Jole Nebo Na Aar Thoi Pabe Na Lyrics
জলে নেবো না আর থই পাবে না লিরিক্স
গান: জলে নেবো না আর থই পাবে না
অ্যালবাম: All Time Greats-Arati Mukherjee
গানের লিরিক্স রচনা: পুলক বন্দ্যোপাধ্যায়
গায়িকা: আরতি মুখার্জি
সঙ্গীত পরিচালনা: নচিকেতা ঘোষ
Song: Jole Nebo Na Aar Thoi Pabe Na
Album: All Time Greats-Arati Mukherjee
Lyricist: Pulak Banerjee
Singer: Arati Mukherjee
Music Director: Nachiketa Ghosh
জলে নেবো না আর থই পাবে না,
দিন নেই রাত নেই বান আসছে,
থেকে থেকে কার টান আসছে।
তরঙ্গে তরঙ্গে ওঠে ঘুর্ণি,
দুরন্ত মন হলো আশা পূর্ণি।
অ্যালবাম: All Time Greats-Arati Mukherjee
গানের লিরিক্স রচনা: পুলক বন্দ্যোপাধ্যায়
গায়িকা: আরতি মুখার্জি
সঙ্গীত পরিচালনা: নচিকেতা ঘোষ
Song: Jole Nebo Na Aar Thoi Pabe Na
Album: All Time Greats-Arati Mukherjee
Lyricist: Pulak Banerjee
Singer: Arati Mukherjee
Music Director: Nachiketa Ghosh
জলে নেবো না আর থই পাবে না,
জলে নেবো না আর থই পাবে না।
থই থই করে নদী এখন যে বরষা,
এ সময় এ নদীর নেই কোনো ভরসা।
খুব জল, ডুব জল, নেই কূল নেই তল,
জল খেলা খেলো না আর তুমি সহসা।
জলে নেবো না আর থই পাবে না,
থই থই করে নদী এখন যে বরষা,
এ সময় এ নদীর নেই কোনো ভরসা।
খুব জল, ডুব জল, নেই কূল নেই তল,
জল খেলা খেলো না আর তুমি সহসা।
জলে নেবো না আর থই পাবে না,
পাবে না পাবে না পাবে না পাবে না।
দিন নেই রাত নেই বান আসছে,
থেকে থেকে কার টান আসছে।
দিন নেই রাত নেই বান আসছে,
থেকে থেকে কার টান আসছে।
ভাঙছে তো ভাঙছেই,
থেকে থেকে কার টান আসছে।
ভাঙছে তো ভাঙছেই,
ভাঙছে তো ভাঙছেই, পাড় ভাঙছে,
ঢেউ আসে ঝাঁপিয়ে প্রাণ করে সরসা।
জলে নেবো না আর থই পাবে না,
পাবে না পাবে না পাবে না পাবে না।
তরঙ্গে তরঙ্গে ওঠে ঘুর্ণি,
দুরন্ত মন হলো আশা পূর্ণি।
তরঙ্গে তরঙ্গে ওঠে ঘুর্ণি,
দুরন্ত মন হলো আশা পূর্ণি।
জ্বলছে তো জ্বলছেই,
দুরন্ত মন হলো আশা পূর্ণি।
জ্বলছে তো জ্বলছেই,
জ্বলছে তো জ্বলছেই, জল চুমকি,
কোন তৃষা জ্বলে রে অন্তর হরষা।
কোন তৃষা জ্বলে রে অন্তর হরষা।
জলে নেবো না আর থই পাবে না,
জলে নেবো না আর থই পাবে না।
থই থই করে নদী এখন যে বরষা,
এ সময় এ নদীর নেই কোনো ভরসা।
খুব জল, ডুব জল, নেই কূল নেই তল,
জল খেলা খেলো না আর তুমি সহসা।
জলে নেবো না আর থই পাবে না,
থই থই করে নদী এখন যে বরষা,
এ সময় এ নদীর নেই কোনো ভরসা।
খুব জল, ডুব জল, নেই কূল নেই তল,
জল খেলা খেলো না আর তুমি সহসা।
জলে নেবো না আর থই পাবে না,
জলে নেবো না আর থই পাবে না,
পাবে না পাবে না পাবে না পাবে না।
[আরও পড়ুন: সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা]
[আরও পড়ুন: ও গোলাপ ও মালতি তুমি তেমনি আর ফোটো কি]
[আরও পড়ুন: ওই যে সবুজ বনবিথীকা]