Tomay Tui Bolbo Na Tumi (Kishmish) Lyrics
তোমায় তুই বলব না তুমি (কিশমিশ) লিরিক্স
গান: তোমায় তুই বলব না তুমি
অ্যালবাম: কিশমিশ (২০২২, বাংলা সিনেমা)
অ্যালবাম: কিশমিশ (২০২২, বাংলা সিনেমা)
গায়ক: শুভদীপ পান
গায়িকা: নিকিতা গান্ধী
গীতিকার: নীলায়ন চ্যাটার্জী
সঙ্গীত: সৌম্যদীপ, শুভদীপ
সঙ্গীত: সৌম্যদীপ, শুভদীপ
মজায় ছিলাম বেশ,
তুমি ঘুম থেকে
আমায় তুলে দিলে,
কত রং চারিদিকে।
ভাবতাম জানালায় বসে,
তুমি আমায় দরজা খুলে দিলে।
তোমায় তুই বলব না তুমি
আমি বুঝে পাইনা,
কতো বলবো ভাবি
কিছু শব্দ খুঁজে পাইনা।
আমার সারাদিনে তুই মিশে,
কানে কানে ছড়াচ্ছে নিমেষে।
বাষ্প গুলো দিল প্রেম ঢেকে,
জানলা কাঁচে জল ছবি এঁকে।
তুই আনকোরা এক হওয়া,
বন্ধ ঘরে পাওয়া।
এত ভেবে টেবে নেই লাভ কোনো,
যা হচ্ছে ভালো লাগছে,
হতে দে হতে দে।
উঁকি মেরে মগজে
দেখো দুষ্টু খেয়াল যতো,
সবেতে আছো তুমি জুড়ে।
তুমি ছুঁলে আমাকে
আর খেলাম থতমত,
প্রেম পেয়েছে আবার ভরদুপুরে।
তোমায় তুই বলবো না তুমি
আমি বুঝে পাইনা,
কতো বলবো ভাবি
কিছু শব্দ খুঁজে পাইনা।
[আরও পড়ুন: কি যায় আসে মন খারাপে অবশেষে ভালোবেসে চলে যাবো]
[আরও পড়ুন: জানি না ফুরাবে কবে এই পথ চাওয়া]
[আরও পড়ুন: তুমি সাত সাগরের ওপার হতে আমায় দেখেছো]
Song: Tomay Tui Bolbo Na Tumi
Album: Kishmish (2022, Bangla Movie)
Singer: Subhadeep Pan
Album: Kishmish (2022, Bangla Movie)
Singer: Subhadeep Pan
Singer: Nikhita Gandhi
Lyricist: Nilayan Chatterjee
Music: Soumyadeep, Subhadeep
Music: Soumyadeep, Subhadeep
Ami nijer jogote
Mojay chilam besh,
Tumi ghum theke
Amay tule dile,
Koto rong chari dike.
Bhabtam janlay boshe
Tumi amay dorja khule dile.
Tomay tui bolbo na tumi
Ami bujhe paina,
Koto bolbo bhabi kichu
Shobdo khujei paina.
Amar Saradine tui mishe,
Kane kane choracche nimeshe.
Bashpo gulo dilo prem dheke,
Janla kanche jolcchobi enke.
Tui ankora ek hawa,
Bondho ghore pawa.
Eto bhebe tebe nei lav kono,
Ja hocchey bhalo lagcche,
Hote de hotey de.
Unki mere mogoje
Dekho dushtu kheyal joto,
Shobete acho tumi jure.
Tumi chule amake
Aar khelam thotomoto,
Prem peyecche abaar bhor dupure.
Tomay tui bolbo na tumi
Ami bujhe paina,
Koto bolbo bhabi kichu
Shobdo khujei paina.
[আরও পড়ুন: অনেক বৃষ্টি ঝরে তুমি এলে]
[আরও পড়ুন: যখন সময় থমকে দাঁড়ায়]
[আরও পড়ুন: আমারও স্বপ্ন ছিলো আমিও শিল্পী হবো]