ইলা মিত্রের জবানবন্দি PDF download
Ila Mitra Jabandondi PDF download
ইলা মিত্রের জবানবন্দি |
বইয়ের নাম: ইলা মিত্রের জবানবন্দি
Book: Ila Mitra Jobanbondi (Attestation of Ila Mitra)
(Statement of Ila Mitra in court)
সমাজতান্ত্রিক কমিউনিস্টদের পুঁজিবিরোধী শ্রেণিসংগ্রামের হাত ধরেই প্রকৃতপক্ষে আন্তর্জাতিক শ্রমজীবী নারীদিবসের প্রতিষ্ঠা। সমাজতন্ত্র প্রতিষ্ঠা বিনা, নারীজাতির মুক্তি নেই। ওই লক্ষ্যটি বাদ দিলে নারী স্বাধীনতার স্বপ্ন হয়ে উঠবে একটি শূন্য, নিস্পৃহ খোয়াব। সেই বিপ্লবী আন্দোলনেরই অন্তর্গত গৌরবময় নারী আন্দোলনেরও কিংবদন্তী নেত্রী ইলা মিত্র। তেভাগা আন্দোলনের বিপ্লবী নেত্রী ইলা মিত্র। দেশ মাতৃকার টানে ব্রিটিশ সামাজ্যবাদ, আধিপত্যবাদের বিরুদ্ধে শাসন থেকে মুক্ত করতে যে সব বিপ্লবী তাদের জীবনবাজি রেখে লড়াই সংগ্রাম করেছেন, নারী ও দরিদ্র অসহায় কৃষকদের অধিকার আদায়ের আন্দোলন সংগ্রামের নেতৃত্ব দিয়েছেন তাদের অন্যতম ইলা মৈত্র। নাচোলের তেভাগা আন্দোলনের নেত্রী ইলা মৈত্র। রাজশাহী আদালতে ইলা মিত্র ইংরেজিতে লিখিত যে জবানবন্দি দিয়েছিলেন তা থেকে তাঁর ওপর যে অত্যাচার হয়েছে সে বিষয়ে জানা যায়।
আমাকে কোন খাবার দেওয়া হয়নি। এমন কি এক বিন্দু জলও না। ঐ সন্ধ্যায় স্বীকারোক্তি আদায়ের জন্য এসআইএর উপস্থিতিতে সিপাইরা এসে বন্দুকের বাট দিয়ে আমার মাথায় আঘাত করতে শুরু করে। সে সময় আমার নাক দিয়ে প্রচুর রক্ত পড়তে থাকে। আমাকে যে কামরায় নিয়ে যাওয়া হয় সেখানে আমার স্বীকারোক্তি আদায়ের জন্য ওরা নৃশংস ধরনের পন্থা অবলম্বন করে। আমার চারপাশে দাঁড়িয়ে ওরা আমার পা দুটোকে লাঠির মধ্যে রেখে ক্রমাগতভাবে চাপ দিতে শুরু করে। ওদের ভাষায় আমার বিরুদ্ধে ‘পাকিস্তানী ইনজেকশন’ পন্থায় ব্যবস্থা নেওয়া হচ্ছিল।~ইলা মিত্র
Always Free Thinking website-এ upload করা হয় সেই সমস্ত বই যেগুলি আগে থেকেই ইন্টারনেটে উপলব্ধ। Always Free Thinking কোনো বইয়ের PDF তৈরি করে না।