Nupurer Gunjane Bonbithi Utola Phulsaje Shrimati Abhisare Jay Bangla Song Lyrics
নূপুরের গুঞ্জনে বনবিথী উতলা ফুলসাজে শ্রীমতী অভিসারে যায় লিরিক্স
শিল্পী (১৯৫৬, বাংলা সিনেমা) |
গান: নূপুরের গুঞ্জনে বনবিথী উতলা ফুলসাজে শ্রীমতী অভিসারে যায়
অ্যালবাম: শিল্পী (১৯৫৬, বাংলা সিনেমা)
গায়িকা: সন্ধ্যা মুখার্জি
লিরিক্স রচনা: প্রণব রায়
সঙ্গীত পরিচালনা: রবীন চ্যাটার্জী
Song: Nupurer Gunjane Bonbithi Utola Phulsaje Shrimati Abhisare Jay
Album: Shilpi (1956, Bangla Film)
Singer: Sandhya Mukherjee
Lyricist: Pranab Ray
Music Director: Robin Chatterjee
লিরিক্স>>>
নূপুরের গুঞ্জনে বনবিথী উতলা
ফুলসাজে শ্রীমতী অভিসারে যায়
নূপুরের গুঞ্জনে বনবিথী উতলা
নূপুরের গুঞ্জনে বনবিথী উতলা
ফুলসাজে শ্রীমতী অভিসারে যায়
অকুলিত কুন্তলে মালতীর মালিকা
অকুলিত কুন্তলে মালতীর মালিকা
ছন্দের হিল্লোল তনু লতিকায়
নুপুরের গুঞ্জনে বনবিথী উতলা
নুপুরের গুঞ্জনে বনবিথী উতলা
ফুলসাজে শ্রীমতী অভিসারে যায়
কে গো সে সুন্দর স্বপ্ন মনোহর
কে গো সে সুন্দর স্বপ্ন মনোহর
শ্রীমতীর নাম ধরে বেনু বাজায়
অঞ্জন পরাগদুটি খুঞ্জন আঁখি তারা
অঞ্জন পরাগদুটি খুঞ্জন আঁখি তারা
চকিতে ফিরে ফিরে কেঁপে ওঠে যায়
চাঁদে আর মেঘে যেন লুকোচুরি খেলা গো
চাঁদে আর মেঘে যেন লুকোচুরি খেলা গো
কভু পায় কভু হায় খুঁজে নাহি পায়
চাঁদে আর মেঘে যেন লুকোচুরি খেলা গো
চাঁদে আর মেঘে যেন লুকোচুরি খেলা গো
কভু পায় কভু হায় খুঁজে নাহি পায়
নীল শাড়ি দোলে দোলে দুটি রাঙা পদমূলে
সলাজমি নতিসম গোপনে লুটায় গো
নীল শাড়ি দোলে দোলে দুটি রাঙা পদমূলে
নীল শাড়ি দোলে দোলে দুটি রাঙা পদমূলে
সলাজমি নতিসম গোপনে লুটায় গো
সুন্দর বাঁশুরীয়া সুরে সুরে বলে
সুন্দর বাঁশুরীয়া সুরে সুরে বলে
পিয়া দোলে দিতে আয়
সুন্দর বাঁশুরীয়া সুরে সুরে বলে
সুন্দর বাঁশুরীয়া সুরে সুরে বলে
পিয়া দোলে দিতে আয়
শ্রাবণে আর ঝুলনের কুসুম দোলায়
শ্রাবণে আর ঝুলনের কুসুম দোলায়
শ্রাবণে ঝুলনের কুসুম দোলায়
শ্রাবণে আর ঝুলনের কুসুম দোলায়
শ্রাবণে আর ঝুলনের কুসুম দোলায়
শ্রাবণে ঝুলনের কুসুম দোলায়
বলে রাই মৃদু হেসে কাজ কিবা ঝুলনের
বলে রাই মৃদু হেসে কাজ কিবা ঝুলনের
দোলে চিরদিন দোলে শ্যাম আমারই হিয়ায়
বলে রাই মৃদু হেসে কাজ কিবা ঝুলনের
বলে রাই মৃদু হেসে কাজ কিবা ঝুলনের
দোলে চিরদিন দোলে শ্যাম আমারই হিয়ায়
[আরও পড়ুন: প্রজাপতি এ মন মেলুক পাখনা দূরে যত দূরে যায় যদি যাক না]
[আরও পড়ুন: অনেক জমানো ব্যাথা বেদনা কি করে গান হলো জানি না লিরিক্স]
[আরও পড়ুন: মাধবী মধুপে হল মিতালী এই বুঝি জীবনের মধু গিতালী]
[আরও পড়ুন: রুম ঝুম রুম ঝুম ভাঙলো রাতের ঘুম এলো রে ছন্দের বন্যা নাচে স্বপনপুরী রাজকন্যা লিরিক্স]
[আরও পড়ুন: প্রজাপতি এ মন মেলুক পাখনা দূরে যত দূরে যায় যদি যাক না]
[আরও পড়ুন: অনেক জমানো ব্যাথা বেদনা কি করে গান হলো জানি না লিরিক্স]
[আরও পড়ুন: মাধবী মধুপে হল মিতালী এই বুঝি জীবনের মধু গিতালী]
[আরও পড়ুন: রুম ঝুম রুম ঝুম ভাঙলো রাতের ঘুম এলো রে ছন্দের বন্যা নাচে স্বপনপুরী রাজকন্যা লিরিক্স]