Amar Prabhat Modhur Holo Lyrics
আমার প্রভাত মধুর হলো লিরিক্স
গান: আমার প্রভাত মধুর হলো
অ্যালবাম: মায়ার সংসার (১৯৬২, বাংলা ছায়াছবি)
গায়ক: হেমন্ত মুখোপাধ্যায়
গায়িকা: প্রতিমা বন্দ্যোপাধ্যায়
কথা: প্রণব রায়
সুর: রবীন চট্টোপাধ্যায়Song: Amar Prabhat Modhur Holo
Album: Mayar Sansar (1962, Bengali Cinema)
Singer: Hemanta Mukherjee
Singer: Pratima Banerjee
Lyricist: Pranab Ray
Music: Robin Chatterjee
Music: Robin Chatterjee
আমার প্রভাত মধুর হলো
তোমারই নাম গানে,
তোমারই নাম গানে,
আমার প্রভাত মধুর হলো
তোমারই নাম গানে,
সকল কলুষ যাক না মুছে
আলোর ধারা স্নানে,
তোমারই নাম গানে।
তোমারই নাম গানে,
সকল কলুষ যাক না মুছে
আলোর ধারা স্নানে,
তোমারই নাম গানে।
যেন সবারে প্রেম বিলায় অবিরত,
হৃদয় আমার গন্ধ ফুলের মতো
যেন সবারে প্রেম বিলায় অবিরত।
সুন্দর হোক এ দিন আমার,
যেন সবারে প্রেম বিলায় অবিরত।
সুন্দর হোক এ দিন আমার,
সুন্দর হোক এ দিন আমার,
রাতের অবসানে,
তোমারই নাম গানে।
রাতের অবসানে,
তোমারই নাম গানে।
নীল আকাশে নির্মলতায়
ভরুক আমার প্রাণ,
ভরুক আমার প্রাণ,
নীল আকাশে নির্মলতায়
ভরুক আমার প্রাণ।
জীবন করুক ক্ষমায় উদার
সত্যে সুমহান।
চলার পথে ক্লান্তি যদি আসে,
যেন ভুলিনা গো তুমি আছো পাশে।
চলতে শেখায় দুঃখ ব্যথা,
ভরুক আমার প্রাণ।
জীবন করুক ক্ষমায় উদার
সত্যে সুমহান।
চলার পথে ক্লান্তি যদি আসে,
যেন ভুলিনা গো তুমি আছো পাশে।
চলতে শেখায় দুঃখ ব্যথা,
চলতে শেখায় দুঃখ ব্যথা,
জয়ের অভিযানে,
তোমারই নাম গানে।
আমার প্রভাত মধুর হলো
তোমারই নাম গানে।
জয়ের অভিযানে,
তোমারই নাম গানে।
আমার প্রভাত মধুর হলো
তোমারই নাম গানে।
[আরও পড়ুন: কথা দিলাম আমি কথা দিলাম]
[আরও পড়ুন: মনে রেখো আমার এ গান]
[আরও পড়ুন: জানিনা ভালোলাগা না ভালোবাসা]
[আরও পড়ুন: সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা]
Can we have the lyrics in English, Please
উত্তরমুছুন