Oi Je Sobuj Bono Bithika Lyrics
ওই যে সবুজ বনবিথীকা লিরিক্স
গান: ওই যে সবুজ বনবিথীকা (১৯৬৭)
অ্যালবাম: All Time Greats-Madhuri Chatterjee
ওই যে সবুজ বনবিথীকা,অ্যালবাম: All Time Greats-Madhuri Chatterjee
দূর দিগন্তের সীমানায়,
ছোট্টো নদীটির ওই বাঁকে,
মোর প্রিয় হোথায় থাকে।
ওই যে সবুজ বনবিথীকা,
দূর দিগন্তের সীমানায়,
ছোট্টো নদীটির ওই বাঁকে,
মোর প্রিয় হোথায় থাকে।
নীল পাহাড় নিত্য তার
অঙ্গনে বিছায় ছায়া,
রঙ্গনের ফুল কিছু তার
রঙ্গনের ফুল কিছু তার
প্রাঙ্গনে ছড়ায় মায়া।
নীল পাহাড় নিত্য তার
নীল পাহাড় নিত্য তার
অঙ্গনে বিছায় ছায়া,
রঙ্গনের ফুল কিছু তার
রঙ্গনের ফুল কিছু তার
প্রাঙ্গনে ছড়ায় মায়া।
ভোরবেলায় তার ঘুম যে ভাঙায়,
ভোরবেলায় তার ঘুম যে ভাঙায়,
মল্লিকা।
ছোট্টো পাখিটি চন্দনা,
ছোট্টো পাখিটি চন্দনা,
নিত্য গাহে তার বন্দনা।
ওই যে কাশের বনে তার ফাঁকে,
মোর প্রিয় হোথায় থাকে।
তাল তমাল অন্তরাল
ওই যে কাশের বনে তার ফাঁকে,
মোর প্রিয় হোথায় থাকে।
তাল তমাল অন্তরাল
রাখছে তার বনসজ্জাতে,
বন মরাল চমকে চায়
বন মরাল চমকে চায়
তার চলন দেখে লজ্জাতে।
তাল তমাল অন্তরাল
তাল তমাল অন্তরাল
রাখছে তার বনসজ্জাতে,
বন মরাল চমকে চায়
বন মরাল চমকে চায়
তার চলন দেখে লজ্জাতে।
চার প্রহর জাগে নিত্য রাতে,
চার প্রহর জাগে নিত্য রাতে,
চন্দ্রিকা।
সবই আছে শুধু আমি নাই,
সেই সুরে বাজে সানাই।
আজও অলি আসে মোর ডাকে,
মোর প্রিয় যেথায় থাকে।
ওই যে সবুজ বনবিথীকা,
দূর দিগন্তের সীমানায়,
ছোট্টো নদীটির ওই বাঁকে,
মোর প্রিয় হোথায় থাকে।
সবই আছে শুধু আমি নাই,
সেই সুরে বাজে সানাই।
আজও অলি আসে মোর ডাকে,
মোর প্রিয় যেথায় থাকে।
ওই যে সবুজ বনবিথীকা,
দূর দিগন্তের সীমানায়,
ছোট্টো নদীটির ওই বাঁকে,
মোর প্রিয় হোথায় থাকে।
[আরও পড়ুন: কে যেন গো ডেকেছে আমায়]
[আরও পড়ুন: স্বপ্ন নীল স্বপ্ন নীল প্রেম দুহাত বাড়ায়]
Song: Oi Je Sobuj Bono Bithika (1967)
Album: All Time Greats-Madhuri Chatterjee
Song: Oi Je Sobuj Bono Bithika (1967)
Album: All Time Greats-Madhuri Chatterjee
Oi je sobuj bono bithika,
Dur digonter simanaye,
Chotto nodi tire oi bake,
Mor priyo hothaye thake.
Dur digonter simanaye,
Chotto nodi tire oi bake,
Mor priyo hothaye thake.
Oi je sobuj bono bithika,
Dur digonter simanaye,
Chotto nodi tire oi bake,
Mor priyo hothaye thake.
Dur digonter simanaye,
Chotto nodi tire oi bake,
Mor priyo hothaye thake.
Neel pahar nityo taar
Angone bichhaye chhaya,
Rongoner phul kichhu taar
Rongoner phul kichhu taar
Prangone choraye maya.
Neel pahar nityo taar
Angone bichhaye chhaya,
Rongoner phul kichhu taar
Rongoner phul kichhu taar
Prangone choraye maya.
Bhorbelaye taar ghum je bhangaye,
Mallika.
Chotto pakhiti chonodana,
Nittyo gahe taar bandana.
Oi je kasher bone taar fake,
Mor priyo hothaye thake.
Chotto pakhiti chonodana,
Nittyo gahe taar bandana.
Oi je kasher bone taar fake,
Mor priyo hothaye thake.
Taal tamal antoraal
Rakhche taar bon sojjate,
Bon moral chomke chay
Bon moral chomke chay
Taar chalon dekhe lojjate.
Taal tamal antoraal
Rakhche taar bon sojjate,
Bon moral chomke chay
Bon moral chomke chay
Taar chalon dekhe lojjate.
Char prohor jaage nityo raate,Chandrika.
Sobi ache sudhu aami nai,
Sei sure baaje sanai.
Aajo oli ase mor dake,
Mor priyo jethaye thake.
Sobi ache sudhu aami nai,
Sei sure baaje sanai.
Aajo oli ase mor dake,
Mor priyo jethaye thake.
Oi je sobuj bono bithika,
Dur digonter simanaye,
Chotto nodi tire oi bake,
Mor priyo hothaye thake.
Dur digonter simanaye,
Chotto nodi tire oi bake,
Mor priyo hothaye thake.
[আরও পড়ুন: যদি বন্ধু হও যদি বাড়াও হাত]
[আরও পড়ুন: আমার ভিনদেশী তারা একা রাতেরই আকাশে]