Amake Aponjon Chenalo Ke Tumi Comandante Che Guevara Bangla Song Lyrics
আমাকে আপনজন চেনাল কে তুমি কমান্দান্তে চে গেভারা লিরিক্স
Amake Aponjon Chenalo Ke by Saptak Sanai
কার ইশারায় ঘর ছাড়ি?
আমাকে গেরিলা মন চেনাল কে?
সারা দুনিয়া আমার বাড়ি।
আমাকে আমার মাটি চেনাল কে?
কার চোখ জুড়ে সবুজ দ্বীপ?
আমাকে আমার মাটি চেনাল কে?
কার চোখ জুড়ে সবুজ দ্বীপ?
গ্রান্মা জাহাজে (granma ship), যুদ্ধের সাজে,
চেনা লোকের ঘাটি চেনাল কে?
তুমি তুমি তুমি কমান্দান্তে চে গেভারা।
তুমি তুমি তুমি কমান্দান্তে চে গেভারা।
আমার দুচোখ জুড়ে কখনও মার্কি (Herbert Marcuse),
তুমি কখনও সিমন বলিভার (Simon Bolivar),
কালবোশেখির মতো কখনও তুফান হও
ভেঙে দাও জড়তা আমার।
তুমি তুমি তুমি কমান্দান্তে চে গেভারা।
আমাকে আপনজন চেনাল কে?
কার ইশারায় ঘর ছাড়ি?
কার ইশারায় ঘর ছাড়ি?
আমার দুচোখ জুড়ে কখনও মার্কি (Herbert Marcuse),
তুমি কখনও সিমন বলিভার (Simon Bolivar),
কালবোশেখির মতো কখনও তুফান হও
ভেঙে দাও জড়তা আমার।
আমার দুচোখ জুড়ে কখনও মার্কি (Herbert Marcuse),
তুমি কখনও সিমন বলিভার (Simon Bolivar),
কালবোশেখির মতো কখনও তুফান হও
ভেঙে দাও জড়তা আমার।
বারুদ ওড়ালে যদি কবিতা হয়,
হয় বিদ্রোহ প্রেয়সী তোমার।
তুমি কখনও সিমন বলিভার (Simon Bolivar),
কালবোশেখির মতো কখনও তুফান হও
ভেঙে দাও জড়তা আমার।
বারুদ ওড়ালে যদি কবিতা হয়,
হয় বিদ্রোহ প্রেয়সী তোমার।
বারুদ ওড়ালে যদি কবিতা হয়,
হয় বিদ্রোহ প্রেয়সী তোমার।
গ্রান্মা জাহাজে (granma ship), যুদ্ধের সাজে,
কোনটা লড়াই ঘাটি চেনাল কে?
তুমি তুমি তুমি কমান্দান্তে চে গেভারা।
হয় বিদ্রোহ প্রেয়সী তোমার।
গ্রান্মা জাহাজে (granma ship), যুদ্ধের সাজে,
কোনটা লড়াই ঘাটি চেনাল কে?
তুমি তুমি তুমি কমান্দান্তে চে গেভারা।
তুমি তুমি তুমি কমান্দান্তে চে গেভারা।
তুমি তুমি তুমি কমান্দান্তে চে গেভারা।
আমাকে আপনজন চেনাল কে?
কার ইশারায় ঘর ছাড়ি?
আমাকে গেরিলা মন চেনাল কে?
সারা দুনিয়া আমার বাড়ি।
কার ইশারায় ঘর ছাড়ি?
আমাকে গেরিলা মন চেনাল কে?
সারা দুনিয়া আমার বাড়ি।
[আরও পড়ুন: ঢেউ উঠছে কারা টুটছে ধর্মঘটের গান]
[আরও পড়ুন: হেই সামালো ধান হো কাস্তেটা দাও শাণ হো]
[আরও পড়ুন: জাগো অনশন বন্দী ওঠ রে যত জগতের লাঞ্ছিত ভাগ্যহত]