একটা কথা বলবো যদি রাখো লিরিক্স
গান: একটা কথা বলবো যদি রাখো
অ্যালবাম: I Love You (২০০৭, বাংলা সিনেমা)
অ্যালবাম: I Love You (২০০৭, বাংলা সিনেমা)
গায়ক: বাবুল সুপ্রিয়
গায়িকা: শ্রেয়া ঘোষাল
লিরিক্স রচনা: প্রিয় চট্টোপাধ্যায়
সঙ্গীত পরিচালনা: জিৎ গাঙ্গুলী
Song: Ekta kotha Bolbo Jodi Rakho
Album: I Love You (2007, Bangla Cinema)
Singer: Babul Supriyo
Singer: Shreya Ghoshal
Lyricist: Priyo Chatterjee
Music Director: Jeet Ganguly
একটা কথা বলবো যদি রাখো,
কী?
তোমার মনেও আমার ছবি আঁকো
আচ্ছা
একটা কথা বলবো যদি রাখো,
হুঁ হুঁ
তোমার মনেও আমার ছবি আঁকো
নেই কাছে যে রং তুলি
ভাবছি তোমায় কী বলি
নেই কাছে যে রং তুলি
ভাবছি তোমায় কী বলি
স্বপ্নেরই সাত রং দিয়ে ছবি আঁকবো।
মনে রাখবো, মনে রাখবো।
মনে রাখবো, মনে রাখবো।
একটা কথা বলবো যদি রাখো,
তোমার মনেও আমার ছবি আঁকো।
চলোনা দুরে কোথাও, যাই দুজনে মিলে
এ মনে জাগে যে ভয়, পথ হারিয়ে গেলে
তবুও যদি গো চাও আজ হারাতে রাজি
ও আমি তো আছি পাশে তোমার কাছাকাছি
এ কথা মন জানালো, বন্ধু দুহাত বাড়ালো
আজ নতুন দিনের আলো
বন্ধু তোমায় চেনালো
ভুলবোনা এ দিনটাকে, লিখে রাখবো
মনে রাখবো, মনে রাখবো,
মনে রাখবো, মনে রাখবো।
একটা কথা বলবো ভেবেছিলাম
আচ্ছা, কী কথা ?
নেই তো মনে ইশ ভুলে গেলাম
বা রে
কত যে কথা তোমায়
আমি জানাবো ভাবি
কিছু তো বলা হোলো
কিছু থাকনা বাকি
এভাবে যেন হাঁসি দেখি তোমারি মুখে
তুমিও সুখি জানি আজ আমারি সুখে
ওই হাসি কিছু জানালো জীবনটাকে চেনালো
আজ সবি লাগছে ভালো স্বপ্ন চিঠি পাঠালো
চিরদিন প্রিয় বন্ধুকে মনে রাখবো,
পাশে থাকবো, পাশে থাকবো
মনে রাখবো, মনে রাখবো।
একটা কথা বলবো যদি রাখো,
হুঁ হুঁ, শুনি
তোমার মনে ও আমার ছবি আঁকো
নেই কাছে যে রং তুলি
ভাবছি তোমায় কী বলি
নেই কাছে যে রং তুলি
ভাবছি তোমায় কী বলি
স্বপ্নেরই সাত রং দিয়ে ছবি আঁকো
মনে রাখবো, মনে রাখবো
কী?
তোমার মনেও আমার ছবি আঁকো
আচ্ছা
একটা কথা বলবো যদি রাখো,
হুঁ হুঁ
তোমার মনেও আমার ছবি আঁকো
নেই কাছে যে রং তুলি
ভাবছি তোমায় কী বলি
নেই কাছে যে রং তুলি
ভাবছি তোমায় কী বলি
স্বপ্নেরই সাত রং দিয়ে ছবি আঁকবো।
মনে রাখবো, মনে রাখবো।
মনে রাখবো, মনে রাখবো।
একটা কথা বলবো যদি রাখো,
তোমার মনেও আমার ছবি আঁকো।
চলোনা দুরে কোথাও, যাই দুজনে মিলে
এ মনে জাগে যে ভয়, পথ হারিয়ে গেলে
তবুও যদি গো চাও আজ হারাতে রাজি
ও আমি তো আছি পাশে তোমার কাছাকাছি
এ কথা মন জানালো, বন্ধু দুহাত বাড়ালো
আজ নতুন দিনের আলো
বন্ধু তোমায় চেনালো
ভুলবোনা এ দিনটাকে, লিখে রাখবো
মনে রাখবো, মনে রাখবো,
মনে রাখবো, মনে রাখবো।
একটা কথা বলবো ভেবেছিলাম
আচ্ছা, কী কথা ?
নেই তো মনে ইশ ভুলে গেলাম
বা রে
কত যে কথা তোমায়
আমি জানাবো ভাবি
কিছু তো বলা হোলো
কিছু থাকনা বাকি
এভাবে যেন হাঁসি দেখি তোমারি মুখে
তুমিও সুখি জানি আজ আমারি সুখে
ওই হাসি কিছু জানালো জীবনটাকে চেনালো
আজ সবি লাগছে ভালো স্বপ্ন চিঠি পাঠালো
চিরদিন প্রিয় বন্ধুকে মনে রাখবো,
পাশে থাকবো, পাশে থাকবো
মনে রাখবো, মনে রাখবো।
একটা কথা বলবো যদি রাখো,
হুঁ হুঁ, শুনি
তোমার মনে ও আমার ছবি আঁকো
নেই কাছে যে রং তুলি
ভাবছি তোমায় কী বলি
নেই কাছে যে রং তুলি
ভাবছি তোমায় কী বলি
স্বপ্নেরই সাত রং দিয়ে ছবি আঁকো
মনে রাখবো, মনে রাখবো
লা লা লা লা লা লা লা লা
লা লা লা লা লা লা লা লা
[আরও পড়ুন: যাবার বেলা পিছু থেকে ডাক দিয়ে কেন বলো কাঁদালে আমায়]
[আরও পড়ুন: কথা কিছু কিছু বুঝে নিতে হয় সেতো মুখে বলা যায় না]