Buro Shaliker Ghare Ro - Michael Madhusudan Dutta PDF download
বুড় সালিকের ঘাড়ে রোঁ - মাইকেল মধুসূদন দত্ত পিডিএফ ডাউনলোড
বইয়ের নাম: বুড় সালিকের ঘাড়ে রোঁ
লেখক: মাইকেল মধুসূদন দত্ত
Book: Buro Shaliker Ghare Ro
Author: Michael Madhusudan Dutta
বুড় সালিকের ঘাড়ে রোঁ মাইকেল মধুসূদন দত্তের অন্যতম এক সৃষ্টি এই প্রহসনটি। এখানে লেখক রক্ষণশীল সমাজের মুখোশ উন্মোচন করেছেন, যারা বাইরে ধর্মপরায়ণতা, সচ্চরিত্রের বেশ ধরলেও তাদের অন্তরে লুকিয়ে থাকে ভন্ডামী।
মধুসূদন দত্ত ‘বুড় সালিকের ঘাড়ে রোঁ’ প্রহসনটির প্রথমে নামকরণ করেছিলেন ‘ভগ্ন শিবমন্দির’। কবি মধুসূদনের ব্যঞ্জনাগত নামকরণে এই নাটিকার বক্তব্য বেশ তীক্ষ্ণতা লাভ করেছিল। ভগ্ন শিবমন্দির নামকরণের পশ্চাতে কয়েকটি বিশেষ কারণ আছে বলে মনে হয়। যেহেতু এক ভগ্ন শিবমন্দির এই নাটকের ক্লাইমেক্সের পশ্চাৎপট সেই কারণে এইরূপ নামকরণ করা হয়েছে। এই নাটকের কেন্দ্রীয় চরিত্র এক প্রাচীন ব্যক্তি, জমিদার ভক্তপ্রসাদ যে প্রাচীন বলেই বহু ক্ষতের দাগ রয়েছে তার মধ্যে। ভগ্ন মন্দিরের মধ্যে যেমন থাকে বহু নোংরা আবর্জনা, ভক্তপ্রসাদের মধ্যে তা-ই বিরাজিত। সেদিক থেকে তাঁকে এবং ভগ্ন শিব মন্দিরকে অভিন্ন ভাবা হয়েছে এবং বক্তব্যে গভীরতা এসেছে। প্রহসনের নামকরণে সূক্ষ্ম রেখা কার্যকরী নয় একথা পাইকপাড়ার সিংহ ভ্রাতারা বুঝতেন তাই একটু ইঙ্গিত বজায় রেখে কিছুটা স্থূলভাবে নাটিকার নামকরণ করেন 'বুড় সালিকের ঘাড়ে রোঁ'। ঈশ্বরচন্দ্র সিংহ এই নামকরণ করেন।
মধুসূদন দত্ত হাস্যরসসমৃদ্ধ ছোট আকারের প্রহসন নাটক লেখায় মনোযোগ স্থাপন করেন। অল্প সময়েই ‘একেই কি বলে সভ্যতা’ এবং ‘বুড় সালিকের ঘাড়ে রোঁ’ রচনা করেন তিনি। এই প্রহসনগুলোতে তিনি বিশেষভাবে পাশ্চাত্য নাট্যরুচি অনুযায়ী বাস্তবানুগ পরিবেশনা উপস্থাপন করতে সমর্থ হন।
Always Free Thinking website-এ upload করা হয় সেই সমস্ত বই যেগুলি আগে থেকেই ইন্টারনেটে উপলব্ধ। Always Free Thinking কোনো বইয়ের PDF তৈরি করে না।