Ekei Ki Bole Sovvta? - Michael Madhusudan Dutta PDF download
একেই কি বলে সভ্যতা? - মাইকেল মধুসূদন দত্ত পিডিএফ ডাউনলোড
বইয়ের নাম: একেই কি বলে সভ্যতা?
লেখক: মাইকেল মধুসূদন দত্ত
Book: Ekei Ki Bole Sovvta
Author: Michael Madhusudan Dutta
‘একেই কি বলে সভ্যতা?' প্রহসনটি একটি বিশেষ সময়ের রচনা। উনিশ শতকের ইতিহাসের নানা বিচিত্র ঘটনাসমাবেশের মধ্য থেকে মধুসূদন ইতিহাসের একটি বিশেষ উপাদানকে বেছে নিয়ে প্রহসনটি রচনা করেছেন। ইংরেজি-শিক্ষিত তরুণ যুবসম্প্রদায়কে এখানে ব্যঙ্গ করা হয়েছে। তারা স্বাধীনতার নামে উচ্ছৃঙ্খলতার ধ্বজাধারী, পানভোজনে উৎসাহী, বারাঙ্গনা-বিলাসী ও নীতিনৈতিকতাহীন ছিল। তারা মাতৃভাষাকে অবজ্ঞা করে বিদেশি ভাষাকে বরণ করেছিল, পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হয়ে পাশ্চাত্য সংস্কৃতিতে দীক্ষিত হওয়াই তাদের একান্ত কামনা ছিল। তারা ইংরাজি কেতায় অভ্যস্ত ছিল এবং ইংরেজি আদব-কায়দাকেই সভ্যতার মানদণ্ড বলে মনে করতো। স্ত্রীশিক্ষা, নারীস্বাধীনতা, বিধবাবিবাহ, জাতিভেদপ্রথার দূরীকরণ ইত্যাদি তাদের ঘোষণামাত্র ছিল, বাস্তবে তারা একাজ করতো না, তাদেরই ঘরের অন্তঃপুরচারিণীরা অশিক্ষার অন্ধকারে নিমজ্জিত ছিল। তারা অদৃষ্টে বিশ্বাসী, কুসংস্কারাচ্ছন্ন, সভ্যতার আলোক বঞ্চিত ছিল। ইয়ংবেঙ্গলের দল, পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত বাবুদের ঘরে স্ত্রী থাকলেও বারবনিতাবিলাসী ছিল এবং তাদের স্ত্রীরা অবহেলিতা ছিলেন। স্বামী-স্ত্রীর মধুর দাম্পত্য সম্পর্ক চূর্ণ হয়ে যাচ্ছিল। স্বার্থপরতা, লালসা, দুর্নীতি, ভোগাকাঙ্ক্ষা ইত্যাদি সামাজিক বৈশিষ্ট্যরূপে দেখা দিয়েছিল। নব্যবাবুরা কলেজীয় শিক্ষা সমাপ্ত করে ভোগবিলাসে মত্ত হয়ে নানা অনৈতিক কাজে অভ্যস্ত হয়ে পড়েছিল। তখনকার জীবনাদর্শ এতই ঘৃণ্য হয়ে পড়েছিল যে তাকে উপস্থাপনার জন্য মধুসূদন প্রহসন রচনার প্রেরণা অনুভব করেন এবং উনিশ শতকীয় পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত যুবকদের চিত্রাঙ্কন করেন আলোচ্য 'একেই কি বলে সভ্যতা?' প্রহসনে।
মধুসূদন দত্ত হাস্যরসসমৃদ্ধ ছোট আকারের প্রহসন নাটক লেখায় মনোযোগ স্থাপন করেন। অল্প সময়েই ‘একেই কি বলে সভ্যতা’ এবং ‘বুড় সালিকের ঘাড়ে রোঁ’ রচনা করেন তিনি। এই প্রহসনগুলোতে তিনি বিশেষভাবে পাশ্চাত্য নাট্যরুচি অনুযায়ী বাস্তবানুগ পরিবেশনা উপস্থাপন করতে সমর্থ হন।
Always Free Thinking website-এ upload করা হয় সেই সমস্ত বই যেগুলি আগে থেকেই ইন্টারনেটে উপলব্ধ। Always Free Thinking কোনো বইয়ের PDF তৈরি করে না।