জানি দেখা হবে (মেলেছো চোখ, উড়েছে ধুলো) বাংলা গানের লিরিক্স
গান: জানি দেখা হবে (মেলেছো চোখ, উড়েছে ধুলো)
অ্যালবাম: জানি দেখা হবে (২০১১, বাংলা সিনেমা)
গায়িকা: শ্রেয়া ঘোষাল
লিরিক্স: শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
সঙ্গীত পরিচালনা: ইন্দ্রদীপ দাশগুপ্তSong: Jani Dekha Hobe (Melecho Chokh, Ureche Dhulo)
Album: Jaani Dyakha Hawbe (2011, Bangla Cinema)
Singer: Shreya Ghoshal
Lyricist: Srijato Banerjee
Music Director: Indraadip Dasgupta
মেলেছো চোখ, উড়েছে ধুলো,
দূরের পালক তোমাকে ছুঁলো।
তবু আজই আমি রাজি
চাপা ঠোঁটে কথা ফোটে,
শোনো...
আমাকে রাখো চোখের কিনারে,
গোপন মিনারে।
ও... ও...
जो वादा किया वो निभाना पड़ेगा,
रोके ज़माना चाहे रोके खुदायी तुमको
आना पड़ेगा...
ঘুম ভেঙ্গে কিছু মেঘলা দিনও হোক
ওড়নার পাশে সেফটিপিনও হোক,
বিকেলের নাম অ্যাল পচিনো হোক,
খেয়ালী ছাতে।
কফি কাপে একা ঠোঁট ছোঁয়ানো দিন,
চুপি চুপি কেঁদে রোদ পোহানো দিন,
ভালো হয় যদি সঙ্গে আনো দিন,
যে কোন রাতে...
জানি দেখা হবে,
ঠোঁটের ভেতরে, ঘুমের আদরে...
চকমকি মনে মন জ্বালাতে চাই,
দিনে ব্যালকনি বৃষ্টি রাতে চাই,
পিছু ডাকি ঘুম সাজাতে চাই,
বিছানা ঘিরে...
ছোট ল্যাম্পশেড অল্প আলো তার,
চুল খুলে কে যে রূপ বাড়ালো তার,
তুমি বোঝোনা কি মন্দ ভালো তার,
যেওনা ফিরে ..
জানি দেখা হবে..
রাতের সোহাগে, তোমার পরাগে।
ঘুম ভেঙ্গে কিছু মেঘলা দিনও হোক
ওড়নার পাশে সেফটিপিনও হোক,
বিকেলের নাম অ্যাল পচিনো হোক,
খেয়ালী ছাতে।
কফি কাপে একা ঠোঁট ছোঁয়ানো দিন,
চুপি চুপি কেঁদে রোদ পোহানো দিন,
ভালো হয় যদি সঙ্গে আনো দিন,
যে কোন রাতে...
জানি দেখা হবে,
ঠোঁটের ভেতরে, ঘুমের আদরে...
চকমকি মনে মন জ্বালাতে চাই,
দিনে ব্যালকনি বৃষ্টি রাতে চাই,
পিছু ডাকি ঘুম সাজাতে চাই,
বিছানা ঘিরে...
ছোট ল্যাম্পশেড অল্প আলো তার,
চুল খুলে কে যে রূপ বাড়ালো তার,
তুমি বোঝোনা কি মন্দ ভালো তার,
যেওনা ফিরে ..
জানি দেখা হবে..
রাতের সোহাগে, তোমার পরাগে।
ও... ও...
जो वादा किया वो निभाना पड़ेगा,
रोके ज़माना चाहे रोके खुदायी तुमको
आना पड़ेगा...
মেলেছো চোখ, উড়েছে ধুলো,
দূরের পালক তোমাকে ছুঁলো।
তবু আজই আমি রাজি
চাপা ঠোঁটে কথা ফোটে,
শোনো...
আমাকে রাখো চোখের কিনারে,
গোপন মিনারে।
দূরের পালক তোমাকে ছুঁলো।
তবু আজই আমি রাজি
চাপা ঠোঁটে কথা ফোটে,
শোনো...
আমাকে রাখো চোখের কিনারে,
গোপন মিনারে।
जो वादा किया वो निभाना पड़ेगा,
रोके ज़माना चाहे रोके खुदायी तुमको
आना पड़ेगा...
[আরও পড়ুন: তখন তোমার একুশ বছর বোধহয়]
[আরও পড়ুন: আমার ভিনদেশী তারা একা রাতেরই আকাশে]
[আরও পড়ুন: আমার যা হারাবার গেছে হারিয়ে লিরিক্স]