Meghnad Badh Kavya - Michael Madhusudan Dutta PDF download
মেঘনাদবধ কাব্য - মাইকেল মধুসূদন দত্ত পিডিএফ ডাউনলোড
বইয়ের নাম: মেঘনাদবধ কাব্য
লেখক: মাইকেল মধুসূদন দত্ত
Book: Meghnad Badh Kabya
Author: Michael Madhusudan Dutta
মেঘনাদবধ কাব্য ১৯-শতকীয় বাঙালি কবি মাইকেল মধুসূদন দত্ত কর্তৃক অমিত্রাক্ষর ছন্দে লেখা একটি মহাকাব্য। মধুসূদন দত্ত ১৮৬১ খ্রিষ্টাব্দে এ কাব্যটি রচনা করেন। কাব্যটি দুটি খণ্ডে বিভক্ত। কাব্যটি মোট নয়টি সর্গে বিভক্ত। প্রথম খন্ড (১-৫ সর্গ) ১৮৬১ সালের জানুয়ারি মাসের ৪ তারিখে প্রকাশিত হয়, আর দ্বিতীয় খন্ড (৬-৯ সর্গ) ঐ বছরেই রচনা করেন। মুদ্রণের ব্যয়ভার বহন করেছিলেন দিগম্বর মিত্র। কৃতজ্ঞ মধুসূদন এই অভিনব কাব্যকুসুম তাঁকে উৎসর্গ করেন।
গ্রিক রীতিতে হিন্দু পূরাণের কাহিনী অবলম্বন করে এই কাব্যটি রচিত। মেঘনাদবধ কাব্য হিন্দু মহাকাব্য রামায়ণ অবলম্বনে রচিত, যদিও এর মধ্যে নানা বিদেশী মহাকাব্যের ছাপও সুস্পষ্ট। মধুসূদনের মেঘনাদ বধ কাব্য সর্বাংশে আর্য রামায়ণকে অনুসরণ নাকরে রচনা করেন নি। প্রতিটি চরিত্রের উপর বাল্মীকির থেকে ইয়ং বেঙ্গলের প্রভাব অনেক বেশি৷ ‘মেঘনাদ বধ’ কাব্যের ভাষাতেও আধুনিকতার প্রভাব স্পষ্ট৷ কবি মিলটন বিরচিত 'প্যারাডাইস লস্ট'-এর রচনারীতির অনুগামীতা এতে পরিস্ফুট। কাব্যটি মধুসূদন দত্তের শ্রেষ্ঠ সাহিত্য কর্ম হিসাবে বিবেচিত হয়।
Always Free Thinking website-এ upload করা হয় সেই সমস্ত বই যেগুলি আগে থেকেই ইন্টারনেটে উপলব্ধ। Always Free Thinking কোনো বইয়ের PDF তৈরি করে না।