আজ কেন ও চোখে লাজ কেন লিরিক্স
গান: আজ কেন ও চোখে লাজ কেন (১৯৫৭)
অ্যালবাম: Chayanika Sandhya Mukherjee Vol. 3 (২০০০)
অ্যালবাম: Chayanika Sandhya Mukherjee Vol. 3 (২০০০)
গায়িকা: সন্ধ্যা মুখোপাধ্যায়
গীতিকার: গৌরীপ্রসন্ন মজুমদার
সুরকার: নচিকেতা ঘোষ
Song: Aaj Keno O Chokhe Laj Keno (1957)
Album: Chayanika Sandhya Mukherjee Vol. 3 (2000)
Singer: Sandhya Mukherjee
Lyricist: Gauriprasanna Majumdar
Music Director: Nachiketa Ghosh
গীতিকার: গৌরীপ্রসন্ন মজুমদার
সুরকার: নচিকেতা ঘোষ
Song: Aaj Keno O Chokhe Laj Keno (1957)
Album: Chayanika Sandhya Mukherjee Vol. 3 (2000)
Singer: Sandhya Mukherjee
Lyricist: Gauriprasanna Majumdar
Music Director: Nachiketa Ghosh
আজ কেন ও চোখে লাজ কেন?
মিলন সাজ যেন বিফলে যায়।
মন যেন ফুলের বন যেন,
আঁখির কোণ যেন তোমারে চায়।
আজ কেন ও চোখে লাজ কেন?
মিলন সাজ যেন বিফলে যায়।
মিলন সাজ যেন বিফলে যায়।
মন যেন ফুলের বন যেন,
আঁখির কোণ যেন তোমারে চায়।
আজ কেন ও চোখে লাজ কেন?
মিলন সাজ যেন বিফলে যায়।
গান আসে, ব্যাকুল প্রাণ হাসে,
সুরের বান আসে দখিন বায়।
চাঁদ ওঠে, ঘুমোনো ফুল ফোটে,
অলির ঝাঁক জোটে বনের ছায়।
মন যেন ফুলের বন যেন,
আঁখির কোণ যেন তোমারে চায়।
আজ কেন ও চোখে লাজ কেন?
মিলন সাজ যেন বিফলে যায়।
পিয়াসে মিলন তিয়াসে
জীবনে কি আসে এমন ক্ষণ?
খেয়ালে প্রেমের দেয়ালে
জ্বেলেছে খেয়ালী তোমারই মন।
পিয়াসে মিলন তিয়াসে
জীবনে কি আসে এমন ক্ষণ?
কাল গুণে, স্বপন জাল বুনে,
পেয়েছি ফাল্গুনে আজ তোমায়।
এই আমি একি গো সেই আমি
আমাতে নেই আমি যেন কোথায়।
মন যেন ফুলের বন যেন,
আঁখির কোণ যেন তোমারে চায়।
আজ কেন ও চোখে লাজ কেন?
মিলন সাজ যেন বিফলে যায়।
মন যেন ফুলের বন যেন,
আঁখির কোণ যেন তোমারে চায়।
আজ কেন ও চোখে লাজ কেন?
মিলন সাজ যেন বিফলে যায়।
[আরও পড়ুন: এমন একটি ঝিনুক খুঁজে পেলাম না যাতে মুক্তো আছে]
[আরও পড়ুন: চিরদিনই তুমি যে আমার যুগে যুগে আমি তোমারই]
[আরও পড়ুন: ও আকাশ সোনা সোনা এ মাটি সবুজ সবুজ]
[আরও পড়ুন: যাও পাখি বলো হাওয়া ছলছল]