O Dada Bhai Murti Banao Bangla Song Lyrics
ও দাদা ভাই দাদা ভাই মূর্তি বানাও লিরিক্স
গান: ও দাদাভাই মূর্তি বানাও
অ্যালবাম: রক্তাক্ত বাংলা (১৯৭২, বাংলা ছায়াছবি)
Song: O Dada Bhai Murti Banao
Album: Roktakto Bangla (1972, Bangla Film)
Singer: Lata Mangeshkar
ও দাদা ভাই, দাদা ভাই মূর্তি বানাও,
নাক,মুখ,চোখ সবই বানাও,
হাতও বানাও,পাও বানাও,
বুদ্ধ,যীশু সবই বানাও,
মন বানাতে পার কি?
একটা ছোট বোন বানাতে পার কি?
দাদা ভাই বোন বানাতে পার কি?
অ্যালবাম: রক্তাক্ত বাংলা (১৯৭২, বাংলা ছায়াছবি)
গায়িকা: লতা মঙ্গেশকর
গীতিকার: সলিল চৌধুরী
সঙ্গীত পরিচালনা: সলিল চৌধুরী
সঙ্গীত পরিচালনা: সলিল চৌধুরী
বাংলাদেশের সিনেমায় কিংবদন্তি গায়িকা লতা মঙ্গেশকরের গাওয়া একমাত্র গান "ও দাদা ভাই মূর্তি বানাও"।
Song: O Dada Bhai Murti Banao
Album: Roktakto Bangla (1972, Bangla Film)
Singer: Lata Mangeshkar
Lyricist: Salil Chowdhury
Music Director: Salil Chowdhury
Music Director: Salil Chowdhury
In any movie of Bangladesh, only song of great singer Lata Mangeshkar was "O Dada Bhai Murti Banao".
নাক,মুখ,চোখ সবই বানাও,
হাতও বানাও,পাও বানাও,
বুদ্ধ,যীশু সবই বানাও,
মন বানাতে পার কি?
একটা ছোট বোন বানাতে পার কি?
দাদা ভাই বোন বানাতে পার কি?
সারাদিন একলা ঘরে আপন মনেতে,
দুনিয়া নিজেরই গড়ছো মনেতে।
সারাদিন একলা ঘরে আপন মনেতে,
দুনিয়া নিজেরই গড়ছো মনেতে।
খান খান খান হয়ে যখন ভাঙবে সে স্বপন,
দুনিয়া নিজেরই গড়ছো মনেতে।
খান খান খান হয়ে যখন ভাঙবে সে স্বপন,
খান খান খান হয়ে যখন ভাঙবে সে স্বপন।
করবে তখন কী? আমাকে বলতে পার কি?
দাদাভাই বলতে পার কি?
ও দাদা ভাই,দাদা ভাই মূর্তি বানাও,
নাক,মুখ,চোখ সবই বানাও,
হাতও বানাও,পাও বানাও,
বুদ্ধ,যীশু সবই বানাও,
মন বানাতে পার কি?
একটা ছোট বোন বানাতে পার কি?
দাদা ভাই বোন বানাতে পার কি?
করবে তখন কী? আমাকে বলতে পার কি?
দাদাভাই বলতে পার কি?
ও দাদা ভাই,দাদা ভাই মূর্তি বানাও,
নাক,মুখ,চোখ সবই বানাও,
হাতও বানাও,পাও বানাও,
বুদ্ধ,যীশু সবই বানাও,
মন বানাতে পার কি?
একটা ছোট বোন বানাতে পার কি?
দাদা ভাই বোন বানাতে পার কি?
আমি তো চিরটা দিন কাছে রবো না,
যাবো যে সুদূরে খুঁজেই পাবে না।
আমি তো চিরটা দিন কাছে রবো না,
যাবো যে সুদূরে খুঁজেই পাবে না।
ঝন ঝন ঝন আঁচলে মোর ঘরেরই চাবি,
যাবো যে সুদূরে খুঁজেই পাবে না।
ঝন ঝন ঝন আঁচলে মোর ঘরেরই চাবি,
ঝন ঝন ঝন আঁচলে মোর ঘরেরই চাবি।
নেবে যে ভাবী, একটা উপায় করো না,
উপায় করতে পার কি?
ও দাদা ভাই,দাদা ভাই মূর্তি বানাও,
নাক,মুখ,চোখ সবই বানাও,
হাতও বানাও,পাও বানাও,
বুদ্ধ,যীশু সবই বানাও,
মন বানাতে পার কি?
একটা ছোট বোন বানাতে পার কি?
দাদা ভাই বোন বানাতে পার কি?
নেবে যে ভাবী, একটা উপায় করো না,
উপায় করতে পার কি?
ও দাদা ভাই,দাদা ভাই মূর্তি বানাও,
নাক,মুখ,চোখ সবই বানাও,
হাতও বানাও,পাও বানাও,
বুদ্ধ,যীশু সবই বানাও,
মন বানাতে পার কি?
একটা ছোট বোন বানাতে পার কি?
দাদা ভাই বোন বানাতে পার কি?