Hoyto Tomai Jonno Lyrics
হয়তো তোমারই জন্য লিরিক্স
গান: হয়তো তোমারই জন্য
অ্যালবাম: তিন ভুবনের পারে (১৯৬৯, বাংলা চলচ্চিত্র)
অ্যালবাম: তিন ভুবনের পারে (১৯৬৯, বাংলা চলচ্চিত্র)
Song: Hoyto Tomai Jonno
Album: Teen Bhubaner Parey (1969, Bengali Cinema)
Lyricist: Sudhin Dasgupta
Singer: Manna Dey
Music Director: Sudhin Dasgupta
হয়তো তোমারি জন্য
হয়েছি প্রেমে যে বন্য,
জানি তুমি অনন্য
আশার হাত বাড়াই।
যদি কখনো একান্তে
চেয়েছি তোমায় জানতে,
শুরু থেকে শেষ প্রান্তে
ছুটে ছুটে গেছি তাই।
আমি যে নিজেই মত্ত
জানিনা তোমার শর্ত,
আমি যে নিজেই মত্ত
জানিনা তোমার শর্ত,
যদি বা ঘটে অনর্থ
তবুও তোমায় চাই।
হয়তো তোমারি জন্য
হয়েছি প্রেমে যে বন্য
জানি তুমি অনন্য
আশার হাত বাড়াই।
আমি যে দুরন্ত
দুচোখে অনন্ত,
ঝড়ের দিগন্ত জুড়ে
স্বপ্ন ছড়াই।
তুমি তো বলোনি মন্দ
তবু কেন প্রতিবন্ধ?
তুমি তো বলোনি মন্দ
তবু কেন প্রতিবন্ধ?
রেখোনা মনের দ্বন্দ্ব
সব সব ছেড়ে চল যাই।
হয়তো তোমারি জন্য
হয়েছি প্রেমে যে বন্য,
জানি তুমি অনন্য
আশার হাত বাড়াই।
যদি কখনো একান্তে
চেয়েছি তোমায় জানতে,
শুরু থেকে শেষ প্রান্তে
ছুটে ছুটে গেছি তাই।
চেয়েছি তোমায় জানতে,
শুরু থেকে শেষ প্রান্তে
ছুটে ছুটে গেছি তাই।
[আরও পড়ুন: আকাশ কুসুম দিয়ে আমি গেঁথেছি যে হার]
[আরও পড়ুন: এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায়]
[আরও পড়ুন: মনের কথা যদি মুখেই না বলতে পারো]
[আরও পড়ুন: তুমি যদি চাও দুহাত বাড়াই]
[আরও পড়ুন: মনের কথা যদি মুখেই না বলতে পারো]
[আরও পড়ুন: তুমি যদি চাও দুহাত বাড়াই]