতো।
ও... ও... ও... ও...
কফি হাউজের সেই আড্ডাটা,
আজ আর নেই।
সুজাতাই আজ শুধু সবচেয়ে সুখে আছে,
শুনেছি তো লাখপতি স্বামী তার।
হীরে আর জহরতে আগা গোড়া মোড়া সে,
গাড়ি বাড়ি সব কিছু দামী তার।
আর্ট কলেজের ছেলে নিখিলেশ স্যান্যাল,
বিজ্ঞাপনের ছবি আঁকতো।
আর চোখ ভরা কথা নিয়ে, নির্বাক স্রোতা হয়ে,
ডিসুজা টা বসে শুধু থাকতো।
ও... ও... ও... ও...
কফি হাউজের সেই আড্ডাটা,
আজ আর নেই, আজ আর নেই।
লা লা লা লা লা লা লা লা লা লা...
একটা টেবিলে সেই তিনচার ঘন্টা,
লা লা লা লা লা লা লা লা লা লা...
একটা টেবিলে সেই তিনচার ঘন্টা,
চারমিনার ঠোঁটে জ্বলতো।
কখনো বিষ্ণু দে, কখনো যামিনী রায়,
কখনো বিষ্ণু দে, কখনো যামিনী রায়,
এই নিয়ে তর্কটা চলতো।
রোদ ঝড় বৃষ্টিতে যেখানেই যে থাকুক,
রোদ ঝড় বৃষ্টিতে যেখানেই যে থাকুক,
কাজ সেরে ঠিক এসে জুটতাম,
চারটেতে শুরু করে, জমিয়ে আড্ডা মেরে,
চারটেতে শুরু করে, জমিয়ে আড্ডা মেরে,
সাড়ে সাতটায় ঠিক উঠতাম।
কফি হাউজের সেই আড্ডাটা আজ আর নেই,
কফি হাউজের সেই আড্ডাটা আজ আর নেই,
কবি কবি চেহারা, কাঁধেতে ঝোলানো ব্যাগ,
মুছে যাবে অমলের নামটা,
একটা কবিতা তার হলোনা কোথাও ছাপা,
একটা কবিতা তার হলোনা কোথাও ছাপা,
পেলনা সে প্রতিভার দামটা।
অফিসের সোস্যালে, ম্যামেচার নাটকে,
অফিসের সোস্যালে, ম্যামেচার নাটকে,
রমা রায় অভিনয় করতো,
কাগজের রিপোর্টার মইদুল,
কাগজের রিপোর্টার মইদুল,
এসে রোজ কি লিখেছে তাই শুধু পড়তো।
কফি হাউজের সেই আড্ডাটা আজ আর নেই,
আজ আর নেই।
কোথায় হারিয়ে গেল সোনালী বিকেল গুলো সেই?
আজ আর নেই।
সেই সাতজন নেই আজ,
কফি হাউজের সেই আড্ডাটা আজ আর নেই,
আজ আর নেই।
কোথায় হারিয়ে গেল সোনালী বিকেল গুলো সেই?
আজ আর নেই।
সেই সাতজন নেই আজ,
টেবিলটা তবু আছে,
সাতটা পেয়ালা আজো খালি নেই।
একই সে বাগানে আজ এসেছে নতুন কুঁড়ি,
শুধু সেই সেদিনের মালি নেই।
[আরও পড়ুন: তুমি কি দেখেছো কভু জীবনের পরাজয়]
সাতটা পেয়ালা আজো খালি নেই।
একই সে বাগানে আজ এসেছে নতুন কুঁড়ি,
শুধু সেই সেদিনের মালি নেই।
[আরও পড়ুন: তুমি কি দেখেছো কভু জীবনের পরাজয়]
কত স্বপ্নের রোদ ওঠে এই কফি হাউজে,
কত স্বপ্ন মেঘে ঢেকে যায়।
কতজন এলো গেল কতজনই আসবে,
কফি হাউজটা শুধু থেকে যায়।
কফি হাউজের সেই আড্ডাটা আজ আর নেই,
আজ আর নেই।
কোথায় হারিয়ে গেল সোনালী বিকেলগুলো সেই?
আজ আর নেই।
লা লা লা লা লা লা লা লা লা লা...
কোথায় হারিয়ে গেল সোনালী বিকেলগুলো সেই?
আজ আর নেই।
[আরও পড়ুন: নদীর যেমন ঝরনা আছে ঝরনারও নদী আছে]
[আরও পড়ুন: ওই গাছের পাতায় রোদের ঝিকিমিকি লিরিক্স]
[আরও পড়ুন: নূপুরের গুঞ্জনে বনবিথী উতলা ফুলসাজে শ্রীমতী অভিসারে যায় লিরিক্স]
[আরও পড়ুন: বাঁশি বুঝি সেই সুরে আর ডাকবে না]
hey ! such a lovely song to hear. I've been searching this kind of song for too long , one of my all time fav song , this song melody really amazed me thanks for Coffee Houser Sei Addata Lyrics this song lyric . keep sharing
উত্তরমুছুনThanks for your comment. Happy to see you like this song.❤
মুছুন