আঁখি জানে ফুল কেন ফোটে গো লিরিক্স
আঁখি জানে ফুল কেন ফোটে গো,
ফুল জানে পাখি কেন গান গায়,
রাত জানে চাঁদ কেন ওঠে গো,
চাঁদ জানে রাত কার পানে চায়?
সুর আসে তাই বুঝি বাঁশিতে,
মন চায় সেই সুরে হাসিতে।
কেন তবে ওঠে ঝড়? হায় হায় গো!
খেলাঘর কেন ভেঙে ভেঙে যায়? যায় গো!
গান: ঘুম ঘুম চাঁদ ঝিকিমিকি তারা
অ্যালবাম: সাগরিকা (১৯৫৬, বাংলা ছায়াছবি)
গায়িকা: সন্ধ্যা মুখোপাধ্যায়
লিরিক্স রচনা: গৌরীপ্রসন্ন মজুমদার
সঙ্গীত পরিচালনা: রবীন চট্টোপাধ্যায়
Song: Jane Phul Keno Phote Go
Album: Sagarika (1955, Bangla Movie)
Singer: Sandhya Mukherjee
Lyricist: Gauriprasanna Majumdar
Music Director: Robin Chatterjee
অ্যালবাম: সাগরিকা (১৯৫৬, বাংলা ছায়াছবি)
গায়িকা: সন্ধ্যা মুখোপাধ্যায়
লিরিক্স রচনা: গৌরীপ্রসন্ন মজুমদার
সঙ্গীত পরিচালনা: রবীন চট্টোপাধ্যায়
Song: Jane Phul Keno Phote Go
Album: Sagarika (1955, Bangla Movie)
Singer: Sandhya Mukherjee
Lyricist: Gauriprasanna Majumdar
Music Director: Robin Chatterjee
আঁখি জানে ফুল কেন ফোটে গো,
ফুল জানে পাখি কেন গান গায়,
রাত জানে চাঁদ কেন ওঠে গো,
চাঁদ জানে রাত কার পানে চায়?
আঁখি জানে ফুল কেন ফোটে গো,
ফুল জানে পাখি কেন গান গায়,
রাত জানে চাঁদ কেন ওঠে গো,
চাঁদ জানে রাত কার পানে চায়?
রাত জানে চাঁদ কেন ওঠে গো,
চাঁদ জানে রাত কার পানে চায়?
সুর আসে তাই বুঝি বাঁশিতে,
মন চায় সেই সুরে হাসিতে।
সুর আসে তাই বুঝি বাঁশিতে,
মন চায় সেই সুরে হাসিত।
নদী চায় সাগরে যে মিশিতে,
মন চায় সেই সুরে হাসিত।
নদী চায় সাগরে যে মিশিতে,
নদী চায় সাগরে যে মিশিতে,
সাগর নদীরে তাই কাছে পায়।
সাগর নদীরে তাই কাছে পায়।
কেন তবে ওঠে ঝড়? হায় হায় গো!
খেলাঘর কেন ভেঙে ভেঙে যায়? যায় গো!
কেন তবে ওঠে ঝড়? হায় হায় গো!
খেলাঘর কেন ভেঙে ভেঙে যায়? যায় গো!
সীমার বাঁধনে আমায় বাঁধিতে চাও,
যত ব্যথা মোর নীরবে সহিতে দাও।
ধূলির যা আছে ধূলিতেই থাক পড়ে,
খেলাঘর কেন ভেঙে ভেঙে যায়? যায় গো!
সীমার বাঁধনে আমায় বাঁধিতে চাও,
যত ব্যথা মোর নীরবে সহিতে দাও।
ধূলির যা আছে ধূলিতেই থাক পড়ে,
ধূলির যা আছে ধূলিতেই থাক পড়ে,
ঝরা মালা শুধু রেখে গেনু তব পায়।
ঝরা মালা শুধু রেখে গেনু তব পায়।
[আরও পড়ুন: আজ কেন ও চোখে লাজ কেন]
[আরও পড়ুন: এমন একটি ঝিনুক খুঁজে পেলাম না যাতে মুক্তো আছে]
[আরও পড়ুন: ঐ চাঁদের টিপে মন ভোলে না মা]
[আরও পড়ুন: চল রাস্তায় সাজি ট্রাম লাইন]