গানের খাতার পাতা সরাতে সরাতে বাংলা গানের লিরিক্স
গান: গানের খাতার পাতা সরাতে সরাতে
অ্যালবাম: সুরের ভুবনে (১৯৯২, বাংলা ছায়াছবি)
গায়ক: কুমার শানু
লিরিক্স রচনা: পুলক বন্দ্যোপাধ্যায়
সঙ্গীত পরিচালনা: বাপ্পী লাহিড়ী
সঙ্গীত পরিচালনা: বাপ্পী লাহিড়ী
Song: Gaaner Khatar Pata Sorate Sorate
Album: Surer Bhubaney (1991, Bengali Film)
Singer: Kumar Sanu
Album: Surer Bhubaney (1991, Bengali Film)
Singer: Kumar Sanu
Lyricist: Pulak Banerjee
Music Director: Bappi Lahiri
Music Director: Bappi Lahiri
গানের খাতার পাতা সরাতে সরাতে,
একটাই গান চোখে পড়ে বারবার।
সে গান তোমার আমার,
সে গান তোমার আমার।
ঠিকানা যে তার হারিয়ে গেছে,
সুরের ভুবনে...
ঠিকানা যে তার হারিয়ে গেছে,
সুরের ভুবনে...
গানের খাতার পাতা সরাতে সরাতে,
একটাই গান চোখে পড়ে বারবার।
সে গান তোমার আমার,
একটাই গান চোখে পড়ে বারবার।
সে গান তোমার আমার,
সে গান তোমার আমার।
খাতাটার এক কোণে তবুও লেগে রয়েছে।
গোলাপের একটা পাপড়ি শুকিয়ে গেছে,
খাতাটার এক কোণে তবুও লেগে রয়েছে।
বলছে সে ফুরায়নি ফাগুনের ফুলের বাহার।
স্বরলিপিটা হারিয়ে গেছে,
খাতাটার এক কোণে তবুও লেগে রয়েছে।
বলছে সে ফুরায়নি ফাগুনের ফুলের বাহার।
স্বরলিপিটা হারিয়ে গেছে,
সুরের ভুবনে...
দুটি মন একটি স্বপ্নে ভরেছিল যে,
স্বপ্নকে সত্যি ভেবেছে কত সহজে।
গানের খাতার পাতা সরাতে সরাতে,
একটাই গান চোখে পড়ে বারবার।
সে গান তোমার আমার,
একটাই গান চোখে পড়ে বারবার।
সে গান তোমার আমার,
সে গান তোমার আমার।
স্বপ্নকে সত্যি ভেবেছে কত সহজে।
দুটি মন একটি স্বপ্নে ভরেছিল যে,
স্বপ্নকে সত্যি ভেবেছে কত সহজে।
গাঁথল সে মুক্তা দিয়ে স্মরণের এক মণিহার।
মুক্তাগুলো ছড়িয়ে গেছে,
স্বপ্নকে সত্যি ভেবেছে কত সহজে।
গাঁথল সে মুক্তা দিয়ে স্মরণের এক মণিহার।
মুক্তাগুলো ছড়িয়ে গেছে,
সুরের ভুবনে...
গানের খাতার পাতা সরাতে সরাতে,
একটাই গান চোখে পড়ে বারবার।
সে গান তোমার আমার,
একটাই গান চোখে পড়ে বারবার।
সে গান তোমার আমার,
সে গান তোমার আমার।
ঠিকানা যে তার হারিয়ে গেছে,
সুরের ভুবনে...
ঠিকানা যে তার হারিয়ে গেছে,
সুরের ভুবনে...
সুরের ভুবনে...
সুরের ভুবনে...
[আরও পড়ুন: জানি দেখা হবে (মেলেছো চোখ, উড়েছে ধুলো)]
[আরও পড়ুন: আমার ভিনদেশী তারা একা রাতেরই আকাশে]