O Nadire Ekti Kotha Shudhai Shudhu Tomare Lyrics
ও নদীরে একটি কথা শুধাই শুধু তোমারে লিরিক্স
গান: ও নদীরে একটি কথা শুধাই শুধু তোমারে
অ্যালবাম: নীল আকাশের নীচে (১৯৫৯, বাংলা সিনেমা)
গায়ক: হেমন্ত মুখার্জি
লিরিক্স রচনা: গৌরীপ্রসন্ন মজুমদার
সঙ্গীত পরিচালনা: হেমন্ত মুখার্জি
Song: O Nadire Ekti Kotha Shudhai Shudhu Tomare
Album: Neel Akasher Neeche (1959, Bangla Film)
Singer: Hemanta Mukherjee
Lyricist: Gauriprasanna Majumdar
Music Director: Hemanta Mukherjee
Album: Neel Akasher Neeche (1959, Bangla Film)
Singer: Hemanta Mukherjee
Lyricist: Gauriprasanna Majumdar
Music Director: Hemanta Mukherjee
ও নদীরে,
একটি কথা শুধাই শুধু তোমারে
বলো কোথায় তোমার দেশ
তোমার নেই কি চলার শেষ
ও নদীরে...
তোমার কোনো বাঁধন নাই
তুমি ঘর ছাড়া কি তাই
এই আছো ভাটায়
এই আছো ভাটায়
আবার এই তো দেখি জোয়ারে
বলো কোথায় তোমার দেশ
তোমার নেই কি চলার শেষ
ও নদীরে...
এ কূল ভেঙে ও কূল তুমি গড়ো
যার একূল ওকূল দুকূল গেল
বলো কোথায় তোমার দেশ
তোমার নেই কি চলার শেষ
ও নদীরে...
এ কূল ভেঙে ও কূল তুমি গড়ো
যার একূল ওকূল দুকূল গেল
তার লাগি কি করো?
আমায় ভাবছো মিছেই পর,
আমায় ভাবছো মিছেই পর,
তোমার নেই কি অবসর
সুখ দুঃখের কথা কিছু
সুখ দুঃখের কথা কিছু
কইলে না হয় আমারে...
বলো কোথায় তোমার দেশ
তোমার নেই কি চলার শেষ
ও নদীরে...
বলো কোথায় তোমার দেশ
তোমার নেই কি চলার শেষ
ও নদীরে...
[আরও পড়ুন: আলো আর আলো দিয়ে তোমার খুশিটি নিয়ে]
[আরও পড়ুন: নিশিদিন নিশিদিন বাজে স্মরণের বীণ]
[আরও পড়ুন: এসো এসো এসো প্রিয় এসো আমার ঘরে]
[আরও পড়ুন: এই মোম জোছনায় অঙ্গ ভিজিয়ে এসো না গল্প করি]