Ei Sundar Swarnali Sandhyay Lyrics
এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় লিরিক্স
এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় হসপিটাল (১৯৬০, বাংলা চলচ্চিত্র) |
গান: এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায়
অ্যালবাম: হসপিটাল (১৯৬০, বাংলা চলচ্চিত্র)
অ্যালবাম: হসপিটাল (১৯৬০, বাংলা চলচ্চিত্র)
Song: Ei Sundar Swarnali Sandhyay
Album: Hospital (1960, Bengali Cinema)
Lyricist: Gauriprasanna Majumdar
Singer: Geeta Dutt
Music Director: Amal Mukherjee
এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায়
একি বন্ধনে জড়ালে গো বন্ধু
এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায়
একি বন্ধনে জড়ালে গো বন্ধু
কোন রক্তিম পলাশের স্বপ্ন
মোর অন্তরে ছড়ালে গো বন্ধু
এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায়
একি বন্ধনে জড়ালে গো বন্ধু
আমলকি পেয়ালের কুঞ্জে
কিছু মৌমাছি এখনো যে গুঞ্জে
আমলকি পেয়ালের কুঞ্জে
কিছু মৌমাছি এখনো যে গুঞ্জে
বুঝি সেই সুরে আমারে ভরালে গো
বন্ধু এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায়
একি বন্ধনে জড়ালে গো
বন্ধু বাতাসের কথা সে তো কথা নয়
রূপকথা ঝরে তার বাঁশিতে
আমাদেরও মুখে কোনো কথা নেই
শুধু দু'টি আঁখি ভরে রাখি হাসিতে
বাতাসের কথা সে তো কথা নয়
রূপকথা ঝরে তার বাঁশিতে
আমাদেরও মুখে কোনো কথা নেই
শুধু দুটি আঁখি ভরে রাখি হাসিতে
কিছু পরে দূরে তারা জ্বলবে
হয়তো তখন তুমি বলবে
কিছু পরে দূরে তারা জ্বলবে
হয়তো তখন তুমি বলবে
জানি মালা কেন গলে পরালে গো বন্ধু
এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায়
একি বন্ধনে জড়ালে গো বন্ধু
কোন রক্তিম পলাশের স্বপ্ন
মোর অন্তরে ছড়ালে গো বন্ধু
এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায়
একি বন্ধনে জড়ালে গো বন্ধু
[আরও পড়ুন: মনের কথা যদি মুখেই না বলতে পারো]
[আরও পড়ুন: তুমি যদি চাও দুহাত বাড়াই]
[আরও পড়ুন: জানলা খুলে যখনই চাই বাইরে]
[আরও পড়ুন: গুনগুন ফাগুন শেষ হলে]