Nishi Din Nishi Din Soroner Bin Lyrics
নিশিদিন নিশিদিন বাজে স্মরণের বীণ লিরিক্স
All Time Greats-Lata Mangeshkar |
গান: নিশিদিন নিশিদিন বাজে স্মরণের বীণ
অ্যালবাম: All Time Greats-Lata Mangeshkar
অ্যালবাম: All Time Greats-Lata Mangeshkar
Song: Nishi Din Nishi Din Baje Soroner Bin
Album: All Time Greats-Lata Mangeshkar
Singer: Lata Mangeshkar
Lyricist: Salil Chowdhury
Music Director: Salil Chowdhury
তুমি বিনা মোর, জীবন যেন,
চাঁদনি বিহীনা রজনী হায়!
আ আ আ আ আ আ...
নিশিদিন নিশিদিন বাজে স্মরণের বীণ,
সে যে তুমি বিন জানে না।
নিশিদিন নিশিদিন বাজে স্মরণের বীণ,
সে যে তুমি বিন জানে না।
গুন গুন গুন করুণ সে ধুণ,
মনবিরহী মানে না।
স্বজন আমার থাকে দূরেতে,
আসে সে কাছে শুধু সুরেতে।
স্বজন আমার থাকে দূরেতে,
আসে সে কাছে শুধু সুরেতে।
হায় বিধি হল বাম, মোর শ্যাম,
শুধু বাঁশিতে ডাকে, আসিতে চাহে না।
ছল ছল ছল ছল
যেত যমুনার জল,
কুল কুল স্বরে বহিয়া।
ছল ছল ছল ছল
কুল কুল স্বরে বহিয়া।
ছল ছল ছল ছল
যেত যমুনার জল,
কুল কুল স্বরে বহিয়া।
আজ সে উজান, হায় তার প্রাণ,
যায় না কিছু কহিয়া।
ললিতা বিশাখা সখী সজনী,
কাটে না বিহনে তারি রজনী।
ললিতা বিশাখা সখী সজনী,
কাটে না বিহনে তারি রজনী।
আন সখী তারে আন অভিমান,
দিব তাহারি পায়ে ডালিয়ে মোর প্রাণ।
শন্ শন্ শন্ বহে তুফানি পবন,
এলো ঘন গেল কাঁদিয়া।
শন্ শন্ শন্ বহে তুফানি পবন,
এলো ঘন গেল কাঁদিয়া।
মোর ঘর বার হল একাকার,
বিজলী হানে ধাঁধিয়া।
নিশিদিন নিশিদিন বাজে স্মরণের বীণ,
সে যে তুমি বিন জানে না।
গুন গুন গুন করুণ সে ধুণ,
মনবিরহী মানে না।
কুল কুল স্বরে বহিয়া।
আজ সে উজান, হায় তার প্রাণ,
যায় না কিছু কহিয়া।
ললিতা বিশাখা সখী সজনী,
কাটে না বিহনে তারি রজনী।
ললিতা বিশাখা সখী সজনী,
কাটে না বিহনে তারি রজনী।
আন সখী তারে আন অভিমান,
দিব তাহারি পায়ে ডালিয়ে মোর প্রাণ।
শন্ শন্ শন্ বহে তুফানি পবন,
এলো ঘন গেল কাঁদিয়া।
শন্ শন্ শন্ বহে তুফানি পবন,
এলো ঘন গেল কাঁদিয়া।
মোর ঘর বার হল একাকার,
বিজলী হানে ধাঁধিয়া।
নিশিদিন নিশিদিন বাজে স্মরণের বীণ,
সে যে তুমি বিন জানে না।
গুন গুন গুন করুণ সে ধুণ,
মনবিরহী মানে না।
[আরও পড়ুন: এসো এসো এসো প্রিয় এসো আমার ঘরে]
[আরও পড়ুন: জেগে জেগে কতো পার করে দেওয়া রাত]
[আরও পড়ুন: চিঠিরা ছিলো এলোমেলো]
[আরও পড়ুন: তোমার বকুল বনে অনেক মুকুল যবে ধরবে]