কথা কিছু কিছু বুঝে নিতে হয় সেতো মুখে বলা যায় না লিরিক্স
অ্যালবাম: আনন্দ আশ্রম (১৯৭৭, বাংলা ছায়াছবি)
গায়িকা: আরতি মুখোপাধ্যায়
গায়িকা: শ্যামল মিত্র
গীতিকার: গৌরীপ্রসন্ন মজুমদার
সঙ্গীত পরিচালনা: শ্যামল মিত্র
সঙ্গীত পরিচালনা: শ্যামল মিত্র
Song: Kotha Kichu Kichu Buje Nite Hoi Seto Mukhe Bola Jai Na
Album: Anand Ashram (1977, Bangla Film)
Singer: Arati Mukherjee
Singer: Shyamal Mitra
Lyricist: Gauriprasanna Majumdar
Music Director: Shyamal Mitra
Music Director: Shyamal Mitra
কথা কিছু কিছু বুঝে নিতে হয়,
সেতো মুখে বলা যায় না,
সেতো মুখে বলা যায়না।
সেতো মুখে বলা যায়না।
কথা কিছু কিছু বুঝে নিতে হয়,
সেতো মুখে বলা যায় না,
সেতো মুখে বলা যায়না।
চোখের কথায় মনের কথা,সেতো মুখে বলা যায়না।
চোখই মনের আয়না।
কথা কিছু কিছু বুঝে নিতে হয়,
কথা কিছু কিছু বুঝে নিতে হয়,
সেতো মুখে বলা যায়না,
সেতো মুখে বলা যায়না।
মন আছে যার মনের কথা,
সেতো মুখে বলা যায়না।
মন আছে যার মনের কথা,
সেই শুধু ন্যায় বুঝে।
মত্ত সেতো মেলে ওগো,
মত্ত সেতো মেলে ওগো,
অনেক ঝিনুক খোঁজে।
বুঝলে ভালো না বুঝলেই,
বুঝলে ভালো না বুঝলেই,
বাড়ে বুকের জ্বালা।
কুঁড়ি থেকে হয় যে গো ফুল,
কুঁড়ি থেকে হয় যে গো ফুল,
ফুলের থেকেই মালা।
সহজে ভালবাসা কেউ পায়না।
কথা কিছু কিছু, বুঝে নিতে হয়,
কথা কিছু কিছু, বুঝে নিতে হয়,
সেতো মুখে বলা যায় না,
সেতো মুখে বলা যায়না।
ফুল ছাড়া আর কে বা বোঝে,
সেতো মুখে বলা যায়না।
ফুল ছাড়া আর কে বা বোঝে,
ভ্রমরেরই বাসা।
মধু খেতেই ভ্রমরের যে,
মধু খেতেই ভ্রমরের যে,
ফুলের কাছে আসা।
বোঝোনি কি এখনো গো,
বোঝোনি কি এখনো গো,
দিলাম এ মন কারে?
সাগর মাঝে এসে নদী
সাগর মাঝে এসে নদী
ফিরতে কি আর পারে?
মন ছাড়া মন কিছু চাই না।
কথা কিছু কিছু বুঝে নিতে হয়,
সেতো মুখে বলা যায় না,
সেতো মুখে বলা যায়না।
সেতো মুখে বলা যায়না।
চোখের কথায় মনের কথা,
চোখই মনের আয়না।
কথা কিছু কিছু বুঝে নিতে হয়,
কথা কিছু কিছু বুঝে নিতে হয়,
সেতো মুখে বলা যায়না,
সেতো মুখে বলা যায়না।
সেতো মুখে বলা যায়না।
[আরও পড়ুন: রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে প্রেমের কাহিনী]
[আরও পড়ুন: আমার গানে ভোরবেলাতে শিশির ধোয়া মাঠ]