তোমার চোখে ভোরের আলো বাংলা গানের লিরিক্স
তোমার চোখে ভোরের আলো,
এ কী আলাপ ছড়িয়ে গেল?
খুঁজে পেলাম আমাকে,
ও ও... তোমার চোখে ভোরের আলো।
হারিয়ে যাওয়া যত স্বপ্ন আমার ছিলো,
তোমার দুচোখ সবই ফিরিয়ে আমার দিল।
এ নয় প্রথম দেখা, আমরা অনেক চেনা,
চিরদিনের প্রেমে এই যে জানাশোনা।
গান: তোমার চোখে ভোরের আলো
গায়ক: কুমার শানু
গীতিকার: পুলক বন্দ্যোপাধ্যায়
সুরকার: অঞ্জন চট্টোপাধ্যায়
সুরকার: অঞ্জন চট্টোপাধ্যায়
Song: Tomar Chokhe Bhorer Alo
Singer: Kumar Sanu
Singer: Kumar Sanu
Lyricist: Pulak Banerjee
Music Director: Anajan Chartterjee
Music Director: Anajan Chartterjee
তোমার চোখে ভোরের আলো,
এ কী আলাপ ছড়িয়ে গেল?
খুঁজে পেলাম আমাকে,
ও ও... তোমার চোখে ভোরের আলো।
হারিয়ে যাওয়া যত স্বপ্ন আমার ছিলো,
তোমার দুচোখ সবই ফিরিয়ে আমার দিল।
ও ও... হারিয়ে যাওয়া যত স্বপ্ন আমার ছিলো,
তোমার দুচোখ সবই ফিরিয়ে আমার দিল।
তোমার দুচোখ সবই ফিরিয়ে আমার দিল।
আমি আপন মনে হাত বাড়ালাম,
দুহাত ভরে যে গেল,
তোমার চোখে ভোরের আলো।
দুহাত ভরে যে গেল,
তোমার চোখে ভোরের আলো।
এ নয় প্রথম দেখা, আমরা অনেক চেনা,
চিরদিনের প্রেমে এই যে জানাশোনা।
ও ও... এ নয় প্রথম দেখা, আমরা অনেক চেনা,
চিরদিনের প্রেমে এই যে জানাশোনা।
লিখি তোমার কথা যে কবিতায়,
তাই দেখি গান হলো।
তোমার চোখে ভোরের আলো,
এ কী আলাপ ছড়িয়ে গেল?
খুঁজে পেলাম আমাকে
ও ও... তোমার চোখে ভোরের আলো।
চিরদিনের প্রেমে এই যে জানাশোনা।
লিখি তোমার কথা যে কবিতায়,
তাই দেখি গান হলো।
তোমার চোখে ভোরের আলো,
এ কী আলাপ ছড়িয়ে গেল?
খুঁজে পেলাম আমাকে
ও ও... তোমার চোখে ভোরের আলো।
[আরও পড়ুন: আকাশ হারায় নীল হারায় আলোর দিন]
[আরও পড়ুন: কথা নয় আজি রাতে আমারে গাহিতে দাও]
[আরও পড়ুন: আমার ভিনদেশী তারা একা রাতেরই আকাশে]