Jabar Bela Pichu Theke Dak Diye Keno Bolo Kandale Amay Lyrics
যাবার বেলা পিছু থেকে ডাক দিয়ে কেন বলো কাঁদালে আমায় লিরিক্স
গান: যাবার বেলা পিছু থেকে ডাক দিয়ে কেন বলো কাঁদালে আমায়
অ্যালবাম: অদ্বিতীয়া (১৯৬৮, বাংলা ছায়াছবি)
গায়িকা: লতা মঙ্গেশকর
গায়ক: হেমন্ত মুখার্জি
লিরিক্স রচনা: মুকুল দত্ত
সঙ্গীত পরিচালনা: হেমন্ত মুখার্জি
Singer: Lata Mangeshkar
Singer: Hemanta Mukherjee
কেন বলো কাঁদালে আমায়?
যাবার বেলা পিছু থেকে ডাক দিয়ে
কেন বলো কাঁদালে আমায়?
আমার এ মন বুঝি মন নয়?
আমার এ মন বুঝি মন নয়?
যাবার বেলায়...
যাবার বেলায়...
হাসি আর গানে গানে এতদিন
ফুল ফোটানোর খেলা চলেছিল।
হাসি আর গানে গানে এতদিনফুল ফোটানোর খেলা চলেছিল।
যে কাঁটা রয়েছে বিঁধে মরমের মাঝে
তার কথা মন ভুলেছিল।
ব্যথায় ব্যথায় তাকে মনে পড়ে যায়।
যাবার বেলায় পিছু থেকে ডাক দিয়ে
যে কাঁটা রয়েছে বিঁধে মরমের মাঝে
তার কথা মন ভুলেছিল।
ব্যথায় ব্যথায় তাকে মনে পড়ে যায়।
যাবার বেলায় পিছু থেকে ডাক দিয়ে
কেন বলো কাঁদালে আমায়?
যাবার বেলায়...
স্মৃতির আকাশ থেকে
হয়তো আমায় তুমি মুছে দেবে।
যাবার বেলায়...
স্মৃতির আকাশ থেকে
হয়তো আমায় তুমি মুছে দেবে।
স্মৃতির আকাশ থেকে
হয়তো আমায় তুমি মুছে দেবে।
স্বপ্নের রঙে যত ছবি আঁকা হলো
চোখের জলেতে ভেসে যাবে।
যা কিছু দিয়েছে পাওয়া
হয়তো আমায় তুমি মুছে দেবে।
স্বপ্নের রঙে যত ছবি আঁকা হলো
চোখের জলেতে ভেসে যাবে।
যা কিছু দিয়েছে পাওয়া
সে আমায় নয়।
যাবার বেলায় পিছু থেকে ডাক দিয়ে
কেন বলো কাঁদালে আমায়?
যাবার বেলায়...
[আরও পড়ুন: তোমার বকুল বনে অনেক মুকুল যবে ধরবে]
[আরও পড়ুন: কথা কিছু কিছু বুঝে নিতে হয় সেতো মুখে বলা যায় না]
[আরও পড়ুন: রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে প্রেমের কাহিনী]
[আরও পড়ুন: ওগো মনের দুয়ারে দাঁড়িয়ে থেকো না]