বাতাসে বহিছে প্রেম নয়নে লাগিলো নেশা
বসন্ত এসে গেছে লিরিক্স
অ্যালবাম: চতুষ্কোণ (২০১৪, বাংলা ছায়াছবি)
গায়িকা: লগ্নজিতা চক্রবর্তী
গীতিকার: অনুপম রায়
সঙ্গীত পরিচালনা: অনুপম রায়
সঙ্গীত পরিচালনা: অনুপম রায়
Song: Boshonto Eshe Geche
Album: Chotushkone (2014, Bangla Film)
Singer: Lagnajita Chakraborty
Lyricist: Anupam Roy
Music Director: Anupam Roy
Music Director: Anupam Roy
বাতাসে বহিছে প্রেম, নয়নে লাগিলো নেশা,
কারা যে ডাকিলো পিছে, বসন্ত এসে গেছে।
মধুর অমৃতবানী বেলা গেল সহজেই,
মরমে উঠিল বাজি বসন্ত এসে গেছে।
থাক তব ভুবনের, ধুলি মাখা চরনে,
মাথা নত করে রব...
বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে।
গগনের নভোনীলে মনেরও গোপনে,
বাজে ঐ, বাজে ঐ, বাজে ঐ,
পলাশেরও নেশা মাখি চলেছি দুজনে,
পলাশেরও নেশা মাখি চলেছি দুজনে,
বাসনার রঙে মিশি শ্যামলে স্বপনে,
কুহু কুহু শোনা যায়, কোকিলের কুহু তান,
বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে।
বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে।
পূর্ণিমা রাতে ঐ ছোটাছুটি করে কারা?
দখিনা পবনে দোলে, বসন্ত এসে গেছে।
কেমনে গাঁথিব মালা? কেমনে বাজিবে বেনু?
আবেগে কাঁপিছে আঁখি বসন্ত এসে গেছে।
এই বসন্তে অনেক জন্ম আগে,
তোমায় প্রথম দেখেছিলেম আমি,
হেঁটেছিলেম নিরুদ্দেশের পানে।
সেই বসন্ত এখন ভীষণ দামি,
আমার কাছে, তোমার কাছে,
আমার কাছে বসন্ত এসে গেছে।
হেঁটেছিলেম নিরুদ্দেশের পানে।
সেই বসন্ত এখন ভীষণ দামি,
আমার কাছে, তোমার কাছে,
আমার কাছে বসন্ত এসে গেছে।
থাক তব ভুবনের, ধুলি মাখা চরনে,
মাথা নত করে রব...
বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে,
বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে,
বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে।
মাথা নত করে রব...
বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে,
বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে,
বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে।
[আরও পড়ুন: এলো বসন্ত ডাকে পাখি কি করে মনটা ধরে রাখি]
[আরও পড়ুন: প্রজাপতি এ মন মেলুক পাখনা দূরে যত দূরে যায় যদি যাক না]
[আরও পড়ুন: মাধবী মধুপে হল মিতালী এই বুঝি জীবনের মধু গিতালী]