Tarader Shesh Tarpon Lyrics (Agee Chile Duchokher Tara)
তারাদের শেষ তর্পণ লিরিক্স (আগে ছিলে দুচোখের তারা)
তারাদের শেষ তর্পণ |
গান: তারাদের শেষ তর্পণ (আগে ছিলে দুচোখের তারা)
অ্যালবাম: তারাদের শেষ তর্পণ (বাংলা তথ্যচিত্র, ২০২০)
গায়ক: রূপঙ্কর বাগচী
গায়িকা: শ্রেয়া ঘোষাল
লেখক: ইন্দ্রদীপ দাশগুপ্ত
লিরিক্স: শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
সঙ্গীত পরিচালনা: ইন্দ্রদীপ দাশগুপ্তSong: Jege Jege Koto Par Kore Deoya Raat
Album: Tarader Shesh Tarpon (Bangla Documentary, 2020)
Singer: Rupankar Bagchi
Singer: Shreya Ghoshal
Composer: Indraadip Dasgupta
Lyricist: Srijato Banerjee
Music Director: Indraadip Dasgupta
আগে ছিলে দুচোখের তারা
জানি আজ পেয়েছো আকাশ,
আগে ছিলে দুচোখের তারা
জানি আজ পেয়েছো আকাশ,
আর স্মৃতিরা হারিয়ে যায় পাছে
লিখে রাখি সেই ইতিহাস।
দূরে তবু কাছে
হাত ভরে দিলাম এখন,
জানি আজ পেয়েছো আকাশ,
আর স্মৃতিরা হারিয়ে যায় পাছে
লিখে রাখি সেই ইতিহাস।
দূরে তবু কাছে
হাত ভরে দিলাম এখন,
দূরে তবু কাছে
হাত ভরে দিলাম এখন।,
তারাদের শেষ তর্পণ,
হাত ভরে দিলাম এখন।,
তারাদের শেষ তর্পণ,
তারাদের শেষ তর্পণ।
দেখেছি পৃথিবী থেকে আজ
জ্বলে আছো দূরে এককোণে,
দেখেছি পৃথিবী থেকে আজ
জ্বলে আছো দূরে এককোণে।
জ্বলে আছো দূরে এককোণে।
আকাশের গায়ে কারুকাজ,
মানুষ তারার নাম কোণে।
সকলেই হতে চায় এ তারা
কেউ কেউ তারা হতে পারে,
মানুষ তারার নাম কোণে।
সকলেই হতে চায় এ তারা
কেউ কেউ তারা হতে পারে,
সকলেই হতে চায় এ তারা
কেউ কেউ তারা হতে পারে।
কেউ কেউ তারা হতে পারে।
বাকিদের দিন হয় সারা
প্রণামীর এই অধিকারে।
কতটুকু পারি আর
এইভাবে করেছি স্মরণ,
কতটুকু পারি আরপ্রণামীর এই অধিকারে।
কতটুকু পারি আর
এইভাবে করেছি স্মরণ,
এইভাবে করেছি স্মরণ।
তারাদের শেষ তর্পণ,
তারাদের শেষ তর্পণ,
তারাদের শেষ তর্পণ,
তারাদের শেষ তর্পণ,
তারাদের শেষ তর্পণ।
তারাদের শেষ তর্পণ।
[আরও পড়ুন: গুন গুন করে মন ভ্রমরা যে ওই]
[আরও পড়ুন: কেন এ মন অকারণ আমায় কাঁদায় যখন তখন]
[আরও পড়ুন: এই আকাশ নতুন বাতাস নতুন]
[আরও পড়ুন: সাত রঙা এক পাখি]
[আরও পড়ুন: এই আকাশ নতুন বাতাস নতুন]
[আরও পড়ুন: সাত রঙা এক পাখি]