শুকনো পাতার নূপুর পায়ে নাচিছে ঘূর্ণিবায় লিরিক্স
Shukno Patar Nupur Paye Naciche Ghurnibay Lyrics
Shukno Patar Nupur Paye Naciche Ghurnibay Lyrics
গান: শুকনো পাতার নূপুর পায়ে নাচিছে ঘূর্ণিবায়
রচয়িতা: কাজী নজরুল ইসলাম
রচয়িতা: কাজী নজরুল ইসলাম
নজরুল গীতি
আরবি সুর
কাহারবা তাল
আরবি সুর
কাহারবা তাল
Song: Shukno Patar Nupur Paye Naciche Ghurnibay
Composer: Kazi Nazrul Islam
Nazrul Sangeet
নাচিছে ঘূর্ণিবায়।
জল তরঙ্গে ঝিলমিল ঝিলমিল,
জল তরঙ্গে ঝিলমিল ঝিলমিল,
ঢেউ তুলে সে যায়।
জল তরঙ্গে ঝিলমিল ঝিলমিল,
জল তরঙ্গে ঝিলমিল ঝিলমিল,
ঢেউ তুলে সে যায়।
শুকনো পাতার নূপুর পায়ে,
শুকনো পাতার নূপুর পায়ে,
নাচিছে ঘূর্ণিবায়।
জল তরঙ্গে ঝিলমিল ঝিলমিল,
জল তরঙ্গে ঝিলমিল ঝিলমিল,
ঢেউ তুলে সে যায়।
জল তরঙ্গে ঝিলমিল ঝিলমিল,
জল তরঙ্গে ঝিলমিল ঝিলমিল,
ঢেউ তুলে সে যায়।
দিঘিরও বুকে শতদল দলি,
দিঘিরও বুকে শতদল দলি,
জরায়ে বকুল চাপার কলি।
দিঘিরও বুকে শতদল দলি,
দিঘিরও বুকে শতদল দলি,
জরায়ে বকুল চাপার কলি।
চঞ্চলো ঝর্ণার জলছলছলি,
চঞ্চলো ঝর্ণার জলছলছলি,
চঞ্চলো ঝর্ণার জলছলছলি।
মাঠের পথে সে ধায়।
জল তরঙ্গে ঝিলিমিলি ঝিলিমিলি,
ঢেউ তুলে সে যায়।
বনফুলর আবরণ, খুলিয়া ফেলিয়া,
মাঠের পথে সে ধায়।
জল তরঙ্গে ঝিলিমিলি ঝিলিমিলি,
ঢেউ তুলে সে যায়।
বনফুলর আবরণ, খুলিয়া ফেলিয়া,
আলু থালু এল কেশ, গগনে মেলিয়া।
বনফুলর আবরণ, খুলিয়া ফেলিয়া,
বনফুলর আবরণ, খুলিয়া ফেলিয়া,
আলু থালু এল কেশ, গগনে মেলিয়া।
পাগলিনী নেচে যায়, হেলিয়া দুলিয়া,
পাগলিনী নেচে যায়, হেলিয়া দুলিয়া,
ধূলি ধূসরও কায়।
জল তরঙ্গে ঝিলিমিলি ঝিলিমিলি,
জল তরঙ্গে ঝিলিমিলি ঝিলিমিলি,
ঢেউ তুলে সে যায়।
ইরানি বালিকা যেন মরুচারিণী,
ইরানি বালিকা যেন মরুচারিণী,
পল্লীরও প্রান্তর, বন মনোহারিণী।
ইরানি বালিকা যেন মরুচারিণী,
ইরানি বালিকা যেন মরুচারিণী,
পল্লীরও প্রান্তর, বন মনোহারিণী।
ছুটে আসে সহসা গৈরিক বরণী,
ছুটে আসে সহসা গৈরিক বরণী,
ছুটে আসে সহসা গৈরিক বরণী।
বালুকার উড়নি গায়।
জল তরঙ্গে ঝিলমিল ঝিলমিল,
বালুকার উড়নি গায়।
জল তরঙ্গে ঝিলমিল ঝিলমিল,
ঢেউ তুলে সে যায়।
শুকনো পাতার নূপুর পায়ে,
শুকনো পাতার নূপুর পায়ে,
নাচিছে ঘূর্ণিবায়।
জল তরঙ্গে ঝিলমিল ঝিলমিল,
জল তরঙ্গে ঝিলমিল ঝিলমিল,
ঢেউ তুলে সে যায়।
জল তরঙ্গে ঝিলমিল ঝিলমিল,
জল তরঙ্গে ঝিলমিল ঝিলমিল,
ঢেউ তুলে সে যায়।
[আরও পড়ুন: তুমি কি দেখেছো কভু জীবনের পরাজয়]
[আরও পড়ুন: দেখেছ কি তাকে ঐ নীল নদীর ধারে লিরিক্স]
[আরও পড়ুন: তোমার বকুল বনে অনেক মুকুল যবে ধরবে লিরিক্স]
[আরও পড়ুন: দিনের শেষে ঘুমের দেশে রবীন্দ্র সংগীত]