বুঝবে না কেউ বুঝবে না কি যে মনের ব্যথা লিরিক্স
Bujhbe Na Keu Bujhbe Na Ki Je Moner Betha Bangla Song Lyrics
গান: বুঝবে না কেউ বুঝবে না কি যে মনের ব্যথা
অ্যালবাম: কবিতা (বাংলা ছায়াছবি, ১৯৭৭)
অ্যালবাম: কবিতা (বাংলা ছায়াছবি, ১৯৭৭)
গায়িকা: লতা মঙ্গেশকর
Song: Bujhbe Na Keu Bujhbe Na Ki Je Moner Betha
Album: Kabita (1977, Bangla Film)
Singer: Lata Mangeshkar
Album: Kabita (1977, Bangla Film)
Singer: Lata Mangeshkar
কি যে মনের ব্যথা।
বুঝবে না, কেউ বুঝবে না,
কি যে মনের ব্যথা।
অন্ধ খনির অন্তরে থাকে,
যে সোনা, সবাই জানে তারই কথা।
বুঝবে না, কেউ বুঝবে না,
কি যে মনের ব্যথা।
অন্ধ খনির অন্তরে থাকে,
যে সোনা, সবাই জানে তারই কথা।
বুঝবে না, কেউ বুঝবে না,
কি যে মনের ব্যথা।
যদি এমন হতো যত বেদনা,
বীজেরই মতন করে যেতো গো বোনা।
যদি এমন হতো যত বেদনা,
বীজেরই মতন করে যেতো গো বোনা।
লালে লাল ফুলে ফুলে ভোরে যেত গান,
দূর থেকে দেখে তারে যেতো গো চেনা।
খুঁজবে না, কেউ খুঁজবে না,
মনেরও গভীরতা।
অন্ধ খনির অন্তরে থাকে,
যে সোনা, সবাই জানে তারই কথা।
বুঝবে না, কেউ বুঝবে না,
কি যে মনের ব্যথা।
আমি তোমায় কোনো দোষ দেবো না,
আমারই মতন জ্বলো তাও চাবো না।
আমি তোমায় কোনো দোষ দেবো না,
আমারই মতন জ্বলো তাও চাবো না।
বোঝা না বোঝার আলো ছায়া খেলনা,
চেনা হয়ে চিরদিনই রবো অচেনা।
মুছবে না, কেউ মুছবে না,
ভিজে চোখের পাতা।
অন্ধ খনির অন্তরে থাকে,
যে সোনা, সবাই জানে তারই কথা।
বুঝবে না, কেউ বুঝবে না,
কি যে মনের ব্যথা।
কি যে মনের ব্যথা।
যদি এমন হতো যত বেদনা,
বীজেরই মতন করে যেতো গো বোনা।
যদি এমন হতো যত বেদনা,
বীজেরই মতন করে যেতো গো বোনা।
লালে লাল ফুলে ফুলে ভোরে যেত গান,
দূর থেকে দেখে তারে যেতো গো চেনা।
খুঁজবে না, কেউ খুঁজবে না,
মনেরও গভীরতা।
অন্ধ খনির অন্তরে থাকে,
যে সোনা, সবাই জানে তারই কথা।
বুঝবে না, কেউ বুঝবে না,
কি যে মনের ব্যথা।
আমি তোমায় কোনো দোষ দেবো না,
আমারই মতন জ্বলো তাও চাবো না।
আমি তোমায় কোনো দোষ দেবো না,
আমারই মতন জ্বলো তাও চাবো না।
বোঝা না বোঝার আলো ছায়া খেলনা,
চেনা হয়ে চিরদিনই রবো অচেনা।
মুছবে না, কেউ মুছবে না,
ভিজে চোখের পাতা।
অন্ধ খনির অন্তরে থাকে,
যে সোনা, সবাই জানে তারই কথা।
বুঝবে না, কেউ বুঝবে না,
কি যে মনের ব্যথা।
[আরও পড়ুন: ন্যানো টেকনোলজি যেভাবে বদলে দিতে পারে আগামী পৃথিবী]