Amar Moneri Ongone Sukher Phagun Elo Buji Bangla Song Lyrics
আমার মনেরই অঙ্গনে সুখের ফাগুন এলো বুঝি বাংলা গানের লিরিক্স
১৯৯০ সালে 'আমার মনেরই অঙ্গনে সুখের ফাগুন এলো বুঝি' গানটি তাপস পাল, শতাব্দী রায় অভিনীত 'আবিষ্কার' সিনেমায় প্রথম গাওয়া হয়েছিল। লিরিক্স রচনা করেছিলেন পুলক বন্দ্যোপাধ্যায়। গানটি ভারতের 'আবিষ্কার' সিনেমায় গেয়েছিলেন আশা ভোঁসলে। পরবর্তীতে ২০০১ সালে বাংলাদেশে রিয়াজ এবং শাবনূর অভিনীত 'বস্তির মেয়ে' সিনেমায় গানটি গাওয়া হয়েছিল। ভারতের মূল গানটির কিছু কথা সামান্য পরিবর্তন করে লিরিক্স তৈরি করেছিলেন কামাল ইউসুফ। গেয়েছিলেন রুনা লায়লা এবং এন্ড্রু কিশোর। দুই ক্ষেত্রেই গানটি খুব সুন্দর।
গান: আমার মনেরই অঙ্গনে সুখের ফাগুন এলো বুঝি
অ্যালবাম: আবিষ্কার (১৯৯০, বাংলা সিনেমা)
অ্যালবাম: আবিষ্কার (১৯৯০, বাংলা সিনেমা)
গায়িকা: আশা ভোঁসলে
লিরিক্স রচনা: পুলক বন্দ্যোপাধ্যায়
সঙ্গীত পরিচালনা: মৃণাল বন্দ্যোপাধ্যায়
সঙ্গীত পরিচালনা: মৃণাল বন্দ্যোপাধ্যায়
Song: Amar Moneri Ongone Sukher Phagun Elo Buji
Album: Abishkar (1990, Bangla Film)
Singer: Asha Bhosle
Album: Abishkar (1990, Bangla Film)
Singer: Asha Bhosle
Lyricist: Pulak Banerjee
Music Director: Mrinal Banerjee
Music Director: Mrinal Banerjee
সুখের ফাগুন এলো বুঝি
আমার মনেরই অঙ্গনে
আমার মনেরই অঙ্গনে
সুখের ফাগুন এলো বুঝি
এই হঠাৎ পাওয়া দিনগুলোকে
এই হঠাৎ পাওয়া দিনগুলোকে
সারাটা দিন খুঁজি
সুখের ফাগুন এল বুঝি
আমার মনেরই অঙ্গনে
সুখের ফাগুন এলো বুঝি
ও ও ও ও ও ও
সে ছিল আর আমি ছিলাম
ও ও ও ও ও ও
সে ছিল আর আমি ছিলাম
আর ছিল লাজ
সে ছিল আর আমি ছিলাম
সে ছিল আর আমি ছিলাম
আর ছিল লাজ
সেই সলাজের কৃষ্ণচূড়ায়
সেই সলাজের কৃষ্ণচূড়ায়
খোঁপায় দিলাম আজ
আমার স্বপ্ন পাখি চোখের পাতায়
আমার স্বপ্ন পাখি চোখের পাতায়
বসল সোজাসুজি
সুখের ফাগুন এলো বুঝি
আমার মনেরই অঙ্গনে
ও ও ও ও ও ও
মন ভাবে আর আমি ভাবি
সুখের ফাগুন এলো বুঝি
আমার মনেরই অঙ্গনে
সুখের ফাগুন এলো বুঝি
ও ও ও ও ও ও
মন ভাবে আর আমি ভাবি
আর ভাবে প্রান
মন ভাবে আর আমি ভাবি
মন ভাবে আর আমি ভাবি
আর ভাবে প্রান
সেই ভাবনায় মুখের কথায়
সেই ভাবনায় মুখের কথায়
যায় যে হয়ে গান
আজ সেই গানেরই মালায়
আজ সেই গানেরই মালায়
আমি অভিসারে সাজি
সুখের ফাগুন এলো বুঝি।
আমার মনেরই অঙ্গনে
আমার মনেরই অঙ্গনে
সুখের ফাগুন এলো বুঝি।
আ আ আ আ আ আ
সে আছে আর আমি আছি
আ আ আ আ আ আ
সে আছে আর আমি আছি
আর আছে সাধ,
সে আছে আর আমি আছি
সে আছে আর আমি আছি
আর আছে সাধ।
সেই সাধ আমার
সেই সাধ আমার
পূর্নিমারই দিনে দেখা চাঁদ
আমায় গরবিনী বল যদি
আমায় গরবিনী বল যদি
মানতে এখন রাজি।
সুখের ফাগুন এলো বুঝি।
আমার মনেরই অঙ্গনে
সুখের ফাগুন এলো বুঝি।
আমার মনেরই অঙ্গনে
সুখের ফাগুন এলো বুঝি।
এই হঠাৎ পাওয়া দিনগুলোকে
এই হঠাৎ পাওয়া দিনগুলোকে
সারাটা দিন খুঁজি
সুখের ফাগুন এল বুঝি।
আমার মনেরই অঙ্গনে
সুখের ফাগুন এল বুঝি।
আমার মনেরই অঙ্গনে
সুখের ফাগুন এলো বুঝি
আমার মনেরই অঙ্গনে
আমার মনেরই অঙ্গনে
সুখের ফাগুন এলো বুঝি।
[আরও পড়ুন: গানে ভুবন ভরিয়ে দেবে ভেবেছিলো একটি পাখি]
গান: আমার মনেরই অঙ্গনে সুখের ফাগুন এলো বুঝি
অ্যালবাম: বস্তির মেয়ে (২০০১, বাংলা সিনেমা)
অ্যালবাম: বস্তির মেয়ে (২০০১, বাংলা সিনেমা)
গায়িকা: রুনা লায়লা
গায়ক: এন্ড্রু কিশোর
লিরিক্স: কামাল ইউসুফ
সঙ্গীত পরিচালনা: মকসুদ জামিল মিন্টু
সঙ্গীত পরিচালনা: মকসুদ জামিল মিন্টু
Song: Amar Moneri Ongone Sukher Phagun Elo Buji
Album: Bostir Meye (2001, Bangla Movie)
Singer: Runa Laila
Album: Bostir Meye (2001, Bangla Movie)
Singer: Runa Laila
Singer: Andrew Kishore
Lyricist: Kamal Yusuf
Music Director: Maqsud Jamil Mintoo
Music Director: Maqsud Jamil Mintoo
আমার মনেরই অঙ্গনে
সুখের ফাগুন এলো বুঝি
আমার মনেরই অঙ্গনে
আমার মনেরই অঙ্গনে
সুখের ফাগুন এলো বুঝি
এই হঠাৎ পাওয়া সুখটাকে
সারাটা দিন খুঁজি
এই হঠাৎ পাওয়া সুখটাকে
সারাটা দিন খুঁজি
সুখের ফাগুন এলো বুঝি
আমার মনেরই অঙ্গনে
আমার মনেরই অঙ্গনে
সুখের ফাগুন এলো বুঝি
আমার মনেরই অঙ্গনে
আমার মনেরই অঙ্গনে
সুখের ফাগুন এলো বুঝি
এই হঠাৎ পাওয়া সুখ টাকে
সারাটা দিন খুঁজি
এই হঠাৎ পাওয়া সুখ টাকে
সারাটা দিন খুঁজি
সুখের ফাগুন এলো বুঝি
ও ও ও ও ও ও
তুমি আছো আর আমি আছি
আর আছে লাজ
তুমি আছো আর আমি আছি
আর আছে লাজ
সে শলাতে রক্ত গোলাপ
ও ও ও ও ও ও
তুমি আছো আর আমি আছি
আর আছে লাজ
তুমি আছো আর আমি আছি
আর আছে লাজ
সে শলাতে রক্ত গোলাপ
খোঁপায় দিলাম আজ
বলবনা তো মনের কথা
বলবনা তো মনের কথা
প্রশ্ন করো যদি
সুখের ফাগুন এলো বুঝি
আমার মনেরই অঙ্গনে
সুখের ফাগুন এলো বুঝি
আমার মনেরই অঙ্গনে
সুখের ফাগুন এলো বুঝি
এই হঠাৎ পাওয়া সুখটাকে
এই হঠাৎ পাওয়া সুখটাকে
সারাটা দিন খুঁজি
সুখের ফাগুন এলো বুঝি।
ও ও ও ও ও ও
তুমি আছো আর আমি আছি
সুখের ফাগুন এলো বুঝি।
ও ও ও ও ও ও
তুমি আছো আর আমি আছি
আর আছে সাধ
তুমি আছো আর আমি আছি
তুমি আছো আর আমি আছি
আর আছে সাধ
সে সাধ আমার
সে সাধ আমার
পূর্ণিমারই দিনে দেখা চাঁদ
আমায় পাগল তুমি বলো যদি
মানতে আমি রাজি
সুখের ফাগুন এলো বুঝি।
আমার মনেরই অঙ্গনে
সুখের ফাগুন এলো বুঝি।
আমার মনেরই অঙ্গনে
সুখের ফাগুন এলো বুঝি
আমার মনেরই অঙ্গনে
আমার মনেরই অঙ্গনে
সুখের ফাগুন এলো বুঝি
এই হঠাৎ পাওয়া সুখ টাকে
সারাটা দিন খুঁজি
এই হঠাৎ পাওয়া সুখ টাকে
সারাটা দিন খুঁজি
সুখের ফাগুন এলো বুঝি
আমার মনেরই অঙ্গনে
আমার মনেরই অঙ্গনে
সুখের ফাগুন এলো বুঝি
আমার মনেরই অঙ্গনে
আমার মনেরই অঙ্গনে
সুখের ফাগুন এলো বুঝি
এই হঠাৎ পাওয়া সুখ টাকে
সারাটা দিন খুঁজি
এই হঠাৎ পাওয়া সুখ টাকে
সারাটা দিন খুঁজি
সুখের ফাগুন এলো বুঝি
আমার মনেরই অঙ্গনে
সুখের ফাগুন এলো বুঝি
আমার মনেরই অঙ্গনে
আমার মনেরই অঙ্গনে
সুখের ফাগুন এলো বুঝি