Janla Khule Jokhoni Jai Baire Lyrics
জানলা খুলে যখনই চাই বাইরে লিরিক্স
জানলা খুলে যখনই চাই বাইরে,
মুঠো মুঠো রোদের কণা,
আমায় ছুতে চায় রে।
জানলা খুলে যখনই চাই বাইরে,
মুঠো মুঠো রোদের কণা,
আময়ে ছুতে চায় রে।
আময়ে ছুতে চায় রে।
শিশির ধোয়া শির-শিরানো পাতারা,
ভৈরবী সুরে গাইছে তাইরে নাইরে,
ভৈরবী সুরে গাইছে তাইরে নাইরে,
তাইরে নাইরে নাইরে।
জানলা খুলে,
জানলা খুলে যখনই চাই বাইরে,
মুঠো মুঠো রোদের কণা,
জানলা খুলে যখনই চাই বাইরে,
মুঠো মুঠো রোদের কণা,
আমায় ছুতে চায় রে।
কতো আলো গাছে গাছে ফুটছে,
ফুটে তারা কর কোলে ঝরে পরছে।
ও ও...
কতো আলো গাছে গাছে ফুটছে,
ফুটে তারা কর কোলে ঝরে পরছে।
আকাশ আজ ধরেছে এমন রং,আকাশ আজ ধরেছে এমন রং,
যে রং ছড়িয়ে পড়়ে চোখের অন্তরে।
জানলা খুলে,
জানলা খুলে যখনই চাই বাইরে,
মুঠো মুঠো রোদের কণা,
খুশির হাওয়া বাজায়
ধিতাং ধিতাং বোল,
জানলা খুলে যখনই চাই বাইরে,
মুঠো মুঠো রোদের কণা,
আমায় ছুতে চায় রে।
খুশির হাওয়া বাজায়
ধিতাং ধিতাং বোল,
চারিধারে যাচ্ছে শোনা
দে দোল দে দোল।
খুশির হাওয়া বাজায়
ধিতাং ধিতাং বোল,
ধিতাং ধিতাং বোল,
চারিধারে যাচ্ছে শোনা
দে দোল দে দোল।প্রথম আলোর সুরের তরী,
প্রথম আলোর সুরের তরী,
ছন্দে রওনা পাড়ী দিতে
প্রথম আলোর সুরের তরী,
ছন্দে রওনা পাড়ী দিতে
মেঘের পড়ে...
জানলা খুলে,
জানলা খুলে যখনই চাই বাইরে,
মুঠো মুঠো রোদের কণা,
আময়ে ছুতে চায় রে।
আময়ে ছুতে চায় রে।
শিশির ধোয়া শির-শিরানো পাতারা,
ভৈরবী সুরে গাইছে তাইরে নাইরে,
ভৈরবী সুরে গাইছে তাইরে নাইরে,
তাইরে নাইরে নাইরে।
জানলা খুলে,
জানলা খুলে যখনই চাই বাইরে,
মুঠো মুঠো রোদের কণা,
জানলা খুলে যখনই চাই বাইরে,
মুঠো মুঠো রোদের কণা,
আমায় ছুতে চায় রে।
[আরও পড়ুন: গুনগুন ফাগুন শেষ হলে]
[আরও পড়ুন: যে কথাটি মনে রেখেছি গোপনে]
[আরও পড়ুন: পদ্ম পাতায় ভোরের শিশির যেন]
[আরও পড়ুন: এক বৈশাখে দেখা হলো দুজনার]