যদি বন্ধু হও যদি বাড়াও হাত বাংলা গানের লিরিক্স
Song: Jodi Bondhu Hao Jodi Barao Haat
Album: Jodi Bondhu Hao (2007)
Singer: Shreya Ghoshal
যদি বন্ধু হও
যদি বন্ধু হও, যদি বাড়াও হাত,
যেন থামবে ঝড়, মুছে যাবে এই রাত,
হাসিমুখ তুলে অভিমান ভুলে,
রাঙা সূর্য বলবেই সুপ্রভাত।
যদি বন্ধু হও...
সবার রঙে মিশলে রঙ, সুরে মিললে সুর,
হবে পুরোনো যত দ্বিধা দ্বন্দ্ব দূর।
কেন বন্ধ ঘরে একই অন্ধকার,
সব জানালা খুলে আলো আসতে দাও।
খোলা হাওয়া আসুক, শত ফুল ফুটুক,
ছুটুক পাল তুলে স্বপ্নরা।
ফুরিয়ে যাবে সব যখন, যাবে এই জীবন,
কেন নিজের টুকু নিয়ে ভুলছে মন?
গান: যদি বন্ধু হও যদি বাড়াও হাত
অ্যালবাম: যদি বন্ধু হও (২০০৭)
গায়িকা: শুভমিতা ব্যানার্জি
কথা: উদয় বন্দ্যোপাধ্যায়
সুর: উদয় বন্দ্যোপাধ্যায়Song: Jodi Bondhu Hao Jodi Barao Haat
Album: Jodi Bondhu Hao (2007)
Singer: Shreya Ghoshal
Lyricist: Uday Banerjee
Music: Uday Banerjee
যদি বন্ধু হও
যদি বন্ধু হও, যদি বাড়াও হাত,
যেন থামবে ঝড়, মুছে যাবে এই রাত,
হাসিমুখ তুলে অভিমান ভুলে,
রাঙা সূর্য বলবেই সুপ্রভাত।
যদি বন্ধু হও...
যদি বন্ধু হও,
যদি বন্ধু হও, যদি বাড়াও হাত,
যেন থামবে ঝড়, মুছে যাবে এই রাত,
হাসিমুখ তুলে, অভিমান ভুলে,
রাঙা সূর্য বলবেই সুপ্রভাত।
যদি বন্ধু হও...
যদি বন্ধু হও, যদি বাড়াও হাত,
যেন থামবে ঝড়, মুছে যাবে এই রাত,
হাসিমুখ তুলে, অভিমান ভুলে,
রাঙা সূর্য বলবেই সুপ্রভাত।
যদি বন্ধু হও...
সবার রঙে মিশলে রঙ, সুরে মিললে সুর,
হবে পুরোনো যত দ্বিধা দ্বন্দ্ব দূর।
সবার রঙে মিশলে রঙ, সুরে মিললে সুর,
হবে পুরোনো যত দ্বিধা দ্বন্দ্ব দূর।
যদি ভাগ করে নাও দুঃখ সুখ,
বোঝো তোমার আমার নেই তফাত।
হবে পুরোনো যত দ্বিধা দ্বন্দ্ব দূর।
যদি ভাগ করে নাও দুঃখ সুখ,
বোঝো তোমার আমার নেই তফাত।
যদি ভাগ করে নাও দুঃখ সুখ,
বোঝো তোমার আমার নেই তফাত।
হাসিমুখ তুলে, অভিমান ভুলে,
রাঙা সূর্য বলবেই সুপ্রভাত।
যদি বন্ধু হও...
বোঝো তোমার আমার নেই তফাত।
হাসিমুখ তুলে, অভিমান ভুলে,
রাঙা সূর্য বলবেই সুপ্রভাত।
যদি বন্ধু হও...
কেন বন্ধ ঘরে একই অন্ধকার,
সব জানালা খুলে আলো আসতে দাও।
খোলা হাওয়া আসুক, শত ফুল ফুটুক,
ছুটুক পাল তুলে স্বপ্নরা।
ফুরিয়ে যাবে সব যখন, যাবে এই জীবন,
কেন নিজের টুকু নিয়ে ভুলছে মন?
ফুরিয়ে যাবে সব যখন, যাবে এই জীবন,
কেন নিজের টুকু নিয়ে ভুলছে মন?
যদি সবার ছাদ হয় এক আকাশ,
সব দেওয়ালগুলো ভেঙে যায় হঠাৎ।
কেন নিজের টুকু নিয়ে ভুলছে মন?
যদি সবার ছাদ হয় এক আকাশ,
সব দেওয়ালগুলো ভেঙে যায় হঠাৎ।
যদি সবার ছাদ হয় এক আকাশ,
সব দেওয়ালগুলো ভেঙে যায় হঠাৎ।
হাসিমুখ তুলে, অভিমান ভুলে,
রাঙা সূর্য বলবেই সুপ্রভাত।
যদি বন্ধু হও...
সব দেওয়ালগুলো ভেঙে যায় হঠাৎ।
হাসিমুখ তুলে, অভিমান ভুলে,
রাঙা সূর্য বলবেই সুপ্রভাত।
যদি বন্ধু হও...
যদি বন্ধু হও, যদি বাড়াও হাত,
যেন থামবে ঝড়, মুছে যাবে এই রাত,
হাসিমুখ তুলে, অভিমান ভুলে,
রাঙা সূর্য বলবেই সুপ্রভাত।
যদি বন্ধু হও...
যেন থামবে ঝড়, মুছে যাবে এই রাত,
হাসিমুখ তুলে, অভিমান ভুলে,
রাঙা সূর্য বলবেই সুপ্রভাত।
যদি বন্ধু হও...
যদি বন্ধু হও...
[আরও পড়ুন: তোমার চোখে ভোরের আলো]
[আরও পড়ুন: আকাশ হারায় নীল হারায় আলোর দিন]
[আরও পড়ুন: রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে প্রেমের কাহিনী]
[আরও পড়ুন: আমার গানে ভোরবেলাতে শিশির ধোয়া মাঠ]