Ke Jeno Go Dekeche Amay Lyrics
কে যেন গো ডেকেছে আমায় লিরিক্স
কে যেন গো ডেকেছে আমায় |
অ্যালবাম: মণিহার (১৯৬৫, বাংলা ছায়াছবি)
গায়ক: হেমন্ত মুখোপাধ্যায়
Song: Ke Jeno Go Dekeche Amay
Album: Monihar (1977, Bangla Film)
Singer: Hemanta Mukherjee
আ…...
কে যেন গো ডেকেছে আমায়?
মানে না নয়ন কেন ফিরে ফিরে চায়,
কে যেন গো ডেকেছে আমায়?
কে যেন গো ডেকেছে আমায়?
মরমিয়া... মরমিয়া... মরমিয়া... কেন?
লাগেনা যে ভালো লাগেনা,
লাগেনা যে ভালো লাগেনা।
ফাগুন কেন ভালো লাগেনা?
ফাগুন কেন ভালো লাগেনা?
ফাগুন আগুন লাগে,
মরমিয়া... মরমিয়া... মরমিয়া... কেন?
লাগেনা যে ভালো লাগেনা,
লাগেনা যে ভালো লাগেনা।
ফাগুন কেন ভালো লাগেনা?
ফাগুন কেন ভালো লাগেনা?
ফাগুন আগুন লাগে,
মন কোন কাজে লাগেনা?
ফাগুন আগুন লাগে,
ফাগুন আগুন লাগে,
মন কোন কাজে লাগেনা?
কি করিতে কি যে হয়ে যায়।
মানে না নয়ন কেন ফিরে ফিরে চায়,
কে যেন গো ডেকেছে আমায়?
দরদিয়া… বল, দরদিয়া… বল বল বল
কি করিতে কি যে হয়ে যায়।
মানে না নয়ন কেন ফিরে ফিরে চায়,
কে যেন গো ডেকেছে আমায়?
দরদিয়া… বল, দরদিয়া… বল বল বল
দরদিয়া… বল, দরদিয়া… বল বল বল বল
সে কি এলো সে কি এলো না?
সে কি এলো সে কি এলো না?
এলো না কেন… বোঝে না যে মন,
এলো না কেন… বোঝে না যে মন,
মন যদি বোঝে তবু এ নয়ন কেন বোঝে না?
মন যদি বোঝে তবু এ নয়ন কেন বোঝে না?
পথপানে চেয়ে দিন যায়।
মানে না নয়ন কেন ফিরে ফিরে চায়,
কে যেন গো ডেকেছে আমায়?
সে কি এলো সে কি এলো না?
এলো না কেন… বোঝে না যে মন,
এলো না কেন… বোঝে না যে মন,
মন যদি বোঝে তবু এ নয়ন কেন বোঝে না?
মন যদি বোঝে তবু এ নয়ন কেন বোঝে না?
পথপানে চেয়ে দিন যায়।
মানে না নয়ন কেন ফিরে ফিরে চায়,
কে যেন গো ডেকেছে আমায়?
[আরও পড়ুন: আষাঢ় শ্রাবণ মানে না তো মন]
[আরও পড়ুন: নিঝুম সন্ধ্যায় পান্থ পাখিরা বুঝিবা পথ ভুলে যায়]