আমার বাবার মুখে প্রথম যেদিন শুনেছিলাম গান লিরিক্স
গান: আমার বাবার মুখে প্রথম যেদিন শুনেছিলাম গান
অ্যালবাম: নয়নের আলো (১৯৮৪, বাংলাদেশের ছায়াছবি)
গায়ক: এন্ড্রু কিশোর
কথা: আহমেদ ইমতিয়াজ বুলবুল
সুর: আহমেদ ইমতিয়াজ বুলবুল
সুর: আহমেদ ইমতিয়াজ বুলবুল
আমার বাবার মুখে
প্রথম যেদিন শুনেছিলাম গান,
সেদিন থেকে গানই জীবন
গানই আমার প্রাণ।
আমার মায়ের আদেশ
বাবার মতো গাইতে হবে গান,
সেদিন থেকে গানই জীবন
গানই আমার প্রাণ।
শিল্পীর ঘরে জন্ম,
তাই শিল্পী হয়েছি।
সঙ্গীতটাকে সারা জীবন
সঙ্গী করেছি।
জীবনে যত দুঃখ
যত কষ্ট পেয়েছি,
সুরের মাঝে ডুবে গিয়ে
সবই ভুলেছি।
এই গানই আমার জীবন মরণ
গানই যেন প্রাণ।
আমার বাবার মুখে
প্রথম যেদিন শুনেছিলাম গান,
সেদিন থেকে গানই জীবন
গানই আমার প্রাণ।
বাবা যেন আজও স্বর্গে বসে
গাইছে সেই গান,
যে গান শুনে সঁপেছিল মা
বাবাকে মনপ্রাণ।
কোনদিন এই কন্ঠ যদি
কখনো থেমে যায়,
সেইদিন যেন মরণ এসে
আমাকেও নিয়ে যায়।
এই গানই আমার জীবন মরণ
গানই যেন প্রাণ।
আমার বাবার মুখে
প্রথম যেদিন শুনেছিলাম গান,
সেদিন থেকে গানই জীবন
গানই আমার প্রাণ।
আমার মায়ের আদেশ
বাবার মতো গাইতে হবে গান,
সেদিন থেকে গানই জীবন
গানই আমার প্রাণ।
সেদিন থেকে গানই জীবন
গানই আমার প্রাণ।
গানই আমার প্রাণ।
সেদিন থেকে গানই জীবন
গানই আমার প্রাণ।
গানই আমার প্রাণ।
[আরও পড়ুন: অনেক বৃষ্টি ঝরে তুমি এলে]
[আরও পড়ুন: যখন সময় থমকে দাঁড়ায়]
[আরও পড়ুন: তুমি কি দেখেছো কভু জীবনের পরাজয়]
[আরও পড়ুন: নীল আকাশের নীচে আমি রাস্তা চলেছি একা]
Song: Amar Babar Mukhe Prothom Jedin Sunechilam Gaan
Album: Noyoner Alo (1984, Bangladeshi film)
Album: Noyoner Alo (1984, Bangladeshi film)
Singer: Andrew Kishore
Lyricist: Ahmed Imtiaz Bulbul
Music: Ahmed Imtiaz Bulbul
Music: Ahmed Imtiaz Bulbul
Shune chilam gaan,
Sedin theke gaani jibon
Gaani amar pran.
Amar mayer adesh
Babar moto gaitei hobe gaan,
Sedin theke gaani jibon
Gaani amar pran.
Shilpir ghore jonmo,
Tai shilpi hoyechi.
Songeet takey shara jibon
Songi korechi.
Jibone joto dukkho
Joto kosto peyechi,
Surer majhei dube giye
Sobi bhulechi.
Ei gaani amar jibon moron
Gaani jeno pran.
Gaani jeno pran.
Amar babar mukhe prothom jedin
Shune chilam gaan,
Sedin theke gaani jibon
Gaani amar pran.
Shune chilam gaan,
Sedin theke gaani jibon
Gaani amar pran.
Baba jeno aajo sorge bose
Gaaiche sei gaan,
Je gaan shune shopechilo maa
Babake monpran.
Konodin ei kontho jodi
Kokhono theme jay,
Seidin jeno moron ese
Amakeo niye jay.
Seidin jeno moron ese
Amakeo niye jay.
Ei gaani amar jibon moron
Gaani jeno pran.
Gaani jeno pran.
Amar babar mukhe prothom jedin
Shune chilam gaan,
Sedin theke gaani jibon
Gaani amar pran.
Shune chilam gaan,
Sedin theke gaani jibon
Gaani amar pran.
Amar mayer adesh
Babar moto gaitei hobe gaan,
Sedin theke gaani jibon
Gaani amar pran.
Babar moto gaitei hobe gaan,
Sedin theke gaani jibon
Gaani amar pran.
Sedin theke gaani jibon
Gaani amar pran.
Gaani amar pran.
Sedin theke gaani jibon
Gaani amar pran.
Gaani amar pran.
[আরও পড়ুন: আঁকাবাঁকা পথে যদি মন হয়ে যায় নদী]
[আরও পড়ুন: আমারও স্বপ্ন ছিলো আমিও শিল্পী হবো]
[আরও পড়ুন: আয় খুকু আয় (কাটেনা সময় যখন আর কিছুতে)]
[আরও পড়ুন: যদি প্রশ্ন কর কী আছে আমার বলবো আমি তুমি ছাড়া নেই কিছু আর]