Gane Bhuban Bhoriye Debe Bhebechilo Ekti Pakhi Lyrics
গানে ভুবন ভরিয়ে দেবে ভেবেছিলো একটি পাখি লিরিক্স
দেয়া নেয়া (১৯৬৩, বাংলা ছায়াছবি) |
গান: গানে ভুবন ভরিয়ে দেবে ভেবেছিলো একটি পাখি
অ্যালবাম: দেয়া নেয়া (১৯৬৩, বাংলা ছায়াছবি)
অ্যালবাম: দেয়া নেয়া (১৯৬৩, বাংলা ছায়াছবি)
গায়ক: শ্যামল মিত্র
গীতিকার: গৌরীপ্রসন্ন মজুমদার
সঙ্গীত পরিচালনা: শ্যামল মিত্র
সঙ্গীত পরিচালনা: শ্যামল মিত্র
ভেবেছিলো একটি পাখি।
হঠাৎ বুকে বিঁধলো যে তীর,
স্বপ্ন দেখা হলো ফাঁকি।
গানে ভুবন ভরিয়ে দেবে,
ভেবেছিলো একটি পাখি।
হঠাৎ বুকে বিঁধলো যে তীর,
স্বপ্ন দেখা হলো ফাঁকি।
গানে ভুবন ভরিয়ে দেবে,
ভেবেছিলো একটি পাখি।
তাই গান শোনাতে হায়,
কণ্ঠ কেঁপে যায়।
তাই গান শোনাতে হায়,
কণ্ঠ কেঁপে যায়।
তারে হাসিমুখে যেতে দাও,
শেষবার শুনে নাও।
মনে রেখো, মনে রেখো,
তার এই শেষ গান।
গানে ভুবন ভরিয়ে দেবে,
ভেবেছিলো একটি পাখি।
যার গান শুনে একদিন
কণ্ঠে পরালে মালা,
আজ তোমাদের সভা হতে
তার বিদায় নেবার পালা।
ঝরে কত তারা অলোকে,
মনে রাখে বলো কে?
ঝরে কত তারা অলোকে,
মনে রাখে বলো কে?
ছিলো কত সুখ বুকে তার,
জানিবে না কেহ আর।
মনে রেখো, মনে রেখো,
তার এই শেষ গান।
[আরও পড়ুন: অনেক বৃষ্টি ঝরে তুমি এলে]
[আরও পড়ুন: যখন সময় থমকে দাঁড়ায়]
[আরও পড়ুন: আকাশের চাঁদ মাটির বুকেতে জোছনা রঙ ধরে]
Song: Gaane Bhuban Bhoriye Debe Bhebechilo Ekti Pakhi
Album: Deya Neya (1963, Bangla Film)
Singer: Shyamal Mitra
Lyricist: Gauriprasanna Majumdar
Music Director: Shyamal Mitra
Music Director: Shyamal Mitra
Gaane bhuban bhoriye debe,
Bhebechilo ekti pakhi.
Hotath buke bidhlo je tir,
Hotath buke bidhlo je tir,
Swapno dekha holo phaki.
Tai gaan shonate hay,
Gaane bhuban bhoriye debe,
Bhebechilo ekti pakhi.
Hotath buke bidhlo je tir,
Hotath buke bidhlo je tir,
Swapno dekha holo phaki.
Gaane bhuban bhoriye debe,
Bhebechilo ekti pakhi.
Kontho kepe jay.
Tai gaan shonate hay,
Kontho kepe jay.
Tare hasimukhe jete dao,Sheshbar shune nao.
Mone rekho, mone rekho,
Mone rekho, mone rekho,
Tar ei shesh gaan.
Jar gaan shune ekdin
Gaane bhuban bhoriye debe,
Bhebechilo ekti pakhi.
Jar gaan shune ekdin
Konthe porale mala,
Aaj tomader sobha hote
Aaj tomader sobha hote
Tar biday newar pala.
Jhare koto tara aloke,
Jhare koto tara aloke,
Mone rakhe bolo ke?
Jhare koto tara aloke,
Mone rakhe bolo ke?
Chilo Koto sukh buke tar,Janibe na keho aar
Gaane bhuban bhoriye debe,
Gaane bhuban bhoriye debe,
[আরও পড়ুন: বাতাস ডাকেনা আগের মতো আকাশ হাসে না আগের মতো]
[আরও পড়ুন: আয় খুকু আয় (কাটেনা সময় যখন আর কিছুতে)]
[আরও পড়ুন: একটা কথা বলবো যদি রাখো তোমার মনেও আমার ছবি আঁকো]