Bela Boye Jae Lyrics (Ore O Dake Mon Sona Mon)
বেলা বয়ে যায় লিরিক্স (ওরে ও ডাকে মন সোনা মন)
বুনো হাঁস |
গান: বেলা বয়ে যায় (ওরে ও ডাকে মন সোনা মন)
অ্যালবাম: বুনো হাঁস (বাংলা চলচ্চিত্র, ২০১৪)
গায়িকা: শ্রেয়া ঘোষাল
গায়ক: চন্দ্রিল ভট্টাচার্য
লিরিক্স: অনিন্দ্য চট্টোপাধ্যায়, চন্দ্রিল ভট্টাচার্য
সঙ্গীত পরিচালনা: শান্তনু মৈত্রSong: Bela Boye Jae Lyrics (Ore O Dake Mon Sona Mon)
Album: Buno Haansh (Bangla movie, 2014)
Singer: Shreya Ghoshal
Singer: Anindya Chatterjee
Lyricist: Anindya Chatterjee, Chandril Bhattacharya
Music Director: Shantanu Moitra
ওরে ও ওরে ও ডাকে মন সোনা মন
বেলা বয়ে যায়ে সে গেছে কাদের নায়
জোছনা গাছে ফুল ধরেছে
খোকা ঘরে আয়
ও... বেলা বয়ে যায়ে সে গেছে কাদের নায়
জোছনা গাছে ফুল ধরেছে
খোকা ঘরে আয়
রোদ্দুরে ডানা মেলে রামধনু গায়ে ফেলে
চাঁদের কপালে চাঁদটি
রোদ্দুরে গেলে উড়ে সাতরঙা মিঠে সুরে
আমাকে খুঁজে পেলি কি
ওরে ও ওরে ও ডাকে মন সোনা মন
মায়ার পাখি গায় দেখো সূয্যি ফিরে চায়
আলোর জাহাজ খেলবিনা আজ
আয় না ঘরে আয়
সোনার কাঠি কই শীতলপাটি কই
নিশুত রাতে তোমায় ছুঁয়ে একলা জেগে রই
কোন বাগানের মাথার উপর চাঁদ উঠেছে ঐ
চাঁদের কপালে চাঁদটি
রোদ্দুরে গেলে উড়ে সাতরঙা মিঠে সুরে
আমাকে খুঁজে পেলি কি
ওরে ও ওরে ও ডাকে মন সোনা মন
মায়ার পাখি গায় দেখো সূয্যি ফিরে চায়
আলোর জাহাজ খেলবিনা আজ
আয় না ঘরে আয়
সোনার কাঠি কই শীতলপাটি কই
নিশুত রাতে তোমায় ছুঁয়ে একলা জেগে রই
কোন বাগানের মাথার উপর চাঁদ উঠেছে ঐ
বলো কোন বাগানের মাথার উপর চাঁদ উঠেছে ঐ
মায়ার পাখির সুর রোদ্দুরে ভরপুর
আলোর জাহাজ ফিরবো ঘর আজ
বলনা কতদূর
ও... ঘুমপাড়ানি গান তারে মেপে দেব ধান
উথাল পাথাল ঢেউয়ের তলে কান্না জলে চান
কোন বাগানের বুকের ভিতর চাঁদেরই সম্পান
মায়ার পাখির সুর রোদ্দুরে ভরপুর
আলোর জাহাজ ফিরবো ঘর আজ
বলনা কতদূর
ও... ঘুমপাড়ানি গান তারে মেপে দেব ধান
উথাল পাথাল ঢেউয়ের তলে কান্না জলে চান
কোন বাগানের বুকের ভিতর চাঁদেরই সম্পান
ও... কোন বাগানের বুকের ভিতর চাঁদেরই সম্পান
ও... মায়ার পাখি গায় দেখো সূয্যি ফিরে চায়
আলোর জাহাজ খেলবিনা আজ
আয় না ঘরে আয়
মায়ার পাখির সুর রোদ্দুরে ভরপুর
আলোর জাহাজ ফিরবো ঘর আজ
বলনা কতদূর
ও... মায়ার পাখি গায় দেখো সূয্যি ফিরে চায়
আলোর জাহাজ খেলবিনা আজ
আয় না ঘরে আয়
মায়ার পাখির সুর রোদ্দুরে ভরপুর
আলোর জাহাজ ফিরবো ঘর আজ
বলনা কতদূর
রোদ্দুরে ডানা মেলে রামধনু গায়ে ফেলে
চাঁদের কপালে চাঁদটি
রোদ্দুরে গেলে উড়ে সাতরঙা মিঠে সুরে
আমাকে খুঁজে পেলি কি
চাঁদের কপালে চাঁদটি
রোদ্দুরে গেলে উড়ে সাতরঙা মিঠে সুরে
আমাকে খুঁজে পেলি কি