আমারও স্বপ্ন ছিলো আমিও শিল্পী হবো বাংলা গানের লিরিক্স
আমারও স্বপ্ন ছিলো,
আমারও স্বপ্ন ছিলো,
তোমাদের হাসিখেলায়,
তোমাদের ভালোবাসায়,
গান: আমারও স্বপ্ন ছিলো আমিও শিল্পী হবো
অ্যালবাম: মাটির মানুষ (১৯৯৭, বাংলা ছায়াছবি)
অ্যালবাম: মাটির মানুষ (১৯৯৭, বাংলা ছায়াছবি)
গায়ক: কুমার শানু
কথা: পুলক বন্দ্যোপাধ্যায়
সুর: অনুপম দত্ত
সুর: অনুপম দত্ত
Song: Amaro Swapno Chilo Amio Shilipi Hobo
Album: Matir Manush (1997, Bangla Cinema)
Singer: Kumar Sanu
Album: Matir Manush (1997, Bangla Cinema)
Singer: Kumar Sanu
Lyricist: Pulak Banerjee
Music Director: Anupam Dutta
Music Director: Anupam Dutta
আমারও স্বপ্ন ছিলো,
আমিও শিল্পী হবো।
তোমাদের জলসায়,
তোমাদের জলসায়,
ফাল্গুনে বরষায়,
তোমাদের জলসায়,
ফাল্গুনে বরষায়,
আমিও গান শোনাবো।আমারও স্বপ্ন ছিলো,
আমিও শিল্পী হবো।
তোমাদের হাসিখেলায়,
সারাদিন সারাবেলায়,
আমিও একপাশে
আমিও একপাশে
একটু আসন পাবো।
তোমাদের হাসিখেলায়,
সারাদিন সারাবেলায়,
আমিও একপাশে
আমিও একপাশে
একটু আসন পাবো।
তোমাদের জলসায়,ফাল্গুনে বরষায়,
তোমাদের জলসায়,
ফাল্গুনে বরষায়,
আমিও গান শোনাবো।
আমারও স্বপ্ন ছিলো,
আমারও স্বপ্ন ছিলো,
হো.. আমিও শিল্পী হবো।
তোমাদের ভালোবাসায়,
কত যে আলো আশায়,
সাতরাঙা রামধনু,
সাতরাঙা রামধনু,
সাতসুরে এঁকে যাবো।
তোমাদের ভালোবাসায়,
কত যে আলো আশায়,
সাতরাঙা রামধনু,
সাতরাঙা রামধনু,
সাতসুরে এঁকে যাবো।
তোমাদের জলসায়,ফাল্গুনে বরষায়,
তোমাদের জলসায়,
ফাল্গুনে বরষায়,
আমিও গান শোনাবো।আমিও গান শোনাবো।
আমারও স্বপ্ন ছিলো,
আমারও স্বপ্ন ছিলো,
ও.. আমিও শিল্পী হবো।
আমারও স্বপ্ন ছিলো,
আমারও স্বপ্ন ছিলো,
হে.. আমিও শিল্পী হবো।
আমারও স্বপ্ন ছিলো,
ও.. আমিও শিল্পী হবো।
[আরও পড়ুন: যদি প্রশ্ন কর কী আছে আমার বলবো আমি তুমি ছাড়া নেই কিছু আর]
[আরও পড়ুন: আমার মনেরই অঙ্গনে সুখের ফাগুন এলো বুঝি]