Olir Katha Shune Bokul Hase Bengali Song Lyrics
অলির কথা শুনে বকুল হাসে বাংলা গানের লিরিক্স
Kato Raginir Bhul Bhangate - Hemanta Mukherjee |
অ্যালবাম: Kato Raginir Bhul Bhangate - Hemanta Mukherjee
গায়ক: হেমন্ত মুখার্জি
লিরিক্স রচনা: গৌরীপ্রসন্ন মজুমদার
সঙ্গীত পরিচালনা: হেমন্ত মুখার্জি
Song: Olir Katha Shune Bokul Hase
Album: Kato Raginir Bhul Bhangate - Hemanta Mukherjee
Singer: Hemanta Mukherjee
Lyricist: Gauriprasanna Majumder
Music Director: Hemanta Mukherjee
লিরিক্স>>>
অলির কথা শুনে বকুল হাসে
কই তাহার মতো
তুমি আমার কথা শুনে হাসনাতো
ধরার ধূলিতে যে ফাগুন আসে
কই তাহার মতো
তুমি আমার কাছে কভু আসনাতো।
আকাশ পারে ওই অনেক দূরে
যেমন করে মেঘ যায় গো উড়ে।
আকাশ পারে ওই অনেক দূরে
যেমন করে মেঘ যায় গো উড়ে।
যেমন করে সে হাওয়ায় ভাসে
কই তাহার মতো
তুমি আমার স্বপ্নে কভু ভাসনাতো।
অলির কথা শুনে বকুল হাসে
কই তাহার মতো
তুমি আমার কথা শুনে হাসনাতো।
[আরও পড়ুন: চল রাস্তায় সাজি ট্রাম লাইন]
অলির কথা শুনে বকুল হাসে
কই তাহার মতো
তুমি আমার কথা শুনে হাসনাতো
ধরার ধূলিতে যে ফাগুন আসে
কই তাহার মতো
তুমি আমার কাছে কভু আসনাতো।
আকাশ পারে ওই অনেক দূরে
যেমন করে মেঘ যায় গো উড়ে।
আকাশ পারে ওই অনেক দূরে
যেমন করে মেঘ যায় গো উড়ে।
যেমন করে সে হাওয়ায় ভাসে
কই তাহার মতো
তুমি আমার স্বপ্নে কভু ভাসনাতো।
অলির কথা শুনে বকুল হাসে
কই তাহার মতো
তুমি আমার কথা শুনে হাসনাতো।
[আরও পড়ুন: চল রাস্তায় সাজি ট্রাম লাইন]
চাঁদের আলোয় রাত যায় যে ভরে
তাহার মতো তুমি করোনা কেন
ওগো ধন্য মোরে।
চাঁদের আলোয় রাত যায় যে ভরে
তাহার মতো তুমি করোনা কেন
ওগো ধন্য মোরে।
যেমন করে নীড়ে একটি পাখি
সাথীরে কাছে তার নেয় গো ডাকি।
যেমন করে নীড়ে একটি পাখি
সাথীরে কাছে তার নেয় গো ডাকি।
যেমন করে সে ভালবাসে
কই তাহার মতো
তুমি আমায় কভু ভালবাসনাতো।
অলির কথা শুনে বকুল হাসে
কই তাহার মতো
তুমি আমার কথা শুনে হাসনাতো
ধরার ধূলিতে যে ফাগুন আসে
কই তাহার মতো
তুমি আমার কাছে কভু আসনাতো।
[আরও পড়ুন: আমার একলা আকাশ থমকে গেছে রাতের স্রোতে ভেসে লিরিক্স]
[আরও পড়ুন: ময়নামতির পথের ধারে দেখা হয়েছিল]
[আরও পড়ুন: কেন রোদের মতো হাসলে না, মন কেমনের জন্মদিন]
[আরও পড়ুন: আমি যার নূপুরের ছন্দ বেণুকার সুর লিরিক্স]