Keno Roder Moto Hasle Na, Mon Kemoner Jonmodin Lyrics
কেন রোদের মতো হাসলে না, মন কেমনের জন্মদিন লিরিক্স
গান: কেন রোদের মতো হাসলে না, মন কেমনের জন্মদিন
অ্যালবাম: হৃদপিণ্ড (২০২০, বাংলা সিনেমা)
গায়িকা: মেঘলা দাশগুপ্ত
লিরিক্স রচনা: রণজয় ভট্টাচার্য
Song: Keno Roder Moto Hasle Na, Mon Kemoner Jonmodin
Album: Hridpindo (2020, Bangla Movie)
Lyricist: Ranajoy Bhattacharjee
Singer: Mekhla Dasgupta
কেন রোদের মতো হাসলে না?
আমায় ভালোবাসলে না?
আমার কাছে দিন ফুরালেও আসলে না?
এই মন কেমনের জন্মদিন,
চুপ করে থাকা কঠিন,
তোমার কাছে খরস্রোতাও গতিহীন।
নতুন সকাল গুলো কপাল ছুঁলো তোমারই,
দূরে গেলেও এটাই সত্যি তুমি আমারই।
শুধু আমারই...
রোদের মতো হাসলে না,
আমায় ভালোবাসলে না,
আমার কাছে দিন ফুরালেও আসলে না।
জলে ভেজা, চোখবোজা,
ঘুম খোঁজা ভোর,
নিশানা তীর, স্মৃতির ভীড়,
এলোমেলো ঘরদোর।
আমায় ভালোবাসলে না?
আমার কাছে দিন ফুরালেও আসলে না?
এই মন কেমনের জন্মদিন,
চুপ করে থাকা কঠিন,
তোমার কাছে খরস্রোতাও গতিহীন।
নতুন সকাল গুলো কপাল ছুঁলো তোমারই,
দূরে গেলেও এটাই সত্যি তুমি আমারই।
শুধু আমারই...
রোদের মতো হাসলে না,
আমায় ভালোবাসলে না,
আমার কাছে দিন ফুরালেও আসলে না।
জলে ভেজা, চোখবোজা,
ঘুম খোঁজা ভোর,
নিশানা তীর, স্মৃতির ভীড়,
এলোমেলো ঘরদোর।
জলে ভেজা, চোখবোজা,
ঘুম খোঁজা ভোর,
নিশানা তীর, স্মৃতির ভীড়,
এলোমেলো ঘরদোর।
মেঘ আসে এলোকেশে,
ছুঁয়ে দিলেই সব চুপ।
সেই মেঘবালিকার গল্প হোক,
শহরজুড়ে বৃষ্টি হোক,
রোদ্দুর হোক আজ শুধুই তাহার ডাকনাম।
পাতাভরা সব দু-টুকরোরা,
কাল বৈশাখীর মতো মুখচোরা,
সব ভিজে যাক শুধু বেঁচে থাক অভিমান।
নতুন সকালগুলো কপাল ছুঁলো তোমারই,
বেঁধে রাখতে পারলে তুমিও হতে আমারই।
শুধু আমারই...
ঘুম খোঁজা ভোর,
নিশানা তীর, স্মৃতির ভীড়,
এলোমেলো ঘরদোর।
মেঘ আসে এলোকেশে,
ছুঁয়ে দিলেই সব চুপ।
সেই মেঘবালিকার গল্প হোক,
শহরজুড়ে বৃষ্টি হোক,
রোদ্দুর হোক আজ শুধুই তাহার ডাকনাম।
পাতাভরা সব দু-টুকরোরা,
কাল বৈশাখীর মতো মুখচোরা,
সব ভিজে যাক শুধু বেঁচে থাক অভিমান।
নতুন সকালগুলো কপাল ছুঁলো তোমারই,
বেঁধে রাখতে পারলে তুমিও হতে আমারই।
শুধু আমারই...
[আরও পড়ুন: না বলে এসেছি তা বলে ভেবোনা না বলে বিদায় নেবো]
[আরও পড়ুন: একটা কথা বলবো যদি রাখো তোমার মনেও আমার ছবি আঁকো]