সাপের কামড় ও তার প্রতিকার পিডিএফ ডাউনলোড
Saper Kamor O Tar Protikar PDF Download
Snake bite and its cure bangla book pdf download
বইয়ের নাম: সাপের কামড় ও তার প্রতিকার
জনসচেতনতামূলক বই
সাপের কামড়ের জন্য অসুস্থতা ও মৃত্যু আমাদের গ্রামগঞ্জের বেশ পরিচিত ঘটনা। ভারতবর্ষে আনুমানিক বছরে দুই লক্ষ মানুষকে সাপে কামড়ায় এবং এর মধ্যে পনেরো হাজার মানুষ মারা যায়। পশ্চিমবাংলায় প্রায় আট হাজার মানুষকে সাপে কামড়ায় এবং হাজার খানেক মানুষ মারা যায়। অধিকাংশ ক্ষেত্রে সঠিক পর্যবেক্ষণ, ন্যূনতম জ্ঞান আর বিচারশীল মানসিকতার অভাবে সাপ সম্পর্কে অজস্র লোকবিশ্বাস যুক্তির ভিত্তি ছাড়াই আমাদের সমাজে চালু আছে। সাপ ভীত, বিরক্ত বা আক্রান্ত না হলে সাধারণত কাউকে আক্রমণ করে না। চোখের সামনে প্রাণীর নাড়াচাড়া দেখলে সাপ সতর্ক হয় এবং আক্রান্ত হওয়ার ভয়ে কামড়ানোর চেষ্টা করে। সাপের দৃষ্টিশক্তি মোটেই ভালো নয়। তা ছাড়া সাপ ঠান্ডা রক্তের প্রাণী হওয়ার জন্য বেশি ক্ষণ দ্রুত নড়াচড়া বা দৌড়তে তার অসুবিধা হয়। সাপ কোনও শব্দ শুনতে পায় না। কিন্তু সাপ সুবেদী প্রাণী অর্থাৎ বাইরের কম্পন সে অতি দ্রুত অনুভব করতে পারে। জিভ দিয়ে বাইরের তাপমাত্রা বিচারের জন্য সাপের তালুতে কয়েকটি গ্রন্থি রয়েছে। এ ছাড়া তার মাথার উপরে ও বাইরের তাপমাত্রার তফাত নির্ধারণ করার জন্য গ্রন্থি থাকে।
সাপ সম্পর্কে আমাদের ধারণা খুব স্পষ্ট নয়। এই প্রাণীটি কেমন, পশ্চিমবঙ্গের কোথায় কী ধরনের সাপ দেখতে পাওয়া যায়, সে সম্পর্কে জানানো হয়েছে এখানে। কোন সাপের কামড়ের লক্ষণ কী, উপসর্গই বা কী, তা এখানে বলা হয়েছে। সাপের কামড়ের চিকিৎসা কী, তা এখানে বলা হয়েছে।
Always Free Thinking website-এ upload করা হয় সেই সমস্ত বই যেগুলি আগে থেকেই ইন্টারনেটে উপলব্ধ। Always Free Thinking কোনো বইয়ের PDF তৈরি করে না।