'জন হেনরি' গানের জন হেনরি কে ছিলেন?
জন হেনরি গানের কথা
জন হেনরিকে নিয়ে একটি ঘটনা অবলম্বনে রচিত হয় মার্কিন লোকগীতি।
জন হেনরি, জন হেনরি,নাম তার ছিল জন হেনরি।ছিল যেন জীবন্ত ইঞ্জিন,হাতুড়ির তালে তালেগান গেয়ে শিল্পীখুশী মনে কাজ করে রাত দিন।
লোককাহিনীবিদরা দীর্ঘদিন ধরে জন হেনরির ব্যালাডের জন হেনরিকে কাল্পনিক বলে মনে করেছেন, কিন্তু ইতিহাসবিদ স্কট নেলসন আবিষ্কার করেছেন যে জন হেনরি একজন বাস্তব ব্যক্তি ছিলেন - নিউ জার্সির একজন উনিশ বছর বয়সী যিনি 1866 সালে ভার্জিনিয়া আদালতে চুরির দায়ে দোষী সাব্যস্ত হয়েছিলেন, তাকে দশ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। পেনটেনশিয়ারি, এবং C&O রেলপথ নির্মাণের কাজ শুরু করে। জন হেনরি স্টিম ড্রিলকে পরাজিত করেন এবং পরে ক্লান্তিতে মারা যান। দ্য গ্রেট বেন্ড টানেল 12 সেপ্টেম্বর, 1872-এ সম্পন্ন হয়েছিল এবং 1974 সাল পর্যন্ত পরিষেবায় রয়ে গেছে।
গল্পটির জন্ম হয়েছিল অনেক বছর আগে কালো রঙের দিনমজুরদের নিয়ে। গ্যাসোলিন যুগের আগে রেল রোড বসানোর কাজ করতো তারা। অতি সাধারণ এবং অবহেলিত ছিল তাদের জীবন। তবে একটি বিষয় নিয়ে তারা খুব গর্ব করত। গর্ব করে বলল যে জন হেনরির মত শক্তিশালী মানুষ এই পৃথিবীতে আর একটাও নেই।
জন হেনরি আর সবার মতই রেইলরোডের টানেলে স্টিল বইতো। নয় পাউন্ড ওজনের একটা মুগুর দিয়ে হ্যান্ড ড্রিলকে পেটাতো ক্রমাগত। অসম্ভব কঠিন একটা কাজ। কিন্তু এই কঠিন কাজটাও সে করতো হাসি মুখে, গান গেয়ে গেয়ে। একদিন নির্মাণকাজের সাথে সম্পৃক্ত প্রকৌশলী নির্মাণ এলাকায় নিয়ে আসে একটি স্টীম ড্রিল মেশিন। শ্রমিকরা ক্রুদ্ধ হয় প্রকৌশলীর এই কাজে। জন হেনরি বুক চিতিয়ে জানান দেয় যে কোন মানুষ বা মেশিনের পক্ষে তাঁকে পরাস্ত করা সম্ভব নয়। হেনরির এই এক ঘোষণাতেই মেশিন এবং মানুষের বাজির লড়াই শুরু হয়। টানেলের গভীর থেকে গভীরে যাবার লড়াই। ডানপাশে জন হেনরি, বাঁ পাশে মেশিন। সূর্যাস্তের আগেই চৌদ্দ ফুট গভীরে চলে যান জন হেনরি। মেশিন তখনো পড়ে রয়েছে নয় ফুটে। শক্তি পরীক্ষার বাজিতে জেতার পরেই ক্লান্ত অবসন্ন হেনরি লুটিয়ে পড়েন মাটিতে। আর উঠেন না।
[সম্পূর্ণ গান: জন হেনরি, নাম তার ছিল জন হেনরি]