দিনের শেষে ঘুমের দেশে রবীন্দ্র সংগীত
Diner Sheshe Ghumer Deshe Rabindra Sangeet
গান: দিনের শেষে ঘুমের দেশে
সিনেমা: অনিন্দিতা (১৯৭০, বাংলা ছায়াছবি)
গায়ক: হেমন্ত মুখার্জি
সঙ্গীত রচনা: রবীন্দ্রনাথ ঠাকুর
সিনেমা: অনিন্দিতা (১৯৭০, বাংলা ছায়াছবি)
গায়ক: হেমন্ত মুখার্জি
সঙ্গীত রচনা: রবীন্দ্রনাথ ঠাকুর
সুরকার:পঙ্কজ কুমার মল্লিক
সঙ্গীত পরিচালনা: হেমন্ত মুখার্জি
সঙ্গীত পরিচালনা: হেমন্ত মুখার্জি
Song: Diner Sheshe Ghumer Deshe
Movie: Anindita (1970, Bangla film)
Singer: Hemanta Mukherjee
Composer: Rabindranath Tagore
Movie: Anindita (1970, Bangla film)
Singer: Hemanta Mukherjee
Composer: Rabindranath Tagore
[Rabindra Nath Tagore is the composer of the song 'Diner Sheshe Ghumer Deshe'. This song was used in the bengali movie 'Anindita' in 1970. In 'Anindita' bengali movie Hemant Mukherjee sung this 'Rabindra Sangeet'. This Song is also Sung by Kishore Kumar, Pankaj Kumar Mallick, Sagnik Sen, Indranil Sen, Rupankar Bagchi and many other artists and singers in their own way in various times in different albums.]
দিনের শেষে ঘুমের দেশে,
ঘোমটা পরা ওই ছায়া,
ভুলালো রে ভুলালো মোর প্রাণ।
ও পারেতে সোনার কূলে,
আঁধার মূলে কোন মায়া,
গেয়ে গেল কাজ ভাঙানো গান।
দিনের শেষে...
নামিয়ে মুখ চুকিয়ে সুখ,
যাবার মুখে যায় যারা,
ফেরার পথে ফিরেও নাহি চায়।
তাদের পানে ভাটার টানে,
যাবো ওরে আজ ঘরছাড়া,
সন্ধ্যা আসে দিন যে চলে যায়।
ওরে আয়...
আমায় নিয়ে যাবি কে রে,
দিন শেষের শেষ খেয়ায়।
ওরে আয়...
ঘোমটা পরা ওই ছায়া,
ভুলালো রে ভুলালো মোর প্রাণ।
ও পারেতে সোনার কূলে,
আঁধার মূলে কোন মায়া,
গেয়ে গেল কাজ ভাঙানো গান।
দিনের শেষে...
নামিয়ে মুখ চুকিয়ে সুখ,
যাবার মুখে যায় যারা,
ফেরার পথে ফিরেও নাহি চায়।
তাদের পানে ভাটার টানে,
যাবো ওরে আজ ঘরছাড়া,
সন্ধ্যা আসে দিন যে চলে যায়।
ওরে আয়...
আমায় নিয়ে যাবি কে রে,
দিন শেষের শেষ খেয়ায়।
ওরে আয়...
দিনের শেষে।
সাঁজের বেলা ভাটার স্রোতে,
ও পার হতে একটানা,
একটি দুটি যায় যে তরী ভেসে।
কেমন করে চিনবো ওরে,
ওদের মাঝে কোনখানা,
সাঁজের বেলা ভাটার স্রোতে,
ও পার হতে একটানা,
একটি দুটি যায় যে তরী ভেসে।
কেমন করে চিনবো ওরে,
ওদের মাঝে কোনখানা,
আমার ঘাটে ছিলো আমার দেশে।
দিনের শেষে...
ঘরেই যারা যাবার,
তারা কখন গেছে ঘরপানে,
পারে যারা যাবার গেছে পারে।
ঘরেও নহে, পারেও নহে,
যে জন আছে মাঝখানে,
সন্ধ্যাবেলায় কে ডেকে নেয় তারে।
ফুলের বাহার নেইকো যাহার,
ফসল যাহার ফললো না,
অশ্রু যাহার ফেলতে হাসি পায়।
দিনের আলো যার ফুরালো,
সাঁজের আলো জ্বলল না,
সেই বসেছে ঘাটের কিনারায়।
ওরে আয়...
আমায় নিয়ে যাবি কে রে,
দিন শেষের শেষ খেয়ায়।
ওরে আয়...
দিনের শেষে...
ঘরেই যারা যাবার,
তারা কখন গেছে ঘরপানে,
পারে যারা যাবার গেছে পারে।
ঘরেও নহে, পারেও নহে,
যে জন আছে মাঝখানে,
সন্ধ্যাবেলায় কে ডেকে নেয় তারে।
ফুলের বাহার নেইকো যাহার,
ফসল যাহার ফললো না,
অশ্রু যাহার ফেলতে হাসি পায়।
দিনের আলো যার ফুরালো,
সাঁজের আলো জ্বলল না,
সেই বসেছে ঘাটের কিনারায়।
ওরে আয়...
আমায় নিয়ে যাবি কে রে,
দিন শেষের শেষ খেয়ায়।
ওরে আয়...
দিনের শেষে...
[আরও পড়ুন: এসো হে বৈশাখ এসো এসো]
[আরও পড়ুন: কেন সর্বনাশের নেশা ধরিয়ে তুমি এলে না যে]