কেন সর্বনাশের নেশা ধরিয়ে তুমি এলে না যে বাংলা গানের লিরিক্স
Keno Sarbanasher Nesha Dhoriye Tumi Ele Na Je Bangla Song Lyrics
গান: কেন সর্বনাশের নেশা ধরিয়ে তুমি এলে না যে
অ্যালবাম: পিকনিক (১৯৭২, বাংলা সিনেমা)
গায়িকা: আশা ভোঁসলে
লিরিক্স রচনা: সুধীন দাশগুপ্ত
সঙ্গীত পরিচালনা: সুধীন দাশগুপ্তSong: Keno Sarbanasher Nesha Dhoriye Tumi Ele Na Je
Album: Picnic (1972, Bangla Movie)
Lyricist: Sudhin Dasgupta
Singer: Asha Bhosle
Music Director: Sudhin Dasgupta
কেন...
কেন সর্বনাশের নেশা ধরিয়ে
তুমি এলে না যে
মরি লাজে বুকে বাজে
মন লাগে না আর কোন কাজে
মরি লাজে
তুমি এলে না যে
মরি লাজে বুকে বাজে
মন লাগে না আর কোন কাজে
মরি লাজে
কেন সর্বনাশের নেশা ধরিয়ে
তুমি এলে না যে
মরি লাজে বুকে বাজে
মন লাগে না আর কোন কাজে
মরি লাজে
তুমি এলে না যে
মরি লাজে বুকে বাজে
মন লাগে না আর কোন কাজে
মরি লাজে
কেন...
দিন এসে এসে যায় যে ফিরে
চোখ চেয়ে চেয়ে যে থাকে
মন সারাবেলা সেই পথে পথে
কাটবে সে রাতে
দিন এসে এসে যায় যে ফিরে
চোখ চেয়ে চেয়ে যে থাকে
মন সারাবেলা সেই পথে পথে
কাটবে সে রাতে
দিন এসে এসে যায় যে ফিরে
চোখ চেয়ে চেয়ে যে থাকে
মন সারাবেলা সেই পথে পথে
কাটবে সে রাতে
সব হারানোর পথে নেমেছি
পথ চাওয়া আর সাজে
মরি লাজে বুকে বাজে
মন লাগে না আর কোন কাজে
মরি লাজে
চোখ চেয়ে চেয়ে যে থাকে
মন সারাবেলা সেই পথে পথে
কাটবে সে রাতে
সব হারানোর পথে নেমেছি
পথ চাওয়া আর সাজে
মরি লাজে বুকে বাজে
মন লাগে না আর কোন কাজে
মরি লাজে
কেন...
ঝড় উঠে উঠে যায় থেমে থেমে
কেন দেখে না কেউ তাকে
বোঝ না তুমি মনকে পেয়েছি
তোমারই সেই ডাকে
ঝড় উঠে উঠে যায় থেমে থেমে
কেন দেখে না কেউ তাকে
বোঝ না তুমি মনকে পেয়েছি
তোমারই সেই ডাকে
ঝড় উঠে উঠে যায় থেমে থেমে
কেন দেখে না কেউ তাকে
বোঝ না তুমি মনকে পেয়েছি
তোমারই সেই ডাকে
ভুল ভাঙ্গাতে এলে না কেন
এই যে ভুলের মাঝে
মরি লাজে বুকে বাজে
মন লাগে না আর কোন কাজে
মরি লাজে
কেন...
কেন দেখে না কেউ তাকে
বোঝ না তুমি মনকে পেয়েছি
তোমারই সেই ডাকে
ভুল ভাঙ্গাতে এলে না কেন
এই যে ভুলের মাঝে
মরি লাজে বুকে বাজে
মন লাগে না আর কোন কাজে
মরি লাজে
কেন...
সর্বনাশের নেশা ধরিয়ে
তুমি এলে না যে
মরি লাজে, বুকে বাজে
মন লাগে না আর কোন কাজে
মরি লাজে
তুমি এলে না যে
মরি লাজে, বুকে বাজে
মন লাগে না আর কোন কাজে
মরি লাজে
কেন...
[আরও পড়ুন: আজ দুজনে মন্দ হলে মন্দ কি বাংলা গানের লিরিক্স]