Ja Re Jare Ure Jare Pakhi Lyrics
যা রে যারে উড়ে যা রে পাখি লিরিক্স
গান: যা রে যারে উড়ে যা রে পাখি (১৯৫৯)গায়িকা: লতা মঙ্গেশকর
অ্যালবাম: Four Square Hits Bengali Modern of Female Artists
লিরিক্স রচনা: সলিল চৌধুরী
সঙ্গীত পরিচালনা: সলিল চৌধুরী
Song: Ja Re Jare Ure Jare Pakhi (1959)
Singer: Lata Mangeshkar
Album: Four Square Hits Bengali Modern of Female Artists
Lyricist: Salil Chowdhury
Music Director: Salil Chowdhury
লিরিক্স>>>
যা রে
যা রে যারে উড়ে যা রে পাখি
ফুরালো প্রানের মেলা,
শেষ হয়ে এলো বেলা
আর কেন মিছে তোরে বেঁধে রাখি
যা রে
আকাশে আকাশে ফিরে,
যাবি রে আপন নীড়ে
শ্যামলও মাটির বন-ছায়
আকাশে আকাশে ফিরে,
যাবি রে আপন নীড়ে
শ্যামলও মাটির বন-ছায়
শুধু, মনে মনে তোরে ডাকি
চাহিনা খেলিতে খেলা,
শেষ হয়ে এলো বেলা
আর কেন মিছে তোরে বেঁধে রাখি
যা রে
[আরও পড়ুন: চোখের ভাষা যদি বুঝতে পারি লিরিক্স]
আমারই স্বপন হয়ে,
কত কি যে গেছো কয়ে
হৃদয় পিঞ্জরে বসিয়া
আমারই স্বপন হয়ে,
কত কি যে গেছো কয়ে
হৃদয় পিঞ্জরে বসিয়া
জানি সবই রয়ে গেল বাকি
এবারে ভাসাবো ভেলা,
শেষ হয়ে এলো বেলা
আর কেন মিছে তোরে বেঁধে রাখি
যা রে
আমারই স্বপন হয়ে,
কত কি যে গেছো কয়ে
হৃদয় পিঞ্জরে বসিয়া
আমারই স্বপন হয়ে,
কত কি যে গেছো কয়ে
হৃদয় পিঞ্জরে বসিয়া
জানি সবই রয়ে গেল বাকি
এবারে ভাসাবো ভেলা,
শেষ হয়ে এলো বেলা
আর কেন মিছে তোরে বেঁধে রাখি
যা রে
আপনি কি কখনো বাবুই পাখি কবিতা গুলো পড়ে দেখেছেন? এগুলো অনেক সুন্দর হয়। লাখো মানুষ পছন্দ করে। আপনিও দেখে নিতে পারেন।
উত্তরমুছুন