মেঘের পালক চাঁদের নোলক বাংলা গানের লিরিক্স
গান: মেঘের পালক চাঁদের নোলক কাগজের খেয়া ভাসছে
অ্যালবাম: নটবর নট আউট (২০১০, বাংলা সিনেমা)
গায়িকা: শ্রেয়া ঘোষাল
লিরিক্স: কমলেশ্বর মুখোপাধ্যায়
সঙ্গীত: দেবজ্যোতি মিশ্রSong: Megher Polok Chander Nolok Kagojer Kheya Bhasche
Album: Notobor Notout (2010, Bangla Cinema)
Lyricist: Kamaleshwar Mukherjee
Singer: Shreya Ghoshal
Music: Debojyoti Mishra
মেঘের পালক, চাঁদের নোলক,
কাগজের খেয়া ভাসছে।
মেঘের পালক, চাঁদের নোলক,
কাগজের খেয়া ভাসছে।
বুক ধুকপুক চাঁদপানা মুখ,
চিলেকোঠা থেকে হাসছে।
মেঘের বাড়িতে ভেজা ভেজা পায়ে,
তা-থৈ তা-থৈ বরষা।
কাক ভেজা মন জল থইথই,
রাত্তির হোল ফরসা।
আমি তুমি আজ একাকার হয়ে,
মিশেছি আলোর বৃত্তে।
মম চিত্তে নিতি নৃত্যে কে যে নাচে?
মেঘের পালক চাঁদের নোলক,
কাগজের খেয়া ভাসছে।
আলতো পায়ে ছড়ানো পথ ভিজে আয়না,
এই শহর আবছা ভোর টের পায়না।
জল টুপ টুপ পায়ে ছন্দ রাত্তির জুঁই ফুল,
ও... জল টুপ টুপ পায়ে ছন্দ রাত্তির জুঁই ফুল।
হাতে হাত রেখে আলোক সালোক স্বপ্নে মশগুল,
অগোছালো মন, ভেঙ্গেছে শ্রাবণ,
মেঘ থৈ থৈ ঝর্না...
আমি তুমি আজ একাকার হয়ে,
মিশেছি আলোর বৃত্তে।
মম চিত্তে নিতি নৃত্যে কে যে নাচে?
মেঘের পালক, চাঁদের নোলক,
কাগজের খেয়া ভাসছে।
আলতো পায়ে ছড়ানো পথ ভিজে আয়না,
এই শহর আবছা ভোর টের পায়না।
জল টুপ টুপ পায়ে ছন্দ রাত্তির জুঁই ফুল,
ও... জল টুপ টুপ পায়ে ছন্দ রাত্তির জুঁই ফুল।
হাতে হাত রেখে আলোক সালোক স্বপ্নে মশগুল,
অগোছালো মন, ভেঙ্গেছে শ্রাবণ,
মেঘ থৈ থৈ ঝর্না...
এই শহর আবছা ভোর টের পায়না।
জল টুপ টুপ পায়ে ছন্দ রাত্তির জুঁই ফুল,
ও... জল টুপ টুপ পায়ে ছন্দ রাত্তির জুঁই ফুল।
হাতে হাত রেখে আলোক সালোক স্বপ্নে মশগুল,
অগোছালো মন, ভেঙ্গেছে শ্রাবণ,
মেঘ থৈ থৈ ঝর্না...
আমি তুমি আজ একাকার হয়ে,
মিশেছি আলোর বৃত্তে।
মম চিত্তে নিতি নৃত্যে কে যে নাচে?
রঙের দোয়াতে আঁকি বুকি ভোর,
এলোমেলো ঘুড়ি কাটছে।
দিন পাল্টায় আলো আলতায়,
দুটো মন আজ হাঁটছে।
যত অলি গলি আকুলি বিকুলি
এই পথ চলা কতদূর?
আগুনের আঁচে আনাচে কানাচে
তুমি আর আমি রোদ্দুর।
তুমি আমি তিন সত্যি হয়ে
বাকি সব আজ মিথ্যে।
মম চিত্তে নৃত্যে নাচে...
মেঘের পালক, চাঁদের নোলক,
কাগজের খেয়া ভাসছে।
মিশেছি আলোর বৃত্তে।
মম চিত্তে নিতি নৃত্যে কে যে নাচে?
রঙের দোয়াতে আঁকি বুকি ভোর,
এলোমেলো ঘুড়ি কাটছে।
দিন পাল্টায় আলো আলতায়,
দুটো মন আজ হাঁটছে।
যত অলি গলি আকুলি বিকুলি
এই পথ চলা কতদূর?
আগুনের আঁচে আনাচে কানাচে
তুমি আর আমি রোদ্দুর।
তুমি আমি তিন সত্যি হয়ে
বাকি সব আজ মিথ্যে।
মম চিত্তে নৃত্যে নাচে...
মেঘের পালক, চাঁদের নোলক,
কাগজের খেয়া ভাসছে।
মেঘের পালক, চাঁদের নোলক,
কাগজের খেয়া ভাসছে।
কাগজের খেয়া ভাসছে।
[আরও পড়ুন: সাগর ডাকে আয় আয় লিরিক্স]
[আরও পড়ুন: কাজল কাজল চোখে ঐ বন ময়ূরী নাচে]