গান: ও পলাশ ও শিমুল (১৯৫৮)
গায়িকা: লতা মঙ্গেশকর
অ্যালবাম: Bani Jetha Chiradin Rabe Volume 1
Song: O Palash O Shimul
Singer: Lata Mangeshkar
Lyricist: Gauriprasanna Majumdar
Music Director: Hemanta Mukherjee
ও পলাশ, ও শিমুল
কেন এ মন মোর রাঙালে
জানি না, জানি না
আমার এ ঘুম কেন ভাঙালে
যার পথ চেয়ে দিন গুনেছি
আজ তার পদধ্বনি শুনেছি
যার পথ চেয়ে দিন গুনেছি
আজ তার পদধ্বনি শুনেছি
ও বাতাস...
কেন আজ বাঁশি তব বাজায়ে
দিলে তুমি এ হৃদয় সাজায়ে
ও পলাশ, ও শিমুল
কেন এ মন মোর রাঙালে
জানি না, জানি না
আমার এ ঘুম কেন ভাঙালে
দিলে তুমি এ হৃদয় সাজায়ে
ও পলাশ, ও শিমুল
কেন এ মন মোর রাঙালে
জানি না, জানি না
আমার এ ঘুম কেন ভাঙালে
যায় বেলা যাক না
আঁখি দু'টি থাক না
সুন্দর স্বপ্নে মগ্ন
যেন এলো আজ সেই শুভলগ্ন
যায় বেলা যাক না
আঁখি দু'টি থাক না
সুন্দর স্বপ্নে মগ্ন
যেন এলো আজ সেই শুভলগ্ন
[আরও পড়ুন: চল রাস্তায় সাজি ট্রাম লাইন]
এ জীবনে যতটুকু চেয়েছি
মনে হয়, তারও বেশি পেয়েছি
এ জীবনে যতটুকু চেয়েছি
মনে হয়, তারও বেশি পেয়েছি
ও আকাশ, কেন আজ এত আলো ছড়ায়ে
আমারে যে দিলে তুমি ভরায়ে
ও পলাশ, ও শিমুল
কেন এ মন মোর রাঙালে
জানি না, জানি না
আমার এ ঘুম কেন ভাঙালে
[আরও পড়ুন: ও আকাশ সোনা সোনা এ মাটি সবুজ সবুজ]
[আরও পড়ুন: ওই গাছের পাতায় রোদের ঝিকিমিকি লিরিক্স]